নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি ইয়াট উদ্ধার ও ১৮ বিলিয়ন রিঙ্গিত উধাও এর গল্প

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

মালয়েশিয়ার বহুল আলোচিত প্রমোদ তরী Equanimity

পেটের দায়ে প্রচুর ব্যস্ত থাকার কারণে মালয়েশিয়া নিয়ে আগের মতো পোস্ট দিতে পারিনি। ব্লগের কেউ কেউ এই জাতীয় পোস্ট পছন্দ করছেন না। তাদের বক্তব্য নিজের দেশের খবর নেই। আবার বিদেশ ( মালয়েশিয়া নিয়ে পোস্ট দেয়া!)। তবে আমার বক্তব্য ভিন্ন। যারা উন্নত দেশে থাকেন তাদের কাছে আমি সেই সব দেশের পোস্ট চাই। কেননা, আমার পক্ষে সেই সব দেশে যাওয়া সহজ নয়। এই সব পোস্টের মাধ্যমে সেই সব উন্নত দেশের অনেক কিছু জানতে পারবো। আমাদের দেশের সাথে তুলনা করতে পারব।

আমি যখন এই মালয়েশিয়াতে খুব ভালো কিছু দেখি তখন আমার বুকের ভেতর হাহাকার উঠেঃ এই চমৎকার জিনিসটি আমাদের বাংলাদেশে কেন নেই!

মালয়েশিয়ার রাস্তা ঘাট খুবই ভালো। ( এই দেশের পুলিশ জঘন্য!!!আল্লাহ তাদেরকে হেদায়েত করুন।)
যখন এই দেশের সুন্দর রাস্তাঘাটে আমি নিজে গাড়ী চালাই কিংবা অন্যের গাড়ীতে যাতায়াত করি আমার খুব ভালো লাগে।

আবার আফসোসও লাগে। এমন সুন্দর রাস্তা আমাদের দেশে কেন নেই।

এই রকম আরো অনেক আফসোস আমার আছে।


একটি ইয়াট উদ্ধারঃ


যে ভাবে উদ্ধার করা হলো ইয়াটটিকে।

তুন মাহাথিরের নেতৃত্বে পাকাতান হারাপান জোট ক্ষমতায় আসার পরপরই এখানকার আলোচিত ব্যবসায়ী ঝাউ লো তিনি এক জন চায়নিজ মালয়েশিয়ান। মাহাথির শপথ নেয়ার পরপরই তিনি দেশ থেকে পালিয়ে যান। তিনি বারিসান ন্যাশনাল জোটের সাবেক নাজিব সরকারের খুব কাছের লোক ছিলেন। তবে তার ব্যাপক আর্থিক কেলেংকারী থাকায় মাহাথির শপথ গ্রহণ করার সাথে সাথেই পালিয়ে যান। তার প্রমোদতরী বিশাল দামী ইয়াটখানা ইন্দোনেশিয়াতে আদালতের মাধ্যমে আটকা পড়ে। এই ইয়াটটির দাম প্রায় এক বিলিয়ন রিঙ্গিত বা ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রথমে এটিকে ক্লাং বন্দরে আনা হয়। পরে এটাকে পেনাং নিয়ে যাওয়া হবে। ইয়াটটির নাম Equanimity. এটির ১৪ টি কেবিনে মোট ২৮ জন অতিথি থাকতে পারেন। মোট ৩৩ জন ক্রু আছেন। জানা গেছে, বিলাস বহুল এই ইয়াটটি খুব তাড়াতাড়ি নিলামে তোলা হবে।



১৮ বিলিয়ন রিঙ্গিত উধাও এর গল্প

জিএসটি মালয়েশিয়ার রাজনীতিতে এক আলোচিত শব্দ। জিএসটি নামক ট্যাক্স ধার্য করে নাজিব সরকার মালয় জনগণের অনেক বদনাম কুড়িয়েছেন। কেননা, এই ট্যাক্স আরোপ করার পর অনেক পন্য ও সেবার দাম ৬% বেড়ে যায়। মানুষের আয়ের উপর চাপ পড়ে। মাহাথিরের জোট কথা দেন তারা বিজয়ী হলে জিএসটি থাকবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মাহাথির সরকার আসার পর জিএসটি শূণ্য করা হয়। ফলে সব ধরণের পণ্যের দাম কমে যায়।
কিন্তু অর্থ মন্ত্রণালয় খুজে পেয়েছে যে, নিয়মিত জিএসটি আদায় করলেও সেই আদায়কৃত জিএসটির প্রায় ১৮ বিলিয়ন রিঙ্গিতের কোন হদিশ মিলছে না। যেন হাওয়ায় মিলিয়ে গেছে এতোগুলো টাকা। অর্থমন্ত্রী এ ব্যাপারে তার বক্তব্য তুলে ধরেছেন। তবে সাবেক সরকার এর উপপ্রধামন্ত্রী জাহিদ হামিদী বলেছেন- এই টাকা কেউ আত্নসাত করেনি।

