নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

রাজার অভিষেক অনুষ্ঠানে নাজিব কেন গেলেন না?

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৪১

অভিষেকের পর রাজা ও রানী

30 শে জুলাই মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আব্দুল্লাহ অভিষেক অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের রাজপ্রাসাদ ইস্তানা নেগারা তে। এই অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক যোগ দিতে পারেননি কিংবা যোগ দেননি।

বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত টক অফ দা টাউন আলোচনা হয়। তিনি কেন যোগ দিলেন না এটার ব্যাখ্যা তিনি তাঁর ফেসবুক পেজে দিয়েছেন।
প্রটোকল অনুযায়ী অভিষেক অনুষ্ঠানে তাঁর আসন থাকার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নির্ধারিত জায়গায়। তাঁর আসন নম্বর ছিল 10। কিন্তু অনুষ্ঠান শুরুর ঘন্টা কয়েক আগে তাঁকে জানানো হয়েছে তাঁর আসনটি পরিবর্তন করা হয়েছে। তাঁর বসার স্থান নির্ধারিত হয়েছে পাহাং প্রদেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে। তাঁর বক্তব্যে ক্ষোভ ছিল সুস্পষ্ট।



আসন পরিবর্তনের বিষয়ে আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তুন মাহাথির বলেন, আসন পরিবর্তনের ব্যাপারে তাঁর কিছুই জানা ছিল না। পুরো বিষয়টি রাজপ্রাসাদের কর্মকর্তারা ঠিক করেছেন।

শিক্ষনীয় বিষয়ঃ পৃথিবীতে পরাজিত ব্যক্তিদের পক্ষে কেউ থাকে না। বিজয়ীরা যা চায় সেটাই হয়

এদিকে মালয়েশিয়ার রাজনীতিতে নাটকীয় একটি মোড় এসেছে। এ বিষয়ে আগামীকাল একটি পোস্ট দিব । সবাই ভালো থাকুন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


নাজিব কয়েক বিলিয়ন ডলার ডাকাতী করেছে; মালয়েশিয়াতে প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশী শ্রমিক এনে দুর্নীতি করেছে, সাথে সাথে দরিদ্র শ্রমিকদের ভয়ংকর বিপদে ফেলেছে। ওকে আজীবন জেলে রাখার দরকার।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আর তাই বুড়ো বয়সে মাহাথিরকে প্রধানমন্ত্রিত্বের ঘানি টানতে হচ্ছে।

২| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার কল্যাণে মালয়েশিয়ার রাজনীতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি।
অপেক্ষায় রইলাম।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সারা দুনিয়ার অবৈধ টাকার মালিকরা নিরাপদে বসবাস করতে পারে। এপার্টমেন্ট কিনতে পারে। গাড়ি কিনতে পারে। স্কুল-কলেজে বাচ্চাদের পড়াশোনা করাতে পারে। প্রমোদ ভ্রমণ করতে পারে। বাংলাদেশের অবৈধ টাকার মালিকরা সুযোগটি হাতছাড়া করতে ছাড়েনি।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:১২

জাহিদ হাসান বলেছেন: আাপনি কি মালয়েশিয়া বাস করেন?

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হ্যাঁ।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: তুন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রবর্তক। মালয়েশিয়ার অন্ধাকরের খেলা সব বন্ধ করবেন। তুন মাহাথির মোহাম্মদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। নাজিব এখন বুঝবে কতো পামে কতো তেল ?

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি আধুনিক মালয়েশিয়ার জনক।

৫| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ২:১০

শাহিন-৯৯ বলেছেন:


ভাই কিছু মনে কইরেন না একটা প্রশ্ন করি- আপনি কি ব্লগে মালয়েশিয়ার মুখপাত্র?

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। দয়া করে একটু বুঝিয়ে বলুন।

৬| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৫

রাজীব নুর বলেছেন: নাটকিয় মোড় এর পোষ্টের অপেক্ষায় থাকলাম।

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেখি‌ । আজ রাতে মন ভালো থাকলে আর সময় পেলে অবশ্যই পোস্ট করবে। আজকাল সময় পাইনা। মনটাও ভালো থাকে না।

৭| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৯

ভুয়া মফিজ বলেছেন: রাজনীতিতে 'ক্ষমতা' খুবই আপেক্ষিক একটা ব্যাপার। সমস্যা হলো, রাজনৈতিক ব্যাক্তিত্বরা এটা একেবারেই বোঝে না।

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই বুঝতে পারে না। সবার বুদ্ধি ও সমান না।

৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: নাজিব ও তার স্ত্রী “মাইইজি” পাস নামে কতো মানুষকে ভিখারি করেছে তার সাজা তার পেতে হবে। তুন মাহাথির মোহাম্মদ - নাজিব কে মালয়েশিয়া কারাগারে ঢুকানোর আগে কুকুর বিড়ালের মতো ট্রিট দিবে। পৃথিবীর মিলেনিয়াম মহানায়ক যদি নামকরণ করা হয় আর দেশ প্রেম কি তা জানতে হলে “তুন মাহাথির মোহাম্মদ” এর জীবননামা ১০ বার পড়লেও নতুন করে পড়তে হবে।

আমাদের বাংলাদেশ আ-কপাইল্লা দেশ তাই তুন মাহাথির মোহাম্মদ এর মতো সন্তান জন্ম দিতে পারেনি।

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার এই মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত নই। বাংলাদেশের শ্রমিকরা নিজেরা নিজেরাও ধরা খায় । দেশের দালালরাই বেশি দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.