নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভালো মানুষ কে?

২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫১

আমাদের ভালো মানুষ দরকার। খারাপ মানুষ দরকার নেই। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে। পরবর্তীতে পরিবেশের কারণে সে খারাপ বা ভালো হতে শুরু করে। মানুষ একটি বিরাপ রতন। তাকে যত্ন করে সোনায় পরিণত করতে হবে।

মানুষের গায়ে ময়লা লেগে যায়। এই ময়লা তার খারাপ গুণ। ষড় রিপুর কারণে মানুষ ময়লা হয়। এই ময়লা না ধুয়ে ফেলতে পারলে মানুষ অমানুষ হয়ে যায়। প্রকৃত মানুষ হবার জন্য সাধনা করা দরকার।

আমাদের সমাজে অনেকেই আছেন যারা মনে করেন- মুই কি হনুরে! পৃথিবীতে ভালো এক জন মানুষ হতে পারলে আর কিছু হবার দরকার নেই। এক জন ভালো মানুষকে সমাজের সব চেয়ে খারাপ মানুষটিও আড়ালে আবডালে ভালো মানুষ বলে। কিন্তু এক জন খারাপ মানুষকে প্রকাশ্যে না বলতে পারলেও আড়ালে আবডালে সবাই কিন্তু খারাপই বলে। খারাপের কোন বেইল নাই।
খারাপ মানুষদের উচিত সমাজ থেকে , দেশ থেকে চলে যাওয়া।

বিখ্যাত গ্রীক দার্শনিক এরিস্টেটল বলেছিলেনঃ “Man is a social animal”.

এখানে লক্ষণীয় বিষয়- দার্শনিক সাহেব মানুষকে social animal বলেছিলেন। social Being বা Creature
বলেননি। তিনি জানতেন- মানুষ মূলতঃ প্রাণী বা জানোয়ার। মানুষ তাকে হতে হয় কিছু গুণাবলী অর্জনের মাধ্যমে।

আমার নিজের মতামত হচ্ছে –মানুষ হতে হলে নিচের গুণাবলী গুলো অর্জন করা জরুরিঃ
১। সততা
২। অপরকে শ্রদ্ধা করা
৩। বিনয়ী হওয়া
৪। কারো ক্ষতি না করা।
৫। সব সময় অন্য মানুষের উপকার করতে সচেষ্ট থাকা।
৬। দেশের প্রতি টান থাকা
৭। পরিবারের প্রতি মায়া-মমতা বেশী থাকা।
৮। কারো উপকার করতে না পারুন আপনার দ্বারা যেন কারো কোন প্রকার ক্ষতি না হয়।
৯। মনের মাঝে কোন হিংসা না থাকা।
১০। অহঙ্কার না থাকা।

আমাদের সবারই প্রচেষ্টা থাকা উচিত অন্ততঃ একজন মানুষ হতে চেষ্টা করা। ভালো মানুষ খুব ভালো একটি শব্দ। আমার সব সময় মনে আক্ষেপ জাগে- আহা, যদি এক জন ভালো মানুষ হতে পারতাম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
রচনা সুন্দর হয়েছে। .. নাম্বার ১০০ তে ৮৯ দিলাম।

২০ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমি কিন্তু ছাত্র খারাপ। অনেক বিষয়েই আমি টেনে টুনে পাস করা। এই জীবনে প্রথম ৮৯ পেলাম। আমাদের সময়ে এটাকে বলতো স্টার মার্ক। আমি স্টার মার্ক পাবার মতো ছাত্র ছিলাম না।

আপনার মন্তব্য পড়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। চতুর্থ শ্রেণীতে অঙ্কে পেলাম মাত্র ২৮। পরের বার ৫ম শ্রেণীতে তাও ২৮।

আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করার মতো ধৃষ্টতা আমার নেই। আপনি অনেক অনেক ভালো থাকুন।

২| ২০ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩১

আকতার আর হোসাইন বলেছেন: মানুষের গায়ে ময়লা লেগে যায়

এই জায়গাটায় লেখা উচিত মানুষের মনে ময়লা লেগে যায়।


ভাল লিখেছেন। আমিও তাই মনে করি।

২১ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলে গায়ে কথাটি তো রূপক অর্থে। প্রকৃত পক্ষে পুরো মানুষটিই তো নোংরা হয়ে যায়। এই সব নোংরা মানুষ আমরা যে কেউ হয়ে যেতে পারি।

আপনি পড়েছেন জেনে আমি ধন্য। ভালো থাকুন সব সময়। দেশের প্রতিটি সড়ক, প্রতি ইঞ্চি ভূমি যেন নিরাপদ হয় । মানুষ যেন মানুষের ভয়ে আতঙ্কিত না হয়।

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর বিষয়ে লিখেছেন।

তবে এইগুনগুলো সবার পক্ষে অর্জন করা সম্ভব নয় কখনও।

২১ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একেবারেই যে অর্জন করা সম্ভব নয় তা কিন্তু নয়। ভালো গুণের ৭৫% যদি আমরা ধারণ করতে পারি তাহলে সেটাকে পরবর্তীতে আরো বৃদ্ধি করা সম্ভব। আরেকটি বিষয় হলো- বড় পদ পাওয়া অনেক কঠিন হতে পারে। কিন্তু ভালো মানুষ হওয়া অত কঠিন নয়। কেননা, এখানে আপনিই আপনার চালক।

আপনি আমি যদি ভালো পথে চলি তাহলে আমরা ভালো পথিক।

শুভেচ্ছা নিন। ভালো থাকুন সব সময়। সুন্দর হোক জীবন।

৪| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কোনো ভালো মানুষ নাই। সব শালা চোর হ্যায়।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো মানুষ আছে। তবে আমাদের কারো কারো গায়ে ময়লা লেগে গেছে।
সেই গন্ধটা আমরা বুঝতে পারছি না।
দেশের বাইরের মানুষ জন জানে আমাদের গায়ে ময়লা।
আর কি বিশ্রী তার দুর্গন্ধ!

সব ঠিক হবে যদি আমরা বদলে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.