নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যস্ত মানুষ https://www.facebook.com/sajjadustc

সাাজ্জাাদ

আমিতো গিয়েছি জেনে ,প্রণয়ের দারুণ আকালে,নীল নীল বনভূমি ভিতরে জন্মালে,কেউ কেউ এভাবে চলে যায়,চলে যেতে হয়..................... কেউ কেউ এভাবে চলে যায়বুকে নিয়ে ব্যাকুল আগুন।

সাাজ্জাাদ › বিস্তারিত পোস্টঃ

স্বয়ং বিল গেটস ও এর জবাব দিতে পারবে না........ট্রাই করে দেখুন। মজা পাবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

মাইক্রোসফট যে ব্যাপারগুলো কোন জবাব দিতে পারবে না।



ম্যাজিক নম্বর ১-

দেখা গেছে যে কোন ব্যাক্তি কম্পিউটারের কোন জায়গায় “CON” নামে কোন ফোল্ডার তৈরি করতে পারবে না।





ম্যাজিক নম্বর ২-

যারা WINDOWS ব্যাবহার করেন তারা নিচের ব্যাপারটা লক্ষ্য করুন ---

১। একটি ব্ল্যাংক নোটপ্যাড ওপেন করুন

২। টাইপ করুন “Bush hid the facts” (without the quotes).

৩.সেভ করুন যেখানেই আপনার মন চায়।

৪। বন্ধ করে আবার ওপেন করুন।



আপনি কি BUG টা লক্ষ্য করেছেন? কেঊ কি বলতে পারবেন, কেন হচ্ছে ব্যাপারটা???





ম্যাজিক নম্বর ৩-

আবার একটি মজার ব্যাপার যেটার কোন ব্যাখ্যাই আপনি দিতে পারবেন না। মাইক্রোসফটের পুরো টিম শুধু না, স্বয়ং বিল গেটস নিজেই এর জবাব দিতে পারেননি। এটি প্রথম আবিস্কার করেছেন ব্রাজিলের একজন ব্যাক্তি।

আপনি নিজেই ট্রাই করে দেখুন----

মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন এবং টাইপ করুন---

=Rand (200,90)



এখন এন্টার চাপুন আর দেখুন মজা-----





ম্যাজিক নম্বর ৪-



আপনার কি মনে আছে নাকি জানিনা, ৯/১১ তে টুইন টাওয়ার যে দুটি প্লেন আঘাত হেনেছিল তার একটির নম্বর ছিল Q33N. এবার যে কোন নোটপ্যাড/ওয়ার্ডপ্যাড অথবা এম,এস,ওয়ার্ড খুলে ফ্লাইট নম্বরটি টাইপ করুন। অর্থাৎ, Q33N. এবার ফোণ্ট সাইজ বাড়িয়ে ৭২ করুন এবং ফন্ট টি Wingdings-এ কনভার্ট করুন।



আপনি কি খুব আশ্চর্য হয়া গেলেন???????

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

জাতির শ্বশুর বলেছেন: খুব মজা পেলাম..............পোস্টে প্লাস :) :) :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

সাাজ্জাাদ বলেছেন: জাটির সুসুর কুব মোজা পেলেন।ঢোননোবাড।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

স্বপন খাঁন বলেছেন: :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

সাাজ্জাাদ বলেছেন: ;)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

এস বাসার বলেছেন: মজারু

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ। কমেন্ট করার জন্য।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: ১ তো ভালই মজা পাইছি......... :D
২ কাম করে নাই........ :|
৩ এর এত্ত লেখা লেখলো কেডা!!!!! B:-) :-*
৪ এ ব্যাপুক মজা পাইছি.......... :D :D :D :-B
৫ এ ধইন্না B-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সাাজ্জাাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ২নং টা কোলন ছাড়া করে দেখুন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

উড়োজাহাজ বলেছেন: দুই নং!!!!!!!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

সাাজ্জাাদ বলেছেন: :-/

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

শ্রাবণধারা বলেছেন: বেশ ইন্টারেসটিং। ৪ নম্বরটা আগেই জানতাম..........।
শুভকামনা...........।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

