নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মিছিলে আমাদের স্লোগানগুলো খুবই উগ্র

২৫ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৪

ছোট বেলা থেকেই আমি মিছিল দেখে আসছি। মিছিল দেখতে আমার খুবই ভালো লাগে।
বাংলাদেশের মিছিলের একটি বিশেষ বৈশিষ্ট আছে যেটা অন্য কোন দেশে আছে বলে আমার মনে হয় না।
মিছিলে এক জন নেতৃত্ব দেন। তিনি সামনের সারিতে থাকেন। তার হাত ধরে সামনে একটি কাতার হয়ে যায়। এর পর সবাই পেছনে থাকে।
আরেক জন থাকে যার গলার স্বর খুব উচ্চ। তিনি মাঝখানে থাকে। তিনি একটি বাক্য বলেন। বাকি সবাই সেটা অন্য বলেন চিৎকার করে।
মিছিলে আমাদের স্লোগানগুলো খুবই উগ্র। শুনলে মনে হয় এখনই কিছু একটা ঘটে যাবে।

এই রকম কয়েকটি শ্লোগান আমার মনে খুব দাগ কেটেছে।

১। জ্বালো জ্বালো>>> আগুণ জ্বালো!
২। স্বৈরাচারের গদিতে>>> আগুণ জ্বালো এক সাথে!
৩। চেয়ারম্যানের চামড়া>>> তুলে নেব আমরা!
৪। আখলাক ভাইয়ের কিছু হলে>>> জ্বলবে আগুণ ঘরে ঘরে!
৫। জেলের তালা ভাংবো>>> আখলাক ভাইকে আনবো!
৬। দালালী আর করিস না রে >>> পিঠের চামড়া থাকবে নারে!
৭। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই>>>> গেন্দু মিয়ার ফাঁসি চাই!

এই জাতীয় আরো আছে। আমার কাছে মনে হয়েছে মিছিলের এই সব ভাষা আরো মার্জিত হওয়া প্রয়োজন। দাবি তুলে ধরার প্রয়োজন আছে। কিন্তু সেই জন্য ভাষার প্রয়োগটা আরো বেশী শালীনতাপূর্ণ হলেই আমার মনে হয় বেশী ভালো হতে পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: শ্লোগান উগ্র ঠিক আছে......কিন্তু এর মধ্যে আবার আমারে টানাটানি করেন কেন? :P

আমি তো দেশেই থাকি না, জেলে গেলাম কেমনে!! :((

২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভু‌লেই গি‌য়ে‌ছিলাম যে আপ‌নি জে‌লের ভেত‌র না। এমন কি দে‌শের ভেত‌রেও না। বিরাট ভুল হ‌য়ে গে‌ছে। ক্ষমা চাই।

২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ২:১৮

মাহমুদুর রহমান বলেছেন: আমি এখানে খারাপ কিছু দেখছি না।

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ কিছু না দেখলে তো ভালোই। তবে হিংসা , হিংসার জন্ম দেয়। ভালো বাসা দিয়েই ভালো বাসা পাওয়া সম্ভব। হিংসা দিয়ে, ঘৃণা দিয়ে ভালো বাসা অর্জন সম্ভব হলে আমার মনে হয়নি। তাই শ্লোগানের ভাষাও একটু বিনয়ী, একটু সুন্দর হওয়া উচিত। আরে ভাই, আগুণ জ্বালতে হবে ? কোন ভালো ডায়ালগ কি নেই বাংলা ভাষায়?

শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

৩| ২৬ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


উদ্দেশ্যহীন আড্ডা ও মাফিয়াগিরি করা হয় বাংলাদেশ

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মিছিলের এই সব ভাষা আমার কাছে মনে হয় হিংসাত্বক। মনে হয় যেন মারামারি না করে ছাড়বে না।

৪| ২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫

নতুন বলেছেন: আরেকটা জিনিস আছে সেটা হলো... ভাঙ্গ গাড়ী...

কিছু হলেই দোকানপাটের গ্লাস আর গাড়ী ভাঙ্গতে সবার হাত উঠে আগে...

এই গাড়ীগুলি লাখ লাখ টাকা খরচা করে কিনে আনতে হয় সেটা দেশের সম্পদ খরচ হয় সেটা কেউই খেয়াল করেনা।

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাড়ী তো ভাঙ্গবেই। গাড়ী হলো মিছিলের বড় শক্র। আর মিছিল তো শুরুই জ্বালো, জ্বালো আগুন জ্বালো দিয়ে। যারা পরের গাড়ী পোড়ায় তাদের কাছে একটা গাড়ী মনে হয় সামান্য খেলনা। আসলে সেটা নয়। গাড়ী পোড়ায় যারা তারা তো ভাড়াটিয়া মিছিলগাড়ী। তাদের অনেকের একটা সাইকেল কেনারও সামর্থ্য নেই। অথচ অবলীলায় একটা গাড়ী পুড়িয়ে ছাই করে দেয়।

বিনয় বড় ভালো গুণ। আমাদেরকে আরো বিনয়ী হতে হবে । ভাষা হতে হবে আরো বেশী সুন্দর আর সাবলীল।

শুভ কামনা রইল। ভালো থাকুন সব সময়। জীবন হোক অনিন্দ্য সুন্দর আর ভাবনাহীন।

৫| ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: স্লোগান মিষ্টি কথা দিয়ে হয় না। মিষ্টি কথা থাকলে সেখানে ধার থাকে না।

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি পারবেন একটা পচা কথা বলতে? পারবেন অন্য মানুষের গাড়ী ভাঙ্গতে? জ্বালিয়ে দিতে?

