নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকের শাস্তি হোক ক্রসফায়ার!

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

আর কত সহ্য করবে মানুষের দুটি চোখ।
মানুষের সহ্য সীমার ও একটা মাত্রা আছে ।
বাংলাদেশের ধর্ষণকারীরা সেই মাত্রা অতিক্রম করে ফেলেছে অনেক আগেই।
এবার সময় এসেছে কঠিন শাস্তি বিধানের।
30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ।
আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এখানে কি কোন সভ্য মানুষ থাকবে? নাকি অসভ্য মানুষ থাকবে ?
নষ্টরা সব কিছু দখলে নেবে ?
নাকি ভালো মানুষরা সব কিছু অধিকারে রাখবে?
এই দেশের ধর্ষকরা থাকবে ? না ভালো মানুষ থাকবে?

সারা বাংলাদেশ তন্নতন্ন করে খুঁজে ধর্ষকদের বের করা হোক এবং তিন দিনের মধ্যে তাদেরকে ক্রসফায়ারে দেওয়া হোক ।
যারা সভ্যতা বজায় রাখতে জানে না তাদের কোন মানবতা দেখানো উচিত নয়। ধর্ষকদের এক মাত্র শাস্তি হওয়া উচিত ক্রসফায়ার।
প্রচলিত আইন আদালত করে টাকা ও সময় নষ্ট করার কোনো মানে হয় না । তাই তাদেরকে এখনই ক্রসফায়ারে দেয়া হোক।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪

খোলা মনের কথা বলেছেন: কিছু বিচার আইনের বাইরেও হওয়ার প্রয়োজন। এদের মত কিটদের দু চারটার ক্রসফায়ার দিলে তাদের জাতভাইদের কলিজা নড়ে যাবে। অন্তত কিছু দিন মেয়েদের দিকে আড়চোখে তাকানো বন্ধ হবে

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মন্তব্যের সাথে আমি 100% সহমত । বাংলাদেশের পুরুষ জাতি যেন কেমন। পাশ দিয়ে কোন মেয়ে হেঁটে গেলে সেটা শিশু-কিশোর হোক কিংবা বুড়ো ভাম হোক সবার তাকানোর ধরনটাই পাল্টে যায় । কেউ কেউ আবার আজেবাজে মন্তব্য ছুড়ে মারে। এটা বাংলাদেশের একান্ত বাস্তব চিত্র এবং খুবই আশ্চর্যের বিষয় এই যে পাশের দেশ কলকাতাতেও এই ধরনের জিনিস কখনই দেখা যায় না। ওখানে বেশিরভাগ মেয়ে ওড়না ব্যবহার করে না । তারপরেও কেউ তাকাবে না। আমাদের শহর বন্ধন সব জায়গাতেই সবার চোখ যেন খাই খাই করে।

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহরকে ১০০০ ভাগ করে, ১০০০ জন পুলিশ অফিসারের হাতে দিতে হবে; এই ১০০০ অফিসার নিজের এলাকায় যাকে সন্দেহ করবে, তার সাথে ধর্ষণ নিয়ে আলাপ করতে হবে।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার , আমি আপনার মন্তব্যের সাথে এক মত । ধর্ষকদের শাস্তি ও সমাজকে সচেতন করাএখন সময়ের দাবি । বাংলাদেশের পুরুষ জাতি যেন তাদের নীতি-নৈতিকতা ক্রমশই হারিয়ে ফেলেছে । এটা কোন সভ্য জাতির জন্য ভালো লক্ষণ নয় । এই ঘটনাগুলো দেশের পত্রিকায় যেমন ছাপা হয় তেমনি বিদেশের পত্রিকা ও সংবাদ মাধ্যমগুলোতে ও এগুলো আসে এবং বিদেশে আমাদের মাথা হেঁট হয়ে যায়।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের শারীরিক সম্পর্ক নিয়ে একটা কমন ধারনা বা বিশ্বাস চর্চা করা হয়। বিশ্বাসটা এমন যে কোন নারী সমাজ এবং ধর্মের ঠিক করা পথের বাইরে যৌন সম্পর্কে গেলেই সে অপবিত্র। সীতাকে যেমন সতীত্ব প্রমানে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। এই মিথ দ্বারা উপমহাদেশের নারী পুরুষ এখনো প্রবলভাবে প্রভাবিত। এমনকি যখন কেউ ধর্ষনের মত ভয়াবহ ফিজিক্যাল ভায়োলেন্সের ভিক্টিম হয় দেখা যায় মানুষ সম্ভ্রমহানী টাইপ শব্দ খুব স্বতঃস্ফূর্তভাবেই বলে ফেলে। ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হওয়া যে কোন মানুষ মাত্রই প্রচন্ড ট্রমার ভেতর থাকে। এবং সমাজে চর্চা হওয়া নানা রকম আরোপিত ধ্যান ধারনা তাকে মানসিক ভাবে আরো বিপর্যস্ত করে ফেলে। শুধু ধর্ষনের বিচার চাওয়াই যথেষ্ট নয়। ঘটনা পরবর্তী সময়ে তাকে সম্পূর্ন ভাবে মানসিক সমর্থনও দিয়ে যেতে হবে।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের পুরুষদের লজ্জিত হওয়া উচিত। কেননা একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে এবং এব্যাপারে পুরুষগুলি ভিকটিমকে সাধারণত দায়ী করে থাকে। এখানে দায়ী করা কোনো বিষয় নয় । বিষয়টা হলো, কে অপরাধী অপরাধী এবং তার কঠিন শাস্তির বিধান করা সমাজের দায়িত্ব । এ কারণে তাদেরকে ক্রসফায়ারে দিতে হবে । প্রচলিত আইনে এদের বিচার করা যেমন সময়ের অপচয় তেমনি দেশের মূল্যবান অর্থের অপচয় । এদের প্রতি অনুকম্পা প্রদর্শনের ন্যূনতম সুযোগ নেই। তাই ডাইরেক্ট ক্রসফায়ার।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধর্ষক-কুকুরদের শাস্তি হোক--এটা আমরাও চাই।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার জানামতে, এক মাত্র মানবজাতির কিছু কুলাঙ্গার পুরুষই ধর্ষণ করে। মানব জাতি ব্যতীত প্রাণীকুলের অন্য কোনো সদস্য ধর্ষণের মতো খারাপ কাজে জড়িত বলে আমি কখনো শুনিনি । তাই এক্ষেত্রে কুকুরদের সাথে তুলনা করা ও সঠিক নয় ।
ধর্ষকরা খুবই খারাপ প্রাণী । তারা মানুষ নামের অযোগ্য ।তাদেরকে অতি দ্রুত ক্রসফায়ারে দেয়া হোক। বাংলাদেশের পুরুষ জাতি কলঙ্ক মুক্ত হোক।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ধর্ষনকারীর প্রতি আমার প্রশ্ন-
তোর সেক্স করতে মন চাইছে, হোটেলে যা। ধর্ষন করলি ক্যান?

