নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

৫ জন বাংলাদেশীর করুণ মৃত্যু ও অগ্নিদগ্ধ মেয়েটি।

১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৩৬

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের অদূরে দুর্ঘটনা কবলিত বাস। এতে ৫ জন বাংলাদেশীসহ সর্বমোট ১২ জন নিহত হন


বিগত দুই দিন খুবই মন খারাপ ছিল। এতো বেশী মন খারাপ আমার বিগত কয়েক সপ্তাহে হয়নি। মন খারাপ করার কারণ ছিল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের নিকট বাস দুর্ঘটনায় অন্যান্য আরো ৭ জনের সাথে বাংলাদেশের ৫ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু। এই দুর্ঘটনায় মোট ১২ জন মারা গেছেন। কর্মীবাহী বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন যারা প্রতিদিনই নিলাই নামক একটি স্থানের কর্মী হোস্টেলে থাকতেন এবং বাসে করে বিমান বন্দরের কার্গো জোনে কাজ করতে আসতেন।

আহারে, কত আশা আর স্বপ্ন নিয়ে ওরা বিদেশে এসেছিল। সব স্বপ্ন নিমেষেই ধুলায় মিশে গেল। যারা নিহত হয়েছেন তারা হলেন- মোঃ রাজিব মুন্সী (২৬), মোঃ সোহেল (২৪), মহিন ( ৩৭)আল আমিন ( ( ২৫) ও গোলাম মোস্তফা (২২)। এই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। তাদের জন্য দোয়া করা ছাড়া আমরা কিই বা আর করতে পারি।আল্লাহ সোবাহানা তায়ালা যেন উনাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

অগ্নিদগ্ধ মাদ্রাসার ছাত্রীটির জন্য খুব মায়া লাগছে। খুব কষ্ট লেগেছে তারা বাবার সাথে তার কথপোকথন পড়ে। আহা, পানির জন্য কিই আকুতিই না করেছে সে পিতার নিকট। বলেছে- লুকিয়ে হলেও আমার মুখে এক ফোটা পানি দাও বাবা! তার এই কথাটি পড়ে আমার চোখ বেয়ে অনেক পানি পড়েছে। মানুষের এতো কষ্ট কেন পৃথিবীতে। সবাই দোয়া করি যেন আল্লাহ মেয়েটির সব কষ্ট দূর করে দেন। অমানুষদের যেন বিচার হয়।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:১৩

ইনাম আহমদ বলেছেন: দুঃখজনক ঘটনা।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুটি ঘটনাই আমাকে অনেক ব্যথিত করেছে।
আমি কষ্ট অনুভব করেছি।

২| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


অনেকগুলো পরিবার হঠাৎ করে খারাপ অবস্হায় নিপতিত হলো

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার একটাই দাবি, শ্রমিকরা যেন দেশেই কাজ পায়। আর পারিবারিক জীবন পায়।
শ্রমিকদের প্রবাস জীবন অনেক কষ্টের। আমি দেখি। আমি জানি।

৩| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

৪| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৩

রাজীব নুর বলেছেন: আহারে---

খুব দুঃখজনক।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব ঘটনায় আমি খুব কষ্ট পাই। আমার খুব খারাপ লাগে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২

জুন বলেছেন: কত মানুষের জীবন এই সব দুর্ঘটনায় অকালে ঝড়ে যায়। আমরা ভুলে যাই কিন্ত তাদের পরিবার এই কষ্টের বোঝা বয়ে চলে আজীবন।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পরিণত বয়সের স্বাভাবিক মৃত্যু হলে কষ্ট কম লাগে। এরা তো নবীন যুবক। বলতে গেলে এদের জীবন মাত্র শুরু হয়েছিল। অনেক কষ্ট লাগে এই সব পড়লে।

৬| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: খুবই দুঃখজনক, আল্লাহ তাদের বেহেশতে নসীব করুন।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

৭| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০০

ডার্ক ম্যান বলেছেন: এই সব দূর্ঘটনার পরিণতি খুবই ভয়াবহ হয়। গাড়ি অনেক জোরে চলে।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্থানীয় সরকারী ভাষ্যমতে, চালক ভুল এক্সিট দিয়ে টার্ন নিয়েছিলেন। ফলাফল সরাসরি খাদের কিনারে। চালক নিজেও নিহত হন।
আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

৮| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সড়ক দূর্ঘটনা খুবই ভয়ানক
আল্লাহ তাদের জান্নাত নসীব করুক

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন।
আমিন।

৯| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঘটনা দুইটিই মর্মান্তিক। আল্লাহ মৃতদরে নাজাত দান করুন জীবিতদেরকে হায়াতে তায়্যেবা দান করুন।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

১০| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৪

করুণাধারা বলেছেন: খুবই দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনাগুলো পড়লে মন খারাপ হয়ে যায়। মেয়েটির জন্য খুবই কষ্ট লাগে। যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তাদেরটা নাহয় দুর্ঘটনা, কিন্তু কি করে কয়েকজন মেয়ে মিলে আরেকজন মেয়ের এমন সর্বনাশ করতে পারে?

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক দিন পর মেয়েটির খবর পড়ে আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি খুবই হতাশ আর মর্মাহত হয়ে গেছি। মানুষ আর কত নীচে নামবে।

আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

১১| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫২

অজ্ঞ বালক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কষ্ট কইরা বিদেশ গেল, শেষ মেষ মৃত্যু তাও এইভাবে! আহারে।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে প্রতি গড়ে প্রায় ৩ জন বাংলাদেশী শ্রমিক মারা যায়। বেশীর ভাগই অস্বাভাবিক মৃত্যু। খুবই কষ্ট লাগে নবীন যুবকদের এই রকম অস্বাভাবিক চলে যাওয়া।

১২| ১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

আরোগ্য বলেছেন: আল্লাহ সকলের পরিবারকে ধৈর্য দান করুন ।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

হাবিব বলেছেন: দু:খজনক....... আল্লাহ সবার পরিবারকে ধৈর্য্য ধরার মতো শক্তি দিন।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৮

মুক্তা নীল বলেছেন:
সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যু খুবই বেদনাদায়ক। আল্লাহ তাদের পরিবারকে শোক সইবার ক্ষমতা দিন।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩০

বলেছেন: মর্মাহত হলাম।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদেরকে জান্নাতুল ফেরদৗস দান করুন। আমিন।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই সব ঘটনায় আমি খুব কষ্ট পাই। আমার খুব খারাপ লাগে।

আসলে আপনি নরম মনের মানুষ।

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মনটাও তো অনেক নরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.