নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

গল্পের কোন শেষ নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৪

সহব্লগার জনাব রাজীব নুর গত সপ্তাহে দেয়া এক পোস্টে জানিয়েছিলেন- পৃথিবীর সব গল্প লেখা শেষ হয়ে গিয়েছে।
এই তথ্যটি জানার পর আমি খুব চিন্তাযুক্ত হয়ে পড়ি।

আসলেই কি পৃথিবীর সব গল্প লেখা শেষ হয়ে গেছে?

আমার কিন্তু মনে হয় - পৃথিবীর সব গল্প লেখা শেষ হয়ে যায় নি। বরং পৃথিবীর অসংখ্য গল্প লেখনীতেই আসার সুযোগই পায়নি। লোকচক্ষুর আড়ালেই শেষ হয়ে গেছে। লেখার মতো লেখক হয়তো তা দেখতে পাননি।

মানুষকেই নিয়েই তো গল্প। প্রতিটি মানুষের মাঝেই আছে একটি গল্প, একটি কাব্য একটি ইতিহাস। কেয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসতেই থাকবে। তাই গল্পের শেষ হবে কেয়ামতের দিনই। পৃথিবীর শেষ গল্প কিংবা শেষ মহাকাব্যটি তো কেয়ামতের ঘটনা। কিন্তু সেই ঘটনা নিয়ে লেখার মতো কোন মানুষ থাকবে না পৃথিবীতে। আফসোস!

আমাদের দেশেও ঘটনার পর ঘটনা আসে। গল্পের পর আসে গল্প। কাব্যের পর আসে ট্র্যাজিক মহাকাব্য। নিমতলী থেকে চকবাজার এই সব এলিজি লেখার মতো কোন কবি তো এখন আর নেই। তবে কেউ না কেউ হয়তো লিখবেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবন দিয়ে সবেমাত্র লেখার মতো লেখকেরা জন্ম নিচ্ছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক তাই। তবে ব্লগটা বন্ধ হয়ে গেলে লিখবো কোথায়?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: আমি বলেছি, প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

অর্ধেক কথা বললে তো মানুষ আমাকে ভুল বুঝবে। পুরো কথা বলতে হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কোন তুলনা নেই। আপনি অসাধারণ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

ভুয়া মফিজ বলেছেন: সহব্লগার জনাব রাজীবন নুর আসল নিক হলো রাজীব নুর। আর উনার কথাকে সিরিয়াসলি নেয়ার কিছু নাই, যখন যা মনে আসে নির্দ্বিধায় বলে ফেলেন। অত্যন্ত সহজ সরল মানুষ! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথা ঠিক হতেও পারে। তবে দেখা যাক । তবে লোকটা মানুষ ভালো। এমন মানুষ দরকার আছে।

৪| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্টটি পড়ে একটা লাইন মনে পড়ল। কোথায় যেন পড়েছিলাম, জ্ঞানীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, বরং একই কাজ ভিন্ন ভিন্নভাবে করে।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অতীব সঠিক কথা বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.