নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুরে আগামী কাল কার্যকর হচ্ছে না মালয়েশিয়ার নাগরিকের ফাঁসি।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:০১



সিঙ্গাপুরে আগামীকাল নির্ধারিত ফাঁসিটি কার্যকর হচ্ছে না মালয়েশিয়ার নাগরিক পি পান্নির সেলভাম (৩২)এর। মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদন্ড প্রাপ্ত এই আসামীর একটি আবেদনের প্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক শুনানী শেষে এই সিদ্ধান্ত দেয়। আগামীকাল শুক্রবার চাঙ্গি কারাগারে তার ফাঁসি কার্যকর কথা ছিল।

তবে তার দন্ড বাতিল বা রদ করা হয়নি। ইতোপূর্বে মৃত্যুদন্ড মওকুফ চেয়ে আসামীর পরিবারের করা একটি আবেদন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব খারিজ করে দেন। এই বিষয়টি নিয়ে যাতে রিভিউ করা যায় সেই জন্য পর্যাপ্ত সময় দেয়ার উদ্দেশ্যে আসামীর মৃত্যুদন্ড কার্যকর স্থগিত করার সিদ্ধান্ত নেয় আদালত।
আসামী ক্ষমা চাওয়ার প্রক্রিয়ার জন্য যথেষ্ট সময় পাননি বলে আবেদন জানানো হয়েছে। আসামীর আইনজীবী জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রক্রিয়া চ্যালেঞ্জ করতে হবে।

২০১৪ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে উডল্যান্ড চেকপয়েন্টে ৫১.৮৪ গ্রাম ডায়ামরফিন আ হিরোইন চোরাচালানের দায়ে তাকে অভিযুক্ত করা হয়। ২০১৭ সালে তাকে মৃত্যুদন্ড দিয়ে রায় ঘোষিত হয়।

আগামীকাল ফাঁসি কার্যকরের দিনক্ষণকে কেন্দ্র করে মালয়েশিয়ার সরকারও তাকে বাচানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুন ধর্ষণ ছাড়া অন্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড না দেয়াই মানবিক।

২৩ শে মে, ২০১৯ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে অপরাধ করে তারও তো দায়িত্ব থাকা দরকার। অপরাধ করার আগে একবার ভাবা উচিত। শাস্তির কথা চিন্তা করে হলে অপরাধ থেকে বিরত থাকা উচিত।

শুভকামনা‌ ভালো থাকুন সবসময়।

২| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: শিরোনামে কিছু একটা মিসিং !

২৩ শে মে, ২০১৯ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মোবাইলে টাইপ করার এই এক বিরাট সমস্যা। কখন যে কি বাদ পড়ে যায় ঠিকমতো চোখে পড়ে না ‌ মনে করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা রইল ।ভালো থাকুন সব সময়।

৩| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


ড্রাগের প্রতি মালয়েশিয়ার তরুণদের আসক্তি কেমন?

২৪ শে মে, ২০১৯ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশের তরুণদের কে আমার কাছে কিছুটা বেকুব মনে হয়। ড্রাগ খুবই কঠিন বস্তু। এমন কি গাজা ধরা পড়লেও খবর আছে। তাই এদেশের তরুণরা আমাদের দেশের তরুণদের মতো দেদারসে ড্রাগ খেতে পারে না।

৪| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: অ্যালকোহল লিগ্যাল হলে, অন্যান্য ড্রাগ ইল্লিগ্যাল কেন?

২৩ শে মে, ২০১৯ রাত ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওষুধ হিসেবে ব্যবহার করলে কখনোই বেআইনি হতো না। কিন্তু মানুষ এটাকে ঔষধ হিসেবে ব্যবহার না করে নেশা হিসেবে ব্যবহার করে ‌যে কারণে এটাকে বেআইনি হিসেবে ধরে নেয়া হয়েছে।


মাত্রাতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে মানুষের স্বাস্থ্যহানি হয়। ড্রাগ এর খরচ জোগাতে বিপথে যায়। নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। যা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না।

৫| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: ১ নং মন্তব্যের সাথে একমত, তবে খুন ধর্ষণ এর সাথে ব্যভিচার বা পরকীয়া যোগ করে।

২৩ শে মে, ২০১৯ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ তো দেখি, জন্মগতভাবেই অপরাধপ্রবণ‌ । এত এত শাস্তির বিধান আছে তারপরে তো অপরাধ কমছে না। সৌদি আরবে শিরচ্ছেদ করার পরেও অপরাধ কমে না।

মানুষ এত ভদ্র প্রাণী নয়। কঠিন শাস্তির ব্যবস্থা থাকা দরকার।

৬| ২৩ শে মে, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ফাঁসি খুব মর্মান্তিক। তাকে ভালো হবার সুযোগ দেয়া যেতে পারে।

২৩ শে মে, ২০১৯ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে মানুষ ফাঁসি হবার মতো অপরাধ করে ফেলতে পারে অবলীলায় সে যে ভালো হবে না এটা বোঝাই যায়। তাই তাকে কোন সুযোগ নয়।
খারাপ মানুষ পৃথিবীতে না থাকাই উত্তম।

৭| ২৪ শে মে, ২০১৯ রাত ১২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
অ্যালকোহল লিগ্যাল, কারন মদ পানীয় আকারের একরকম খাদ্য।
আর মাদক (কোকেন হিরোইন ইত্যাদি) খুবই ধ্বংসাত্বক ভাবে ক্ষতিকর।

২৪ শে মে, ২০১৯ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন। তবে কারোই উচিত নয় বেআইনি কাজ করা। অপরাধ করলে শাস্তি হবে এটা তো জানাই কথা। তাই অপরাধ না করাই উত্তম।

৮| ২৪ শে মে, ২০১৯ রাত ১২:৩০

নতুন বলেছেন: যখন কেউ জেনেশুনেই মাদকের ব্যবসা করে তখন ধরা পরার পরে মৃত্যুদন্ড নিয়ে কান্না কাটি করা উচিত না...

সে খুব ভালো কোরেই জানতো যে সাজা মৃত্যুদন্ড...

২৪ শে মে, ২০১৯ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক। একদম সঠিক কথা।

অপরাধীকে তার কর্মের জন্য প্রাপ্য শাস্তি সঠিক সময়ে প্রদান করাও রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। নইলে তাকে অনেক দিন হাজতে থাকতে হয়। যেটা অর্থনৈতিক ভাবে লাভজনক নহে।

৯| ২৪ শে মে, ২০১৯ রাত ১:৩৯

পথিক প্রত্যয় বলেছেন: উপযুক্ত শাস্তি হওয়া উচিত

২৪ শে মে, ২০১৯ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন। যে মানুষ ফাঁসি হবার মতো অপরাধ করে ফেলতে পারে অবলীলায় সে যে ভালো হবে না এটা বোঝাই যায়। তাই তাকে কোন সুযোগ নয়। খারাপ মানুষ পৃথিবীতে না থাকাই উত্তম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.