নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আকন নামের দোকান ও ১ জন মাহফুজ আহমেদ **************************

৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৩

বাংলাদেশে ফিরে আসার পরে আমি মোহাম্মদপুর গ্রাফিক আর্ট ইনস্টিটিউট এর উল্টা দিকের একটি গলিতে বাসা ভাড়া করে বসবাস করছি।

এখানে ঢাকা শহরের অন্যান্য এলাকার মত বাজার করার সুবিধা নেই । কেননা বাজার গুলো একটু দূরে।

আমি মাছ ও কাঁচা বাজার বাদে বাকি অন্যান্য মুদি বা গ্রোসারি আইটেমগুলো কিনি জাকির হোসেন রোডে অবস্থিত "আকন" নামে একটি দোকান থেকে।

এই দোকানে কেনাকাটা করার মূল আকর্ষণ হচ্ছেন জনাব মাহফুজ আহমদ নামে এক ব্যক্তি। তাঁর অসাধারণ কিছু গুণাবলী রয়েছে যা বর্তমানে অনেক ব্যবসায়ীদের মধ্যে নেই ।

এ কারণে আমার একটু কষ্ট হলেও আমি অন্য দোকানে না গিয়ে আকন নামে এই দোকানটিতে যাই ।

যেহেতু আমি সন্ধ্যার পরে যাই সেহেতু বেশির ভাগ সময়ই দোকানে উনার দেখা পাই। কাস্টমারদের সেবা দেওয়ার জন্য উনি যেন প্রতিটি মুহূর্তেই প্রস্তুত হয়ে থাকেন । কোন এক অজ্ঞাত কারণে উনি আমাকে খুবই পছন্দ করেন । উনার দোকানের অন্যান্য কর্মীদের বলে দিয়েছিলেন - ইনি হচ্ছে আমার ভাই । উনি যখন আসবেন তখন দেখবে উনার যেন কোন প্রকার অসুবিধা না হয় । এটা আমার আদেশ ।

সে যাই হোক এই দোকানে জিনিসপত্র কিনে আমি আসলে সত্যিকার অর্থেই খুশি । অনেক সময় এমনও হয়েছে বাসায় নিয়ে যাওয়ার পরে কোন আইটেমে দেখেছি মেয়াদের তারিখ খুব কম। সে জিনিস নিয়ে গেলে উনি সাথে সাথে বদলে দিয়েছেন ।
উনি আমাকে বলেছেন ,
আপনি যে কোন জিনিসই বদলাতে পারবেন । কিন্তু স্লিপটা সাথে রাখবেন । স্লিপটা সাথে রাখলে বদল করে দিতে আমার সুবিধা হয় ।

আমি লালমাটিয়ার আশেপাশের বিভিন্ন শপিংমলে বাজার করে দেখেছি । সেখানকার সেবার চেয়ে আকনের সার্ভিস আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। আর আমি যদি সঠিক সেবা পাই তাহলে কষ্ট করে কে দূরে বাজার করতে যাবে।

মাহফুজ ভাই, আপনি অনেক অনেক ভাল থাকুন । বাংলাদেশের সব ব্যবসায়ীরা যেন আপনার মত সততাকে বুকে ধারণ ও লালন করেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৯

সোনাগাজী বলেছেন:




ঐ এলাকায় ২ বেডরুম এপার্টমেন্রেট মাসিক ভাড়া কত? ধুলাবালো ও মশা কি রকম?



৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই এলাকার একটি বড় সুবিধা হচ্ছে এখানে প্রচন্ড বৃষ্টিতেও পানি জমে না। একই বৃষ্টিতে ধানমন্ডিতে যখন বন্যা চলে তখন আমাদের এখানে সব খটখটে শুকনা।
আমাদের লালমাটিয়ার সাইডে ২ বেডরুমের বাসা নিতে চাইলে ৩৫ হাজার টাকা + সার্ভিস চার্জ ৫-৭ হাজার এর কমে পাওয়া যাবে না।

আমি থাকি পুরনো ও পরিত্যাক্ত একটি বাসায়। এটার সাথে ভালোবাসার কোন তুলনা হয় না।

এখানে প্রতিদিন রাতে ঝাড়ু দেয়া হয়। প্রচুর মশা আছে। কিন্তু শীত বাড়ার পর মশা গায়েব হয়ে গেছে। কই গেল কে জানে!

২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০০

সোনাগাজী বলেছেন:


ঐ এলাকায় ২ বেডরুম *এপার্টমেন্ট'এর মাসিক ভাড়া কত? ধুলাবালি ও মশা কি রকম?

৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই এলাকার একটি বড় সুবিধা হচ্ছে এখানে প্রচন্ড বৃষ্টিতেও পানি জমে না। একই বৃষ্টিতে ধানমন্ডিতে যখন বন্যা চলে তখন আমাদের এখানে সব খটখটে শুকনা। ধুলাবালি তেমন নেই। তবে মানুষ রাস্তায় ময়লা ফেলতে পছন্দ করে।

আমাদের লালমাটিয়ার সাইডে ২ বেডরুমের বাসা নিতে চাইলে ৩৫ হাজার টাকা + সার্ভিস চার্জ ৫-৭ হাজার এর কমে পাওয়া যাবে না।
আমি থাকি পুরনো ও পরিত্যাক্ত একটি বাসায়। এটার সাথে ভালোবাসার কোন তুলনা হয় না।
এখানে প্রতিদিন রাতে ঝাড়ু দেয়া হয়। প্রচুর মশা আছে। কিন্তু শীত বাড়ার পর মশা গায়েব হয়ে গেছে। কই গেল কে জানে!

শাহী মসজিদ ( যেটা বিবি মসজিদ নামে সবাই জানে) এর কাছে এসেট ডেভলপমেন্ট নামে এক কোম্পানী এপার্টমেন্ট বানাচ্ছে। আমি খোঁজ নিলাম। ২০২০ সালের জানুয়ারিতে সব বেচা সারা। ১৫০০+ বর্গফুটের বাসা সাড়ে ৩ কোটিতে বিক্রি করেছে। আমাকে বলল- এখানে বি ব্লকে তাদের আরেকটা প্রজেকট হবে। আগ্রহী হলে খবর দেব। আজ তারা কয়েকবার আামকে কল করেছে।

বসুন্ধরাতে তাদের নতুন প্রজেক্ট চলছে। আমাকে বলল- আমার বাজেট যদি ৮/৯ কোটি হয় তাহলে ২২০০+ বর্গফটের এপার্টমেন্ট দেখাতে পারে।

ঢাকাতে টাকার কোন দাম নেই। কোটির নীচে কোন কথা নেই।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো থাকুক মাহফুজ ভাইদের মতন মানুষেরা...

৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনার মতো ব্যবসায়ী আমার মনে হয় দেশে বিরল।
আমাকে বলেছেনঃ উনার দোকান থেকে পণ্য কিনতে ধানমন্ডি থেকেই কল আসে।
অথচ ধানমন্ডির কাছে অনেক অনেক দোকান আছে। তার পর কল দিয়ে পণ্য ডেলিভারি নেয়।
আমি উনার মতো মানুষ আরো দেখতে চাই এই দেশের আনাচে কানাচে ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: আকনের মতো করে আপনি একটি দোকান দেন।

৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দিব।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার দোকানে আমাকে ম্যানেজার হিসেবে রাখতে পারেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি হবে বিগ বস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.