টাকা নিয়ে ঝামেলা যেন কমছেই না।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিদেশে নিয়েও হজম করতে পারেনি; বাংগালীরা বিদেশে নিয়ে হজম করছে নিয়মিতভাবে

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের হজম শক্তি বেশী।
নিয়মিত হজমী বড়ি খেয়ে খেয়ে শরীর ফিট হয়ে গেছে।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আমাদের দেশের বড় দুর্নীতি গুলোর রহস্য সমাধানের অপেক্ষায়!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাসুদ রানা না থাকলে কে করবে এই সব রহস্যের সমাধান!
কাজী আনোয়ার হোসেন থাকলে ( সম্ভবতঃ উনি আছেন) তাকে বলতে হবে।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২

আরণ্যক রাখাল বলেছেন: ২৫০ মিলিয়ন ডলার মূল্যের কেউ যখন ইয়াট কেনে, তখন কেমন যেন মাথা ঝিমঝিম করে ওঠে। কেউ কী করে এত সম্পদের মালিক হয়!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীর নিয়মটা বড় অদ্ভুত। কেউ টাকার অভাবে ভাত খেতে পায় না। আবার কারো কারো অঢেল টাকা।
সব মানুষের যদি খেয়ে পড়ে বেঁচে থাকার টাকা থাকতো তাহলে পৃথিবীটা আরো বেশী সুন্দর হতে পারত।

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

শাহারিয়ার ইমন বলেছেন: ঐখানেও কি দুর্নীতি হয় এদেশের মত

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির সম্প্রতি বিদেশী এক টিভির সাথে সাক্ষাতে বলেছেন-
প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে আমি প্রশাসনকে যতটা দুর্নীতিগ্রস্ত ভেবেছিলাম প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেখছি দুর্নীতি তার চেয়েও বেশী। এই সব কর্মকর্তাকে নিয়ে আমার নীতিমালা বাস্তবায়ন নিয়ে আমি সত্যিই চিন্তিত!

দুর্নীতি কাকে বলে , উহা কত প্রকার ও কি কি ? জানতে হলে এই দেশে আসলেই হয়। উনারা মনে হয় আমাদের চেয়ে খুব বেশী পিছিয়ে নেই। এগিয়েও থাকতে পারেন।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

অচেনা হৃদি বলেছেন: =p~
আমি তো মনে করেছিলাম শুধু এই দেশে টাকা উধাও হয়! এখন দেখি মালয়েশিয়াতেও! ;)

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আবার জিগায়! আমরা তো কেউ কারো চেয়ে কম না।

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১০

প্রশ্নবোধক (?) বলেছেন: দ্যাটস দা মাহাথীর।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হি ইজ অ্যা গ্রেট লিডার ।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



মাহাথিরের আবার ক্ষমতায় আসায় মালয়েশিয়া আবার চেনা পথে চলতে শুরু করেছে; আগের সরকারের দুর্নীতি প্রকাশ্যে এসেছে; এক সময় এগুলোর বিচার হব। আমাদের সমস্যা হলো স্বাধীনতার ৪৭ বছরেও মাহাথিরের এক-চতুর্থাংশ যোগ্যতার নেতা পাইনি। আগামী ৪৭ বছরেও সে সম্ভাবনা নেই। দেশটা এখন মাফিয়াদের হাতে; এরা দু'টি ভাগে বিভক্ত হয়ে চুষে খাচ্ছে; কোন মাহাথিরকে আসতে দেবে না এরা।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের প্রতিটি নাগরিক যদি ব্যক্তিগতভাবে সততাকে লালন ও ধারণ করতে না পারে তাহলে নেতা দিয়ে কোন কাজ হবে না। কেননা, নেতা নিজেও জনতার এক জন।

প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে সৎ, দেশপ্রেমিক, কর্মঠ না হলে মাহাথির বেটে খাওয়ালেও কাজ হবে না। বাঙ্গালী জাতির এক জন সদস্য হিসাবে আমি নিজেকে কেন সৎ, কর্মঠ, দেশপ্রেমিক ভাবতে পারি না? সমাজের প্রতি , দেশের প্রতি কেন আমার কোন দায়বদ্ধতা নেই?

