নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ক্রসফায়ারের খবরটা শুনে আমার খুব আনন্দ লাগছে।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:২৩

আমি একজন সাদাসিধা মানুষ। কখনো কোন ঝামেলায় থাকি না । কারো সাতেও কেউ নাই পাঁচেও নাই। মারামারি , সন্ত্রাস, রাহাজানি, এইসব খারাপ কাজ আমার একেবারেই পছন্দ নয়।


সহজ সরল মানুষ গুলো আমার পছন্দ।

কয়েক দিন আগে বরগুনায় কতিপয় শৃংখল যুবক এক তরুণীরর স্বামীকে কুপিয়ে হত্যা করে। নির্মম এই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে ছবি কষ্ট পেয়েছি। মানুষ কিভাবে এ ধরনের কাজ করতে পারে। কত বড় উশৃংখল আর অমানুষ হলে একজন এটা করতে পারবে। তার পেছনে নিশ্চয়ই কোন অদৃশ্য শক্তির হাত আছে । পিছনে যেই থাকুক ব্যক্তি হিসেবে সে কেন এমন খারাপ কাজ করবে।


আমি মনে মনে চাইছিলাম, খারাপ ছেলেটার ক্রসফায়ার হোক। আমার চাওয়ার কেন জানি খুব সত্যি সত্যি পূরণ হয়ে গেল। পত্রিকা দেশের খবর সফল হয়ে গেল।

কেবল বরগুনার ভন্ড নয়ন নয়। সারা বাংলাদেশের আনাচে-কানাচে যত ভন্ড নয়ন আছে আমি সবার ক্রসফায়ার চাই।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৪৪

মাধুকরী মৃণ্ময় বলেছেন: ক্রসফায়ার হলো বিচার ব্যাবস্থার পঙ্গুত্ব। এখানে খুসি হওয়ার কিছু নাই।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এতে লাখ লাখ মানুষ খুশি হয়েছে। এক মাত্র আপনি দেখি বেজার।

২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: ক্রসফায়ারে হয়তো এই অপরাধীটার শাস্তি হয়ে গেল, কিন্তু এর ফলে আরো অপরাধীর শাস্তি হয়তো ঢাকা পড়ে যাবে, বিশেষ করে ওর গডফাদারদের।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্তত প্রকাশ্যে যে অপরাধ করেছে তার তো শাস্তি বিধান করা গেল । এটাই বা কম কিসে। লাখো লাখো মানুষ এতে খুশি।

৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

শায়মা বলেছেন: নয়নের খুন ভিডিওতে প্রমানিত কাজেই তার বিচারের অনেক বেশি প্রয়োজন নেই। সেখানে ভুল নেই বলে মনে হয় আমার।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক এই কথাটি আমি বলতে চেয়েছি।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এর পিছনের গডফাডার বেচে গেল । শাক দিয়ে মাছ ঢাকার মত হয়ে গেল ;) তাই আমি খুশি হতে পারলাম না।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৭:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গডফাদারদের কখনোই কিছু করা সম্ভব নয় । তাই গডফাদারদের সান দেরকেই ক্রসফায়ারে দিতে হবে।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৬:০৭

ডার্ক ম্যান বলেছেন: ক্রসফায়ার সাময়িক সমাধান ।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্তত একটা সমাধান তো হলো । বাকি সমাধান ভবিষ্যতে কখনো হলেও হতে পারে।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: যখন একজন অপরাধী বিনা বিচারে শাস্তি পায় তখন বুঝবেন দেশের অবস্থা ভালো না।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আর যখন কাউকে কুপিয়ে হত্যা করে তখন?

৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৩:৫৯

ভবিষ্যত বলেছেন: আমি সে ভবিষ্যত... এর কোন সমাধান নাই..আছে অন্ধকার গভীরতা..বাংলাদেশ নামক দেশ অন্ধাকারের অতল গহব্বরে হারিয়ে যাচ্ছে....

০৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি বিভিন্ন অনলাইন পত্রিকায় তো দেখলাম ক্রসফায়ারের খবর শুনে বাংলাদেশের অনেক জায়গায় মানুষ মিষ্টি বিতরণ করেছে। মানুষ খুশি হয়েছে বলে এটা করেছে। ক্রিমিনাল দের বিচার এর চেয়ে মানুষ চূড়ান্ত শাস্তিটা দ্রুত চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.