আজাইরা পেচাল বলেছেন: মজা পাইলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

সাাজ্জাাদ বলেছেন: মজা পেলেন বলে ধন্যবাদ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

আল ইফরান বলেছেন: বেশ মজার জিনিসতো :D :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

সাাজ্জাাদ বলেছেন: হুম। বেশ মজার। ধন্যবাদ আপনাকে।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

এক্সপেরিয়া বলেছেন: ট্রাই করতে হবেতো!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

সাাজ্জাাদ বলেছেন: অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করি ভালো লাগবে।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

নগর বালক বলেছেন: ওরে কয় কি !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

সাাজ্জাাদ বলেছেন: thanks bhai.valo takben sob somoi.

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: মাইনাস*মাইনাস

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সাাজ্জাাদ বলেছেন: কেনো ভাই? কি হইল??

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ১ ও ৩ এর ব্যাখ্যা আছে। ৪ কাকতালীয়। ২ জানা নেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

সাাজ্জাাদ বলেছেন: thanks bhai. 1 & 3 er bekkha ta ektu jante cai.

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ১ হচ্ছে ওস রিজার্ভ ওয়ার্ড, এটা কোন এরর নয়, ৩ হচ্ছে ইষ্টার এগ এরর

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

সাাজ্জাাদ বলেছেন: thanks. jodi-o kicu buji nai ki . :( :( ektu bistarito jante parle valo lagto.

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: রিজার্ভ ওয়ার্ড
Click This Link

ইষ্টার এগ
Click This Link


ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: 2 এর উত্তর ও পাওয়া গেছে
Click This Link
এটা মুলত কিছু এ্যাসকি কারেক্টার সেটের কারণে হয়ে থাকে, ব্যাপারটা কাকতালীয়, এটাকে কেউ কেউ বাগ বললেও আমি তা মনে করিনা। কারণ বাগের ডেফিনেশন হচ্ছে এমন কোন ভুল যেটাকে এড়ানো যেত, কিন্তু এই এ্যাসকি সেটকে এড়ানো সম্ভব নয় বা এড়ানো হলে লাভের চেয়ে ক্ষতি বেশী হতো। তবে এটা ঠিক স্বয়ং ইউনিকোড নিয়ে কাজ করা প্রোগ্রামাররাও বিষয়টি জানতেন না, জানার কথাও নয় কারণ এটি কোন নির্দিষ্ট ক্যারেকটার নয় বরং ক্যারেকটার সেট, হয়তো এর বাইরে আরো একাধিক ক্যারেকটার সেট আছে যেটা পরে আবিষ্কৃত হলেও হতে পারে।

ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

বেলা শেষে বলেছেন: asking & requesting for new writing please.
....salam & respect to you...
....up to next time...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ অনেক আপনাকে। খুব সিগ্রই লেখার চেষ্টা করব।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

বেলা শেষে বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

সাাজ্জাাদ বলেছেন: Click This Link

আমার নতুন লেখা। পড়ে জানাবেন কেমন হয়েছে।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

লিখেছেন বলেছেন: excellent

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার নামটা কনফিউজিং।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

লিখেছেন বলেছেন: “What is important is to spread confusion, not eliminate it.”
― Salvador Dalí

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

সাাজ্জাাদ বলেছেন: but i enjoyed ur name. its a creative one.

২২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৫

মাঘের নীল আকাশ বলেছেন: ভালই মজা পাইলাম...

০৯ ই মে, ২০১৪ রাত ১১:২৬

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

২৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪০

একজন ঘূণপোকা বলেছেন: :-B :-B :-B

মজারু।


লিনাক্সে আছি, নো প্রব

১০ ই মে, ২০১৪ রাত ১২:১৬

সাাজ্জাাদ বলেছেন: ভালো তো , ভালো না। B:-) B:-) B:-)

২৪| ১০ ই মে, ২০১৪ রাত ১২:০০

দি সুফি বলেছেন: এক সময় মজা পেতাম। কিন্তু সবগুলোরই ব্যাখ্যা আছে। এবং স্বয়ং বিল গেটস ও এর জবাব দিতে পারবে না - এটা পুরোপুরি ভুল ধারনা।

