নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০৩



কোন এক বিখ্যাত কবি আবেগের তাড়নায় পড়িয়া উচ্চস্বরে গাহিয়াছেন-
মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে।
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

কি সাধু, কি শয়তান, কি উত্তম কি অধম , কি ধার্মিক কি অধার্মিক আমরা কেউই মরিতে চাহি না। সবাই বাচিঁতে চাহি।
এই পৃথিবীতে আমরা এক বারের জন্যই এসেছি। আর কখনোই আসা হবে না। তাই পৃথিবীর মায়া আমরা কেউই ছাড়তে পারি না। তাই যিনি মহা ধার্মিক তিনিও শেষ পর্যন্ত চেষ্টা করেন বেঁচে থাকার জন্য।

জানি না কবি কোন অদৃশ্য কারণে বলেছিলেন-
মরণ রে , তুহু মম শ্যাম সমান!

পৃথিবীতে সবাই বেঁচে থাকুন সুখে। নিজের পূর্ণ অধিকার নিয়ে। কারো ক্ষতি না করে। পরের উপকার করে। বেচেঁ থাকার মধ্যে সুখ আছে।
যারা মানুষের অকল্যাণ করে, মানুষকে খুন করে, পুড়িয়ে মারে তারা কিসের আশায় এই সব করে? তারা কি মানুষ ? নাকি মানুষের রূপধারী দানব?

পৃথিবীতে সবাই বেঁচে থাকুন সুখে। নিজের পূর্ণ অধিকার নিয়ে। কারো ক্ষতি না করে। পরের উপকার করে। বেচেঁ থাকার মধ্যে সুখ আছে। সবারই অধিকার আছে প্রাপ্ত বয়স্ক হয়ে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করার।

কলামিস্ট গাছপাথর বলেছিলেন- স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

কলামিস্ট চলে গেছেন অনেক আগে। এখনো মানুষ তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পায়নি। প্রায় ৫০ বছর চলে গেছে। একটি দেশের জন্য এটা অনেক বড় সময়। এখনো কেন মানুষ অপমৃত্যুর জন্য আতঙ্কে থাকবে? মানুষ কেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে না? এই প্রশ্নগুলো আমি কাউকে করি না। যখন একা থাকি বার বার নিজের মনকেই প্রশ্ন করি। আমার মনও তো এর উত্তর জানে না।
কেউ কি এর উত্তর জানেন? জানলে আকাশের ঠিকানায় চিঠি লিখে জানান।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো সবাই বেঁচে থাকুক নিজের পূর্ণ অধিকার নিয়ে। কারো ক্ষতি না করে পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ অনুভব করুন।এক ছন্দময় সমাজ -সভ্যতা গড়ে উঠুক। তবে আমরা যাই ভাবি না কেন, দানবরা ছিল আছে থাকবে। বারে বারে তাদের পদাঘাতে ধরণী হবে দ্বিখন্ডিত।আমাদেরকে সম্মিলিত ভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দানব কেন থাকবে? পৃথিবীটা দানবদের জন্য নয়। পৃথিবী সুন্দর। এখানে সুন্দরে জয়গান হবে। দানবদের কোন গান হবে না। আমরা মানুষ। এটা আমাদের কাজে কর্মে প্রমাণ দিতে হবে। নইলে বৃথা এ জীবন।

২| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: ১ কেজি ৮৫০ গ্রাম আপেল কিনতে গিয়ে বিক্রেতা যে কাগজের ঠোঙাটিতে ভরে আপেল দিতে চাইল তার ওজন প্রায় ১১৫ গ্রাম। এ অবস্থায় ঠোঙায় না নিতে চাইলে তর্কাতর্কির এক পর্যায়ে আমি যদি হেলমেট দিয়ে বিক্রেতাকে আঘাত করি তাহলে সেটা কি মানবাধীকারের লংঘন হবে?