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
You are right, Sir.

৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, মেয়েটা ছেলেটিকে আগের থেকে জানে।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
I don't think so. If they're that they could do other things.

In Bangladesh lower level peoples are not well educated. They are same as in jungle men. They could do anything.

৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যাকিং না থাকলে অপরাধী সহযেই ধরা পরে।
অনেক সময় রাজনৈতিক ব্যাকিং থাকলেও বাচতে পারে না।
ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে বায়লজিক্যাল টেষ্ট করে অপরাধী সনাক্ত করা হচ্ছে। বেশিরিভাগই ধরা পড়ছে।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো দরকার। সমাজের নিচের স্তরের মানুষ যারা তাদেরকে শিক্ষা দিতে হবে। তারা অপরাধ বেশী করে।

৮| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

আমি তুমি আমরা বলেছেন: ক্রস্ফায়ার কোন সমাধান নয়, সমাধান হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। আমাদের দেশে সেটা হবে কিনা- কে যানে। :(

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই জাতীয় কেস এর জন্য ক্রসফায়ার ই এক মাত্র শাস্তি। অন্য সব অপরাধ সাধারণ নিয়মে মাপা যাবে।

৯| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২২

একাল-সেকাল বলেছেন:

সমাধান হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা।মাদকের বেলায় ক্রস ফায়ার দেখেছি, মাদক মুক্ত হয় নাই, তাও দেখা যাচ্ছে ।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ষকদের জন্য কোন মানবিকতা দেখানো উচিত হবে না ।
সাধারন কোন অপরাধের জন্য মানবতা দেখানো যেতে পারে ।
তাদের জন্য একটাই মানবতা । ক্রসফায়ার!

১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: এসব ক্রসফায়ার মৃত্যুদন্ড দাবী করা জঙ্গির লক্ষন। এসবে কাজ হলে দেশে ব হু আগেই খুন হত্যা চুরি ডাকাতি বন্ধ হয়ে যেতো। সেসব দেশেই ধর্ষন কম যেখানে খুনের শাস্তি হিসেবে মৃত্যদন্ডও নেই।

আমাদের এই সমসয়ার গোড়াতে ঢু মারতে হবে। যতদিন না করছি ততদিন এসব দাবী তুলে নিজেদের পায়েই কুড়াল মারছি

২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেজাজ খারাপ হয়ে যায় বলেই এই সব দাবি তুলি। আসল কথা হলো এই সব দাবি ও অর্থহীন।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই,
বিচার হওয়াটা জরুরী। এখন যে বিচারই হোক। মধ্যরাতে মাদকাশক্ত ধর্ষক গ্রেফতার হলে যেনো পরদিন সকালে কোনো আমলা কোনো মন্ত্রী ফোন করে না বলেন “ছেলেটি নির্দোষ”!

মালয়েশিয়ায় রত্তেন বিচার আমি সমর্থন করি। আপনি হয়তো পড়ে থাকবেন ব্লগে আমি পাহাড়ি বেতের কথা অনেকবার উল্লেখ করেছি।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে হেদায়েত দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.