আপনি যদি পারেন আমি আছি আপনার সাথে। দুই ভাই এক সাথে গাড়ী ......।

শুভ কামনা রইল। ভালো থাকুন সব সময়। জীবন হোক অনিন্দ্য সুন্দর আর ভাবনাহীন।

৬| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:২১

জুন বলেছেন: সাজ্জাদ হোসে,
স্লোগানগুলো শুধু উগ্রই নয় প্রচন্ড রকম আক্রমনাত্মক।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর উপলব্ধির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভাষা হোক আরো সুন্দর। প্রয়োগের দোষে ভাষা যেন দোষী না হয়। উগ্রতা সব সময়ই পরিত্যাজ্য।

ভালো থাকুন সব সময়।

৭| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৪

অনুভব সাহা বলেছেন:

আমাদের মিছিলের কথা ৭১সালের পর আর আপডেট হয় নি।

# উমুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
# রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।

উল্লেখ্য, মিছিলকারীরা হলে ফ্রী খায়...

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজপথ হচ্ছে মানুষের চলাচলের জন্য। এটা কারো দখল করে রাখার কথা নয়।

তবে এক সময় সব কিছুতে পরিবর্তন আসবে আমি মনে করি।

ভালো থাকুন।

৮| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৩:২৫

মলাসইলমুইনা বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন,
একটা দেশের রাজনৈতিক কালচারটাতো দেশের পুরো কালচার থেকে আলাদা করে দেখা যাবে না। রাজনৈতিক কালচার সব সময়ই দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পদ্ধতির অবস্থাকেই রেস্পসন করে ।আমাদের দেশের ক্ষমতাসীন দলগুলো যখন ক্ষমতা পায় তখন তারা নিজেদের ভাবে ঈশ্বর । যা ইচ্ছে তারা করতে পারবে অন্যদের কোনো কথা বলার নেই তাতে এটাই তাদের ধারণা হয়, এটাই ভাবে । সবার সাথে একসাথে হয়ে, সবার কথা শুনেও যে দেশ চালানো যায় বা দরকার সেটাতো ক্ষমতাসীনরা কখনো ভাবে না । নিজের পাতেই লাভের সব ঝোলটুকু টানে অন্যদের অবস্থাতো চিন্তা করে না সেক্ষেত্রে । দাবি দাওয়া সফটলি বলে আদায় করার কোনো কালচার কিন্তু আমরা এখনো তৈরী করতে পারিনি দেশে। এখানে ন্যায্য দাবিও ক্ষমতাসীনরা কখনো মানে নি। এই যে কিছুদিন আগে স্কুল ছাত্র ছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাবি দাওয়াগুলোর কথাই ভাবুন।খুবই যৌক্তিক দাবি ছিল । তার জন্যও কি বেধড়ক পিটুনিই না খেতে হলো ছোট ছোট ছেলে মেয়েদের। নিজেদের স্বার্থের বাইরে গেলে দীর্ঘ মেয়াদে দেশের জন্য ভালো হবে এমন দাবিও দাবিও ক্ষমতাসীনদের মানার কোনো রেকর্ড আমাদের দেশে নেই, কখনো মনে হয় ছিলও না । তাই আমাদের দেশের দাবি দাওয়া জানাবার মিছিল, শ্লোগানগুলো সব সময়ই খুব উগ্রই হয় । অদূর ভবিষ্যতেও এগুলো খুব সফট, মধুর হবে সেটা ভাবার সময়ও মনে হয় এখনো আসেনি। আপনি না চাইলেও এই উগ্র স্লোগানগুলিই আরো অনেক দিন মনে হয় শুনবেন (যদি স্লোগন দেবার স্বাধীনতা থাকে দেশে ) আরো অনেক দিন বা বহু দিন।আমাদের ভাগ্যের সহসাই কোনো পরিবর্তন হবে তার লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না সেটাই সত্যি।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নাইমুল ভাই, সারা পৃথিবী বদলে যাচ্ছে। আর আমরা কেন পিছনে পড়ে থাকবো? পরিবর্তনটাই তো সময়ের দাবি। তবে পরিবর্তনটা হতে হবে ভালোর জন্য। খারাপ পরিবর্তন কোন কল্যাণকর বিষয় হতে পারে না।

আমরা আচার-আচরণে নমনীয় আর বিনয়ী হতে পারছি না। সবাই যেন কেমন একটু উগ্র মেজাজ দেখায়। মিছিলের ভাষায়ও এটার প্রতিফলন দেখি।

মিছিলে যে শ্লোগান দেয়া হয় তার একটি অন্যতম কাজ দাবিগুলোর সারমর্ম উচ্চারণ করে কর্তৃপক্ষ তথা জনগণকে জানানো। এটা করতে উগ্র ভাষা কেন ব্যবহার করতে হবে আমার বুঝে আসে না। চাহিদা সুন্দর ভাষায় প্রকাশ করা ভালো উগ্রতা সহকারে প্রকাশ করা ভালো এটা আমাদের দেশের মানুষকে বুঝতে হবে।

সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.