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার উচিত হবে ক্রেতা অধিকারে ফোন করা।
তাকে আঘাত করতে হলে কোর্টে বিচারের পর কোর্ট যদি আঘাত করার রায় দেয় তখন আঘাত করা যাবে।
তবে কোর্ট হয়তো জেল জরিমানা করতে পারে।

মানুষ সৃষ্টির সেরা জীবন। তাকে আঘাত করা অপরাধ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা 'শুভ নববর্ষ' ।

১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ। আজ সকালে পুডু বাজার থেকে দুটি বিশাল সাইজের ইলিশ কিনে নিয়ে এলাম। দুটি মিলিয়ে ওজন হলো এক কেজির মতো প্রায়। দাম নিল ২০ রিঙ্গিত। বৈশাখের কারণে এখানে দাম বেড়ে গেছে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১০

আকতার আর হোসাইন বলেছেন: পৃথিবীতে সবাই বেঁচে থাকুন সুখে। নিজের
পূর্ণ অধিকার নিয়ে। কারো ক্ষতি না করে।
পরের উপকার করে। বেচেঁ থাকার মধ্যে সুখ
আছে। সবারই অধিকার আছে প্রাপ্ত বয়স্ক
হয়ে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করার।


সুন্দর লিখেছেন..

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকুন, সুন্দর থাকুন । সবাইকে নিয়ে সুখে থাকুন।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

হাবিব বলেছেন: আপনি এখন কোন দেশে আছেন সাজ্জাদ ভাই?

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে ভাই।
শুভ নববর্ষ। ভালো থাকুন, সুন্দর থাকুন । সুখে থাকুন।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: পৃথিবীতে সবাই বেঁচে থাকুন সুখে। নিজের পূর্ণ অধিকার নিয়ে। কারো ক্ষতি না করে। পরের উপকার করে। বেচেঁ থাকার মধ্যে সুখ আছে।
এই কথাটা শতভাগ খাঁটি ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখাগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি।
শুভ নববর্ষ। ভালো থাকুন, সুন্দর থাকুন । সবাইকে নিয়ে সুখে থাকুন।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার উচিত হবে ক্রেতা অধিকারে ফোন করা।
তাকে আঘাত করতে হলে কোর্টে বিচারের পর কোর্ট যদি আঘাত করার রায় দেয় তখন আঘাত করা যাবে।
তবে কোর্ট হয়তো জেল জরিমানা করতে পারে।

মানুষ সৃষ্টির সেরা জীবন। তাকে আঘাত করা অপরাধ।


ধন্যবাদ ভালো থাকুন।

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি এক জন ভালো মানুষ । এটা আমি জানি। অনেকেই এটা জানে না। যারা জানে না তাদের জানা উচিত।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ। আজ সকালে পুডু বাজার থেকে দুটি বিশাল সাইজের ইলিশ কিনে নিয়ে এলাম। দুটি মিলিয়ে ওজন হলো এক কেজির মতো প্রায়। দাম নিল ২০ রিঙ্গিত। বৈশাখের কারণে এখানে দাম বেড়ে গেছে।


২০০ রিঙ্গিত বাংলাদেশী তুলনায় কত টাকা?

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকের ( ১৬ এপ্রিল ২০১৯) বাজার দর অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিঙ্গিত = ২১.৪১ বাংলাদেশী টাকা। সেই বিবেচনায় ২০ গুণন ২১.৪১= ৪২৮.২০ টাকা মাত্র।

মালয়েশিয়া দেশটি ভালো। এখানে প্রায় সাড়ে ৩ হাজার বাংলাদেশী টাকাওয়ালা সেকেন্ড হোম গড়েছেন। তাদের অনেকেরই এখানে একাধিক ফ্ল্যাট আছে। অনেকের ছেলে মেয়ে আর স্ত্রী এখানে থাকেন। সন্তানেরা এখানে পড়াশোনা করে। বাবা দেশে কামাই করে এখানে এনে খরচ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.