নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ানদেরকে অলস বললেন তুন মাহাথির।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ

মাঝে মাঝেই মালয়েশিয়ানদের উপর খুব বিরক্তি প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ।
এই সপ্তাহে এক অনুষ্ঠানে তিনি এই বিরক্তি আবার প্রকাশ করলেন এই বলে যে- মালয়েশিয়ানরা অলস জাতি। তারা কাজ করতে চায় না। কেবল আরাম করতে চায়। এই রকম চলতে থাকলে মালয়েশিয়ার প্রতিবেশী দরিদ্র দেশগুলো মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে।আমাদের সামনে খারাপ সময় আসছে।

প্রধানমন্ত্রী বলেন- মালয়েশিয়ানরা কাজ করতে চায়না বলেই আমাদেরকে বিদেশী শ্রমিক আনতে হয়। এটা কোন ভালো কথা নয়। মালয়েশিয়ার কাজ মালয়েশিয়ানদেরকেই করতে হবে। সরকার বিদেশী শ্রমিকদের কাছ থেকে ট্যাক্স ও লেভি আদায় করে শুধু মাত্র সেই সব লোকদের জন্যই যারা মনে করে তারা কাজ করতে সক্ষম নয়। তাদের কেবল আর্থিক সহযোগিতা দরকার।

তিনি আরো বলেন- আমাদের লোকেরা কাজ করতে চায় না। আর পাশের যুদ্ধবিধ্বস্ত দেশ ভিয়েত নামের জনগণ কঠোর পরিশ্রমী। তাই তারা খুব শিগগিরই অর্থনৈতিক সূচকে মালয়েশিয়াকে অতিক্রম করে যাবে।
“ভিয়েতনাম মালয়েশিয়াকে পেছনে ফেলে আরো সামনে এগিয়ে যাবে। কেননা, ভিয়েতনামের মানুষ খুব কঠোর পরিশ্রম করতে পারে”।
“মালয়েশিয়াকে লোকজন কাজ করতে চায় না। কেননা, সরকার তাদেরকে টাকা দেয়”। আক্ষেপ করে বলেন তুন মাহাথির।

বাস্তবতা হচ্ছে- মালয়েশিয়ার লোকজন আসলেই খুব অলস। অলস শব্দটিকে মালয় ভাষায় বলে- মালাছ। এখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশী কাজ করে। তাই কর্মক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদেরকেই বেশী দেখা যায়।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রধানমন্ত্রী বলেন- মালয়েশিয়ানরা কাজ করতে চায়না বলেই আমাদেরকে বিদেশী শ্রমিক আনতে হয়।
.......................................... উনার দেশ প্রেমের তুলনা হয়না ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের গরীব মানুষগুলো যায় কামলা দিতে। দেশে কোন কাজ পায় নাা।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জানলাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

জাহিদ হাসান বলেছেন: এই লোকটা একাই তার দেশকে টেনে তুলেছে! বাকিরা সবাই অযোগ্য ও তার শ্রমের ফসল বসে বসে খাচ্ছে।
আমাদের যদি একজন মাহাথির থাকতো । কতই না ভালো হত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক কথা বলেছেন আপনি।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করেই উনি এই খোচা টা দিয়েছেন। যেন মালোশিয়ানরা একটু নড়েচড়ে ব্বসেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অলসদেরকে খোচা দিলে ঘুরে পাশ ফিরে ঘুমাবে।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা ,এটা ভালোবেসে ধমক আরকি।
আশা করি ভালো আছেন প্রিয় সাজ্জাদভাই।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল আছি দাদা। আপনি কেমন আছেন? ভালো থাকুন সব সময়।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



গত সরকারের আমলে যেই পরিমাণ বিদেশীকে নেয়া হয়েছে, এতে প্রমাণ হয় যে, ওরা নিজেরা কাজ কম করছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এরা অলস জাতি। বাংলাদেশেীদেরকে খাটিয়ে মারছে।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০০

প্রামানিক বলেছেন: এইজন্য তো মালাইশিয়ান মহিলারা বাংলাদেশিদের বেশি পছন্দ করে কারণ বাংলাদেশিরা বউয়ের কামাই খায় না উল্টো তাদেরকে বসে বসে খাওয়ায়।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশে মহিলারাই বেশী বেশী কাজ করে। ব্যাটা ছেলেগুলো মনে হয় অলসের জাহাজ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

খাঁজা বাবা বলেছেন: কথা সত্য।
আমি মালায়েসশিয়া তে গিয়ে ব্যপারটা হারে হারে উপলব্ধি করেছিলাম।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার উপলব্ধি সঠিক ছিল। তারা অলসই । তবে আমাদের কি। আমরা অলস নই। তারপরও নিজ দেশে কাজ পাই না।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আমিও শুনেছি মালেশিয়ারা নাকি খুবই অলস।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক শুনেছেন। এরা আসলেই অলস। মালাছ!

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

টারজান০০০০৭ বলেছেন: উহাদের পাছায় আগুন ধরাইয়া দিলে কেমুন হয় ? X(

বাঙ্গালীরা এমনিতেই দৌড়ের উফরে থাকে , আর শালাদের সিস্টেম বানাইয়া দেওনের পরেও বইসা বইসা বৌয়ের কামাই খায় !! X((

আসুন বজ্রকণ্ঠে আওয়াজ তুলি............

বীর বাঙ্গালী লাইন ধর
মালেশিয়ান বিয়া কর !!! :D

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশের কামলার কাছে কে ই বা মেয়ে বিয়ে দিতে চায়। সরকারী বিধি নিষেধ আছে। তারপরও অনেক বাংলাদেশী এখানে বিয়ে করেছে।

বাংলাদেশীদের এরা খুব একটা গুণে না। এরা মনে করে, বাংলাদেমের সবাই কামলা।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা বাঙ্গালি জাতি একটি সময় অলস ছিলাম, কিন্তু এখন অদম্য গতিতে ছুটেছে উন্নয়নের লক্ষে। বিচার চাই....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ কোন সময়ই অলস ছিল না। কাজের বরং আকাল আছে। কাজ পেলে আর তার বিনিময়ে টাকা পেলে সবাই কাজ করতেই চায়।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অলস মানুষ বেঁচে থাকে কি করে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লাখ টাকা দামের প্রশ্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.