আসুন ব্যাখ্যায় যাই।

১ নাম্বার ম্যাজিকঃ এটা কোন বাগ নয়। CON হল উইন্ডোজের একটি সংরক্ষিত শব্দ, যেটা ডস্‌ অপারেটিং সিস্টেমের সময় থেকে কি-বোর্ড এবং ডিসপ্লে ফাংশন হিসেবে ব্যাবহৃত হয়ে আসছে। এরকম আরো কিছু শব্দ রয়েছে। পুরোটা পাবেন এখানে
এবং এমএসডিএন এর এই আর্টিকালটাতেও বিস্তারিত পাবেন

২ নাম্বার ম্যাজিকঃ এটাকে বাগ বলা যেতে পারে। এটা মূলত UTF-16LE এনকোডিং এর একটা ফরম্যাটের সাথে মিলে যাওয়ায় এই সমস্যাটা হচ্ছে। একই ফরম্যাটের অন্য বাক্যের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বিস্তারিত এখানে

৩ নাম্বার ম্যাজিকঃ =rand() এই ফাংশনটা মূলত ব্যাবহার করা হয় ফন্ট টেস্টিং এর জন্য। আর "The quick brown fox jumps over the lazy dog" এমন একটা বাক্য, যেখানে ইংরেজি বর্ণমালার সবগুলো অক্ষর রয়েছে। তাই ফন্ট টেস্টিং এর জন্য এই বাক্যটি ব্যাবহার করা হয়। এটা কোন বাগ নয়।

৪ নাম্বার ম্যাজিকঃ এটা সম্পূর্ণ কাকতালীয় একটি ব্যাপার। Wingdings মূলত একটি সিম্বল নির্ভর ফন্ট, যেটা ১৯৯০ সালের দিকে মাইক্রোসফট্‌ তৈরি করে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০

সাাজ্জাাদ বলেছেন: ভাই, আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা দেয়ার জন্য।

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪

ইমরান আশফাক বলেছেন: যা্ই হোক মজা পাইলাম এটাই মদ্দা কথা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ, ইমরান আশফাক ভাই।
ভালো থাকুন।

২৬| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"আপনার কি মনে আছে নাকি জানিনা, ৯/১১ তে টুইন টাওয়ার যে দুটি প্লেন আঘাত হেনেছিল তার একটির নম্বর ছিল Q33N. এবার যে কোন নোটপ্যাড/ওয়ার্ডপ্যাড অথবা এম,এস,ওয়ার্ড খুলে ফ্লাইট নম্বরটি টাইপ করুন। অর্থাৎ, Q33N. এবার ফোণ্ট সাইজ বাড়িয়ে ৭২ করুন এবং ফন্ট টি Wingdings-এ কনভার্ট করুন।"

ভাইরে কোন চতুর লোক এই hoax তৈরী করেছিলো, এবং তা অনেক আগেই refute করা হয়েছে। Flight number Q33NY এরকম কোন প্লেনই ছিলোনা। একটা ছিলো American Airlines Flight 11 যার রেজিস্ট্রেশান ছিলো N334AA; North Tower এ আঘাত করেছিলো। আরেকটা ছিলো United Airlines Flight 175 যার রেজিস্ট্রেশান ছিলো N612UA; South Tower এ আঘাত করেছিলো।

একটা লিংক দিচ্ছি September 11 attacks

এরকম আরও বহু লিংক আছে। আর ঐ hoax এর ব্যাপারেও বিস্তারিত পাবেন নেট ঘাটলে। সাথে আল কুরআনের একটা বানোয়াট আয়াতের কথাও উল্লেখ করা হয়েছিলো। একদল লোককে নাচিয়ে মজা দেখার জন্য এসব hoax তৈরী করা হয়। বোকার দল নাচানাচি, করে আর সেই চতুর ব্যক্তি আড়ালে মন খুলে হাসে।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই। কিছুটা দেরিতে রিপ্লে করলাম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.