নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

চীনে প্রোটন গাড়ীর কারখানা স্থাপন করতে যাচ্ছেন মাহাথির

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

চীনে টেস্ট ড্রাইভিং করছেন প্রধানমন্ত্রী তুন মাহাথির।

বাংলাদেশে ও ইন্দোনেশিয়ার পর এবার চীনে প্রোটন গাড়ীর কারখানা স্থাপন করতে যাচ্ছেন মাহাথির

এক জন গাড়ী প্রেমিক তিনি। নাকি গাড়ী পাগল? যেটাই বলা হোক কেন কোন সমস্যা নেই। বাস্তবিকই গাড়ীর প্রতি তাঁর সীমাহীন টান রয়েছে। আর গাড়ী নিয়ে তাঁর অনেক চিন্তাভাবনা।

স্বাক্ষর অনুষ্ঠানে মাহাথির

দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী হবার পর থেকেই তিনি দেশের তৃতীয় “জাতীয় গাড়ী” র একট ব্রান্ড শুরু করার কথা ভাবছেন। এটা নিয়ে মালয়েশিয়াতে নানান সমালোচনা রয়েছে। তবে তিনি প্রথম জাতীয় গাড়ীর ব্রান্ড প্রোটন নিয়ে অনেক কাজ করে চলেছেন।
আলী বাবা-র প্রধান জ্যাক মা এর সাথে

চীন সফররত প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির Zhejiang Geely Holding Group (Geely) এর সাথে Proton Holdings যৌথ উদ্যোগে গাড়ীর কারখানা স্থাপন করতে একটি ডিল স্বাক্ষরিত হয়েছে।

এবার দেখুন ভিডিওতে

২০১৯ সালের মাঝামাঝিতে উদ্যোগের বাস্তবায়ন দেখা যেতে পারে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:



বিশ্বের অনেক এলাকায় দরকারের চেয়ে গাড়ী অনেক অনেক বেশী হয়ে গেছে; সময় এসেছে, গাড়ীর বিরু্দ্ধে কথা বলার।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উন্নত দেশে গাড়ী একটু বেশীই। তবে আমাদের দেশে গাড়ী এখনো বেশী নয়।
এখনো বড় বড় সড়কে শ্যালো ইঞ্জিনে তৈরী গাড়ী চলে।

২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

বিদেশে কামলা খাটি বলেছেন:

আমার এক কাবান ( মানে বন্ধু) বললেন- মাহাথির নাকি আমাদের ( মানে বাংলাদেশের) নাতি।
কথাটি কি সঠিক?

আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার পূর্ব পুরুষরা ভার‌তের কেরালা থে‌কে আগত।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

২০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ, প্রিয় কথাকার। শুভ কামনা সব সময়।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

বিদেশে কামলা খাটি বলেছেন:
গাড়ী তো আমার কাছে স্বপ্ন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বপ্ন হোক সত্যি। ইটের পর ইট।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: নিঃসন্দেহে মালয়েশিয়ার জন্য ভালো পদক্ষেপ। চীনে বিনিয়োগ মানে কতটা হেডম থাকলে এটা করা যায় তাও সরকারিভাবে

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার সাহস আ‌ছে। আর বাড়‌তি হিসা‌বে আ‌ছে দেশ‌প্রেম আর সততা। এইগু‌লো থাক‌লে বা‌কি সব এম‌নিতেই হ‌য়ে যায়।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, প্রিয় কথাকার। শুভ কামনা সব সময়।


ভালো থাকুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা রইলো। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.