নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঈদের আগে ও পরের ২ টি ভাইরাল !

০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:২২



ভাইরাল -০১


১৬ জুন ২০১৬ মালয়েশিয়াতে ঈদ পালিত হয়। ঈদের দিন ওপেন হাউজ অনুষ্ঠান করে রীতিমতো আমজনতার মনের কোঠায় স্থান করে নেন মাহাথির। তিনি প্রায় ৫৫ হাজার লোকের সাথে করমর্দন করেছেন।

• এখানে ঈদের সময় আমাদের দেশের মতো কোলাকুলি করা হয় না। সবাই হাতে হাত মেলায়। এর কারণটা আমি জানি না।

তবে ঈদের পরের দিন তুন মাহাথিরের সাথে তোলা এখানকার অভিনেত্রী Izara Aishah এর একটি ছবি তুমুল ভাবে ভাইরাল হয়ে যায়। ফেসবুক থেকে ফেসবুকে, মোবাইল থেকে মোবাইলে ভাইরাসের মতো দৌড়াতে থাকে সেই ছবি। পরিস্থিতি এমন বেগতিক হয় যে, সেই অভিনেত্রীকে পরে মিডিয়ায় এ সোসাল নেটওয়ার্কে বিবৃতি দিতে হয়। মাহাথির বলে কথা।

সেই ভাইরাল ছবিটি দেখুন।





ভাইরাল -০২


সকলেই জানেন, ৯ ই মে ২০১৮ এর পার্লামেন্ট নির্বাচনে ৬১ বছর ক্ষমতায় থাকা বারিসান জোট পরাজিত হয়। এই পরাজয় তার কাছে হয় যিনি এক সময় বারিসান জোটের প্রধান নেতা ছিলেন। তিনি মাহাথির।
বারিসান জোটের প্রধান দল UMNO – United Malay National Organization. মূলতঃ এটি মালয় জাতির প্রধান রাজনৈতিক প্লাটফরম। স্বয়ং মাহাথিরও একে খুব পছন্দ করেন। কেবল মাত্র দুর্নীতিবাজদেরকে হঠাতে তিনি এর বিপরীত আলাদা দল গঠন করেছেন।

নির্বাচনের পরাজয়ের পরের দিনই সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক পার্টির সভায় United Malay National Organization এর সভাপতির পদ থেকে ইস্তফা দেন। সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব নেন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তুন মাহাথির মন্তব্য করেন- United Malay National Organization জন্য এক মাত্র যোগ্য নেতা হতে পারেন খাইরি ( former Youth chief Khairy Jamaluddin )। সারা দেশে আলোচনা । কে এই খাইরি। স্বয়ং মাহাথির যাকে যোগ্য মনে করেন।

United Malay National Organization এর নেতা নির্বাচনের ভোটে খাইরী দ্বিতীয় হয়েছেন। প্রথম হয়েছেন সাবেক উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদী।

বিভাগীয় মোট ১৯১ টি ভোটের মধ্যে হামিদী পেয়েছেন ৯৩ ভোট আর খাইরী পেয়েছেন ৫১ ভোট। । বিরাট ব্যাপার। তার মাঝে বিরাট গুণ দেখেতে পেয়েছেন তুন মাহাথির ।

খাইরি কি আগামী দিনের প্রধানমন্ত্রী ?

অথচ মাহাথির তাকে নিয়ে মন্তব্য করার পর খাইরী বলেছিলেন – তুন আমাকে নিয়ে রসিকতা করেছেন। কিন্তু বাস্তবতা হলো তুন মাহাথির সব সময় রসিকতা করেন না। বিশেষ করে সভাপতির মতো একটি পদে তরুণ এক জন নেতাকে নিয়ে ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

অর্থনীতিবিদ বলেছেন: প্রথম ছবিটি দেখে মনে হচ্ছে পিতার বুকে কন্যার পরম নির্ভরতার আশ্রয় নেয়া।
হামিদী আর খাইরীর মধ্যে মানুষ হিসেবে কে ভালো? কারণ ভোটের ফল দেখে মানুষ চেনা মুশকিল।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খাই‌রি খুবই নবীন নেতা। জা‌হিদ অ‌নেক পুরাতন । খাই‌রির মা‌ঝে বিশাল গুণ দে‌খে‌ছেন মাহা‌থির। তাই ভো‌টের মা‌ঠেও প্রায় ধ‌রে ফে‌লে‌ছি‌লেন জা‌হিদ‌কে। তরুণ নেতার দরকার। য‌দি তার মা‌ঝে আগুণ থা‌কে।

২| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

রোকনুজ্জামান খান বলেছেন: মাহাথির সাথে অভিনেএীর তোলা ছবিটির প্রতি আপনার প্রতিক্রিয়া কি?
জন গণ এর ভোটে হামিদী জয়ী হয়েছেন ।
আশা করি হামিদী কে পার্লামেন্টে বসালে
মালয় জাতির জন্য তাহা কল্যান কর হবে ।


আমার ব্লগে একবার ঘুরে আসার অনুরোধ রইল ।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নি‌জের কোন প্র‌তি‌ক্রিয়া নেই। আ‌মি তুন মাহা‌থি‌রের এক জন গুণমুগ্ধ ভক্ত। তার চিন্তাধারা আমা‌কে আ‌বেগআপ্লুত ক‌রে। এটা ছিল দ‌লের নেতা নির্বাচ‌নের ভোট। দ‌লের নেতা ভো‌টের মাধ্য‌মে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে।

৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

নতুন বলেছেন: ভাই ৫৫হাজার মানুষের সাথে ১ সেকেন্ড সময় দিলে সময় লাগে ১৫.২৭ ঘন্টা.... আধা মিনিট সময় দিলে ৭.৬৩ ঘন্টা...

মনে হয় নাম্বারটা বেশি হইছে....

অবশ্য অপেন হাউসের আমন্ত্রনে ৫৫ হাজার মানুষ এসেছিলো সেটা হতে পারে।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈ‌দের সময় এরা হাত মি‌লি‌য়েই চ‌লে যায়। কথা বলার সু‌যোগ কম। মালয় জা‌তি অ‌নেক ভদ্র। আমা‌দের সা‌থে তুলনা করার সু‌যোগ কম।

৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:০৮

জাহিদ অনিক বলেছেন:
একটিও আমার জানা ছিল না

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা প্রিয় ক‌বি। পৃ‌থিবীর অ‌নেক কিছুই আমরা জা‌নি না।

৫| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, স্যার। আপনার পোস্ট পড়ে আমি বিমোহিত।

৬| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও পড়ে গেলাম।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক ভালো পাঠক। লেখকের চেয়ে পাঠক খুব জরুরী। আমি পাঠক হতে পছন্দ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.