নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সাজ্জাদ খান

মোহাম্মদ সাজ্জাদ খান › বিস্তারিত পোস্টঃ

লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত -প্রথম বর্জন-পরে গ্রহন

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬


لا إله إلا الله “লা-ইলাহা-ইল্লাল্লা-হ” এই তাওহীদী কালিমার এর দুটি অংশ:
লা-ইলাহা– মানে সকল বাতিল ইলাহ কে বর্জন আর ইল্লাল্লাহ মানে শুধু এক আল্লাহকে গ্রহন।
লা-ইলাহা -মানে-সকল গাইরুল্লাহ থেকে নিজেকে মুক্ত করা।(এক কথায় আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় এবং তাতে সে সন্তুষ্ট থাকে তাকে গাইরুল্লাহ বলে। যদি আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষ/জ্বীন বা অন্য কারও ইবাদত করা হয় এবং তাতে সে সন্তুষ্ট থাকে তাকে গাইরুল্লাহ বলে।)
আর ইল্লাল্লা-হ মানে শুধুমাত্র এক আল্লাহর প্রতি ঈমান (বিশ্বাস) আনা।
(না) নেতিবাচক অংশ হলো:
[ لا إله লা-ইলাহা যার মর্ম হলো এই যে, কোন ইবাদতই কারো জন্য করা চলবে না, কারো সার্বভৌমত্ব ও শক্তি স্বীকার করা চলবে না, কারো বিধান ও আইন কানুন মানা চলবে না, কোন কিছুতেই কারো প্রভূত্ব স্বীকার করা চলবে না। ওসবের কোন একটিতে কারো বিন্দুমাত্র শরীক স্থাপন করা চলবে না।]
(হ্যা) ইতিবাচক অংশটুকু হলো:
[ إلا الله ““ইল্লাল্লাহ: যার মর্ম হলো এই যে, শুধু আল্লাহই সকল প্রকার ইবাদতের প্রকৃত হকদার। তিনিই সার্বভৌম ক্ষমতার মালিক, তারই বিধান ও আইনকানুন বান্দার উপর প্রযোজ্য ও প্রয়োগ হবে। সবকিছুতেই তার প্রভুত্ব রয়েছে। এবং এ সমস্ত ব্যাপারে কারো বিন্দুমাত্র শরীক নেই। না কোন ফিরিশতার না কোন নাবীর বা কোন অলীর না কোন জ্বীন-শাইত্বনের না কোন জড়বৃক্ষের না কোন মূর্তির, না কোন কবর মাযারের, না কোন ওলী-দরবেশ ও পীর-ফকীরের। যে ব্যক্তি কালিমার এই দুটি রুকনের অর্থ ও মর্ম সম্মকভাবে বুঝে মেনে চলতে পারবে তার জন্য এই কালিমার ফযীলত ও উপকার লাভ করা সম্ভব ,নচেৎ নয়।]
আগে বর্জন করতে হবে
لا إله إلا الله “লা-ইলাহা ইল্লাল্লাহ’’ এর প্রথম অংশ لا إله (লা-ইলাহা) যা বজর্নীয়
[কালিমাতুত তাওহীদ (লা-ইলাহা ইল্লাল্লাহ) এর প্রথম অংশ لا إله লা-ইলাহা ঘোষনা করছে বর্নিত চারটি বিষয়কেই প্রথমে বর্জন করে দাও।
যথা:
১. اجْتَنِبُو الأرْبَابًا অসংখ্য রবদের বর্জন কর।
২.اجْتَنِبُو الأَندَاد সকল প্রকার সমক্ষদের বর্জন কর।
৩. اجْتَنِبُوالأَلِهَةً সমস্ত বাতিল ইলাহদের (মা’বুদদের) বর্জন কর।
৪. اجْتَنِبُوا الطَّاغُوت এবং সকল প্রকার ত্বাগুতদেরকে বর্জন কর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

শিমুল খান বলেছেন: আমাদের সকলের উচিত আমাদের লেখা দিয়ে মানুষের উপোকারে আসার চেষ্টা করা সে দিক থেকে প্রশংসনীয় একটি পোস্ট।

২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: ধন্যবাদ , জাজাক আল্লাহ খাইরান |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.