নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সাজ্জাদ খান

মোহাম্মদ সাজ্জাদ খান › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯

আন্তর্জাতিক রাজনীতিতে কে কাকে হত্যা করলো সেই গবেষণা না করে, নিজের ঈমান ঠিক আছে কিনা সেটা নিয়ে ভাবুন, আখেরে কাজ দিবে | "সৌদি আরব এক আল্লাহর উপর নির্ভর করে"

জাল মিডিয়ার মিথ্যা প্রচারাভিযানের নিন্দা জানিয়ে মক্কার গ্রান্ড মুফতি, খতীব ও প্রধাণ ইমাম শেইখ আব্দুর রহমান আল-সুদাইস শুক্রবার জুমার খুতবায় এ কথা বলেছেন।

শুক্রবার বক্তৃতার সময় মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম মুসলিমদের প্রতি আহ্বান জানান যে, সৌদি সাংবাদিক জামাল আহমদ খাসগীর অন্তর্ধানের পর মিথ্যা প্রচারের মাধ্যমে সৌদি আরবকে আক্রমণ করা হচ্ছে। তিনি এর বিরুদ্ধে সবাইকে একতাবদ্ধ থাকার জন্য আহ্বান করেছেন।

বার্তা সংস্থা এসপিএ জানায়, বক্তব্যের সময় শায়খ আবদুর রহমান আল-সুদাইস বলেন, "বারবার অভিযোগ ও পক্ষপাতমূলক প্রচারণায় হতাশ হয়ে (সৌদি আরব) তার নীতিমালা থেকে সরে আসবেনা।"

তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে - "একমাত্র আল্লাহর উপর নির্ভর করা সৌদিআরব এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়াই করার জন্য বাদশাহ সালমানের নেতৃত্ব জ্ঞান এবং তার পুত্রদের ঐক্যের উপর আস্থা রাখে।

তিনি এসব মিডিয়ার জালিয়াতির উপর ভিত্তি করে মুসলিম উম্মাহকে কোনো আত্মঘাতী সিদ্ধান্তে পৌঁছতে কঠোরভাবে সতর্ক করেছেন।
তিনি বাস্তবতা উপলব্ধি করে এসব উত্তেজক মিডিয়া জালিয়াতি থেকে হেফলাজতে থাকার জন্য মুসলিম উম্মাহকে আহ্বান জানিয়েছেন।

শেখ আল-সুদাইস আরও বলেছেন যে, ইসলামী শরিয়াহ মানুষের ধর্মীয় ও বিশ্বব্যাপী উপকারজনক সবকিছু বিষয় দিয়েই সজ্জিত।

তিনি আরও বলেছেন যে,"শরিয়াহর নিয়ম ও উদ্দেশ্যগুলি সমগ্র বিশ্বকে বিচার, জ্ঞান ও সমবেদনা দিয়ে পরিপূর্ণ করেছে।"

বক্তব্যের শেষ পর্যায়ে আল্লাহ'র আশীর্বাদে সৌদি আরবকে শরিয়াহ সাংস্কৃতির ও নৈতিক শ্রেষ্ঠত্বের আদর্শ উদাহরণ হিসেবে তৈরি করার জন্য তিনি আল্লাহ তা'আলার শুকরিয়া জ্ঞাপন করেন।

হাসবুন আল্লাহু ওয়া নিয়া'মাল ওয়াকিল।

অনুবাদকঃ- ফরহাদ দুরি।

সূত্রঃ-https://millichronicle.com/…/saudi-arabia-depends-on-allah…/

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

আলোর পথে বিডি বলেছেন: নিজের ইমান বাঁচানো এখন সবচেয়ে বড় কাজ । লেখক কে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.