৮| ১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০২

মলাসইলমুইনা বলেছেন: আমাদের দেশেও কখনো ক্ষমতার পট পরিবর্তন হলে এরকম কত রোমহর্ষক ঘটনা যে সবাই জানবে ! আমাদের সরকার অবশ্য এদিক দিয়ে খানিকটা বেশি গণতান্ত্রিক বলে অনেক ক্রেডিট পাবার যোগ্য ! তারা ক্ষমতায় থাকতেই তাদের ব্যাংক ডাকাতির কথা সবাইকে জানিয়ে দিচ্ছে ! যাহোক, যে যাই বলুক এই লেখাগুলো লিখতে থাকুন I ব্লগের এই লেখাগুলোই কখনো কাজে লাগবে I অর্থহীন প্রেমের কবিতা, গল্প লেখা অর্থহীন মনে হয় আমার I তার চেয়ে এই লেখাগুলো অনেক বেশি (জন)গুরুত্বপূর্ণ মনে হয় I

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় নাইমুল ইসলাম ভাই, আপনার মন্তব্য অনুপ্রেরণা দেয়। আমিও চাই যারা প্রবাসে আছেন তারা বেশী বেশী লিখুন। দেশের মানুষ সামান্য হলেও বিদেশ সম্পর্কে জানুক।

বিদেশে না গেলে দেশকে চেনা যায় না। তাই বিদেশের বিষয়ে যে সব পোস্ট আসে আমি তা গভীর মনোযোগ দিয়ে পড়ি।

আপনার উৎসাহ মূলক মন্তব্য আসলে প্রেরণা দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। জীবন হোক অনিন্দ্য সুন্দর।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: অনেক দিন পরে আপনাকে পেয়ে ভালো লাগছে,আসা করি নিয়মিত পোস্ট করবেন ধন্যবাদ।।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ভালো আছেন তো?
নতুন গাড়ী কিনেছেন তো?
ট্যাক্স হলিডে থাকতে থাকতে গাড়ী কিনে ফেলুন।
সেপ্টেম্বর থেকে নতুন ট্যাক্স এসএসটি আসছে।
তাড়াতাড়ি কিনুন।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রবাসী বাংলাদেশী শ্রমিক ভাইদেরকে সহযোগিতা করুন।
ভালো থাকুন সব সময়।

১০| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

সনেট কবি বলেছেন: তবে এত বিপুল পরিমাণ মুদ্রা কোথায় গেল?

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধেয় কবি, মানুষের পেট অনেক বড়। এই পেট প্রচুর টাকা খেয়ে হজম করে ফেলতে পারে।

দুনিয়াতে অজস্র জায়গা আছে টাকা রাখার।

বোকারা টাকা মাটির নীচে পুঁতে রাখে।

সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের বাসা থেকে কয়েক ট্রাক টাকা, সোনা দানা আটক করা হয়েছে।

১১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদভাই,

ব্যক্তিগত ভাবে আমি আপনার মালয়েশিয়ার পোষ্টের ফ্যান। আর সত্যিকথাটা আপনি বলে দিয়েছেন । আমাদের সবার পক্ষে বিশ্বের সব দেশে যাওয়া সম্ভব নয় । যে কারনে সেখানে যারা থাকেন তারা যদি সখানকার কৃষ্টি কালচার তুলে ধরেন তাহলে আমরা ঘরে বসে অনেক কিছু জানতে পারবো । কাজেই আপনাকে অনুরোধ করবো আগের মত নিয়মিত পোষ্ট দিয়ে আমাদের মনের খিদে পূরণ করুণ ।

অনেক শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় দাদা, আপনি পড়েন বলেই মাঝে মাঝে লিখি। আজকাল আর লিখতে মন চায় না।
দেশের ভালো কিছু শুনতে চাই।
শুনি ঠিক খারাপ টা।
দেশের মানুষের হাসির শব্দ শুনতে চাই।
শুনতে পা্ই কান্না।
আজকাল মনটা বড় অস্থির থাকে।
জানি না দেশের জন্য কেন এই আকুলতা।

ভালো থাকবেন প্রিয় দাদা। আপনার ও আপনার পরিবারের জন্য আমার হৃদয়ের গভীরতম প্রদেশে থেকে শুভ কামনা।

১২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সব দেশের মানূষের চেয়ে আমাদের আফসোস বেশি।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের মানুষগুলোকে কেউ কাজে লাগাতে পারছে না বলে তারা সম্পদ নয়, দেশের বোঝা হয়ে গেছে। দেশে কাজ কর্ম না পেয়ে মালয়েশিয়া আর সৌদি আরবে গিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে- ( ভাব উক্তিঃ শ্রদ্ধাভাজন ব্লগার জনাব চাঁদ গাজী)

