নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আ‌নোয়ার ইব্রাহীম বল‌লেনঃ আ‌মি কি না‌জিব‌কে ক্ষমা কর‌বো?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

আ‌নোয়ার ইব্রাহীম বল‌লেনঃ আ‌মি কি না‌জিব‌কে ক্ষমা কর‌বো? মাল‌য়ে‌শিয়ার অ‌পেক্ষমান প্রধানমন্ত্রী দাতুক সে‌রি আ‌নোয়ার ইব্রা‌হিম এক অনুষ্ঠা‌নে ব‌লে‌ছেন~ আ‌মি কি সা‌বেক প্রধানমন্ত্রী না‌জিব‌কে ক্ষমা কর‌বো?

Prime Minister in waiting
গতকাল মঙ্গলবার ফি‌লিপাই‌নের ম্যা‌নিলায় সিইও ফোরা‌মের এক অনুষ্ঠা‌নে জনাব আ‌নোয়ার ইব্রাহীম এমন মন্তব্য ক‌রেন।

তি‌নি ব‌লে‌ছেন~ সা‌বেক প্রধানমন্ত্রী না‌জিব ২০১৫ সা‌লে কোর্ট‌কে ব্যবহার ক‌রে তা‌কে অবমাননা করার জন্য ই‌তিম‌ধ্যে তা‌কে ক্ষমা ক‌রে দি‌য়ে‌ছেন। তি‌নি সম্প্র‌তি ক্ষমতাসীন জো‌টের প্রধান দল পি‌কেআর ~ এর সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তি‌নি মাল‌য়ে‌শিয়ার অ‌পেক্ষমান প্রধানমন্ত্রী।




মাহা‌থির দেড়/দুই বছর পর ক্ষমতা ছাড়‌লে তি‌নিই প্রধানমন্ত্রী হ‌বে। মাহা‌থির বেশ ক‌টি রাজ‌নৈ‌তিক অনুষ্ঠা‌নে তা‌কে Prime Minister in waiting হিসা‌বে উ‌ল্লেখ ক‌রে‌ছেন।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমার কেন মনে হয় যে, ইব্রাহিমের ভবিষ্যত পুরোপুরি পরিস্কার হবে না

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মিঃ আনোয়ার ইব্রাহীম সম্ভবত এবছরই পার্লামেন্ট মেম্বার হতে চলেছেন। খুব শিগগিরই একটি সিট খালি করে সেখানে উপনির্বাচনের নির্বাচিত হয়ে আসার কথা এখন শোনা যাচ্ছে। সেই মোতাবেক এই বছরই তাকে এমপি হিসাবে পার্লামেন্টে দেখা যেতে পারে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

সনেট কবি বলেছেন: মনে হয় ক্ষমাকরে দিলেই ভাল হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমিও মনে করি, ক্ষমা অনেক বড় গুণ। আমরা যদি সবাই এই গুণের অধিকারী হই তাহলে পৃথিবীটা আরো বেশী সুন্দর হতে পারে।
আনোয়ার ইব্রাহীম মহৎ গুণের অধিকারী হবার চেষ্টা করছেন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

যাযাবর চখা বলেছেন: ক্ষমা মহত্যের লক্ষণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হবু প্রধানমন্ত্রী। এখন তাকে কষ্ট করে হলেও মহৎ হতে হবে।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: মানুষ মানুষকে কি ক্ষমা করবে??
ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের কাছে দোষ করলে মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে। নইলে আল্লাহ ক্ষমা নাও করতে পারেন।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

কেতন বলেছেন: এই ক্ষমার কি মূল্য আছে? ৭১ এ যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, দেশ গড়ার স্বার্থে বঙ্গবন্ধু তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কথায় আছে না, সূর্যের চেয়ে বালি গরম। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বাজারে বেচে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা তো সেই ঘোষণা মেনে নেয়নি - লোক দেখানো বিচারে ঠিকই মেরে ফেলল সবাইকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব ক্ষমা তো আর এক রকম নয়। তাই মূল্য থাকতেও পারে। সব দেশও এক নয়।
ধন্যবাদ । অনেক অনেক ভালো থাকুন।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আ‌নোয়ার ইব্রাহীম প্রধানমন্ত্রী না হওয়ার সম্ভবনা বেশী। মালয়েশিয়া শক্তিশালী ইন্টেলিজেন্স ব্যুরো নিয়ন্ত্রনে দেশ - মালয়েশিয়ার উন্নতীর ধারাবহিকতা তারই একটি ফসল ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখানকার গণমাধ্য‌মের ভাষ্য অনুযায়ী খুব তাড়াতা‌ড়ি উ‌নি পার্লা‌মেন্ট মেম্বার হ‌বেন। পোর্ট ডিকসন আসন এর এক জন মেম্বার পদত্যাগ কর‌লে সেই আস‌নে তি‌নি উপ‌নির্বাচন ক‌রে জয়ী হ‌য়ে আস‌বেন। এর পর বা‌কিটা আগামীতে সবাই দেখতে পাবেন। ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

সূচরিতা সেন বলেছেন: কখনো কি রাজনীতি মুক্ত একটা মানব সভ্যতা হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজনীতি খারাপ নয়। খারাপ হচ্ছে- যে সব মানুষ মানুষ যারা উত্তম গুণের অধিকারী নন অথচ রাজনীতি করেন। ভালো মানুষ রাজনীতি করলে পৃথিবীর অনেক কল্যাণ হতে পারে। খারাপ মানুষ রাজনীতি করলে হাহাকার আর সর্বনাশা সব কান্ড দেখা যাবে।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: আমার মনে হয় অভিযোগ সত্য হলে কঠোর সাজাই প্রাপ্য। এভাবে ক্ষমার সংস্কৃতি চালু হলে এ দেশ একসময় বাংলাদেশে পরিনত হবে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই ক্ষমা তো মহৎ হবার জন্য । প্রধানমন্ত্রী হতে চলেছেন। এখন এই ধরনের ক্ষমা টমা না করে উপায় কি? আর উনি তো জেলে গেছেন আদালতের রায়ের মাধ্যমেই। কেউ তো আর তাকে ঠেলে নেয়নি।

এবার তার প্রধানমন্ত্রী হবার পালা।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: অন্তত কিছু শাস্তি পেতেই হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উদারতা দেখিয়ে সবার মন জয় করার চেষ্টা। খুব শিগগিরই তাকে প্রধানমন্ত্রীর দফতর সামলাতে হবে। এখন থেকে উদার না হলে মহান নেতা হওয়া সম্ভব নয়। তিনি সম্ভবত সেই চেষ্টাই করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.