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশে যে ভালো রাস্তা নেই এটা মানতে পারলাম না। ২০০৭-৮ এর দিকে প্রতি সপ্তাহ জুড়েই এত ট্যুর থাকতো যে উত্তর বঙ্গের নীল ফামারী থেকে শুরু করে খুলনা বরিশাল নোয়াখালি কক্সবাজার নিয়মিত যাওয়া আসা করতে হতো। সবচে সুন্দর রাস্তা ছিলো ঢাকা বরিশাল গামী। গাড়ী চলছিলো ১৫০-১৮০। আমি ড্রাইভারকে বললাম কোনো অনুভূতি নাই, এ কেমন রাস্তা! এরকম সিরাজগন্জে যাবার পথে চলনবিল স হ আরও বেশ কিছু রাস্তা ছিলো। যদিও সিলেটের দিকে রাস্তা এমন স্মুথ ছিলো না।

আমাদের দেশের রাস্তা কিছুদিন পরেই ধ্বসে যায় কারন উন্নত বিশ্বকে অনুসরন করে বিটুমিনের রাস্তা তৈরী করা হয় কিন্তু বাংলাদেশ বন্যপ্রবন স্যাতস্যাতে। আদতে এটা বেশীদিন টেকে না। ইউরোপের মাটিতে এরকম রাস্তা টিকে কারন এখানকার বেশীরভাগ অঞ্চলই পাথুরে।

এসব নিয়ে গবেষনা করার কারো কোনো গরজ জেই। আবার হচ্ছেও যে না সেটাও ঠিক না। যদিও সিভিল ইন্জিনিয়ারদের বক্তব্য আরো ভিন্ন। তাদের কাছে জানা যায় আসল সমস্যা কোথায় দীর্ঘমেয়াদী টেকসই রাস্তার ব্যাপারে।


তবে আমাদের দেশের রাস্তা অবশ্যই ভালো ছিলো। যদিও এখনকার খবর জানা নেই

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের রাস্তাও অনেক অনেক ভালো। এ জন্য আপনার মতো আমি নিজেও যথেষ্ট পরিমাণে গর্বিত।

কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া যে কিনা ৯০ দশকের গোড়ার দিকেও মেছোপল্লী ছিল তাদের রাস্তাঘাট দেখলে তাজ্জব বনে যেতে হয়। সেই সাথে রাস্তার দুপাশে আলোর ব্যবস্থা যে কাউকে মুগ্ধ করবে।

আমাদের রাস্তা তৈরীর নতুন টেকনোলজিটা আমার খুব ভালো লাগে। বাঁশের চটি বা চাটাই দিয়ে তারপর দেয়া হয় ইটের গুড়ো। ৫ নম্বুরি ইট আর সিমেন্ট দিয়ে যে রাস্তা আর ভবন তৈরী করা হয় সেটা আমার খুবই ভালো লাগে।

আমাদের রাস্তাগুলো ঠিকাদারদের চিরকালের আয়ের উৎস। প্রতি বছর তারা টেন্ডার পায়। কাজ শুরু করে বর্ষার সময়। আমার এই ব্যাপারটিও খুব ভালো লাগে।

ঢাকা শহরে দেখবেন বৃষ্টির দিনে রাস্তা কাটে, ওয়াসার নালা কাটে, টিএন্ডটির গর্ত কাটে। পথচারীরা পিছলে পড়ে। এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আমি খুবই গর্ব অনুভব করি।

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাহাথিরের মত একজন নেতা এদেশে খুবই প্রয়োজন।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে সৎ, দেশপ্রেমিক, কর্মঠ না হলে মাহাথির বেটে খাওয়ালেও কাজ হবে না। বাঙ্গালী জাতির এক জন সদস্য হিসাবে আমি নিজেকে কেন সৎ, কর্মঠ, দেশপ্রেমিক ভাবতে পারি না? সমাজের প্রতি , দেশের প্রতি কেন আমার কোন দায়বদ্ধতা নেই?

১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

মোস্তফা সোহেল বলেছেন: সাজ্জাদ ভাই,ব্লগে কে কি বলল তাতে কান না দিয়ে নিজের মনের মত ব্লগিং করে যান।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, সময় পাই না। পেটের ধান্ধা বড় কঠিন ধান্ধা। এই ধান্ধার ফাঁক ফোকর গলিয়ে যে টুকু সময় পাই লেখার চেষ্টা করি। কারো কারো যে ভালো লাগে সেটা আমি বুঝতে পারি।

উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। জীবন হোক অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.