নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যস্ত মানুষ https://www.facebook.com/sajjadustc

সাাজ্জাাদ

আমিতো গিয়েছি জেনে ,প্রণয়ের দারুণ আকালে,নীল নীল বনভূমি ভিতরে জন্মালে,কেউ কেউ এভাবে চলে যায়,চলে যেতে হয়..................... কেউ কেউ এভাবে চলে যায়বুকে নিয়ে ব্যাকুল আগুন।

সাাজ্জাাদ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত কিছু সমুদ্রের মাছ .......ছবি সহ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

সমুদ্র কত রহস্যময় একটা জায়গা।বিজ্ঞানের সাথে পাল্লা দিয়ে মনুষ্য সমাজও আজ পৌঁছে যাচ্ছে চরম গভীরত্বে । ঠিক এই ভাবে অজানা সমুদ্রের রহস্য উদ্ঘাতন করতে গিয়ে তারা খুজে পায় অদ্ভুদ আর বিদঘুটে কিছু মাছ।এই রকম কিছু মাছের সাথে আমরা আজ পরিচিত হব।

The Blobfish







আপনার নানিমা মাঝে মাঝে আপনার জন্য ঘরে যে পুডিং তৈরি করে, এটি দেখতে অনেকটা তেমন। এর অদ্ভুদ মজার গঠন এর কারনে এটি বিশ্বের সবার নজর কাড়তে সক্ষম হয়। পাখনা দিয়ে ভর করে চলা এই মাছ বিশ্বের কুতসিত প্রাণীগুলোর একটি। এই blobfish’s সমুদ্রের একদম তলদেশে থাকে, যেখানে পানির প্রেসার থাকে অত্যান্ত উচ্চ, এই কারনে এর স্কিন এর ঘনত্ব এমন হয় যাতে সেটা পানির প্রেসার সহ্য করতে পারে।

এরা বেঁচে থাকার জন্য পানির সাথে যুদ্ধ করতে হয় না। শুধুমাত্র খাওয়ার সময় হলে মুখটা হাঁ করে ভেসে থাকলেই হয়। ভাসমান জলজ খাদ্য তার মুখেই চলে আসে। খাদ্য জোগাড় বা খাওয়ার জন্য এর কোনও কষ্ট বা শক্তির প্রয়োজন হয় না বলে একে সবাই সমুদ্রের অলস মাছ হিসেবেও জানে।



The Hatchetfish





বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর এবং ক্ষুদ্র মাছটি খুজে পায় সমুদ্রের চরম গভীরতাই , যা hatchetfis নামে পরিচিত। দেখতে বিষণ্ণ এই মাছটির নামকরন করা হয়েছে তাদের ক্ষুর পাতলা গঠনের জন্য। এদের বুকের গঠন দেখতে অনেকটা কুঠার এর মত এবং ঠাণ্ডা ও জ্বলজ্বলে রুপালি রঙের কিছুটা প্রভাব আছে। আকৃতিতে ৫ ইঞ্চির মতো লম্বা হওয়াই কুঠারের সাথে এর গঠন সম্পূর্ণ মিলে যায়। দেখতে আতঙ্কজনক হলেও এরা খুব কম-ই মারাত্মক হয়।



The Fangtooth







কি, দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে? এই মাছ টিকে আপনি সমুদ্রের তলদেশের রাগান্বিত ষাঁড়ের সাথে তুলনা করতে পারেন। দেখলে মনে হবে যে আপনার দিকে এখনি তেড়ে আসছে। আসলে এটির চেহেরা যত ভয়ঙ্করই হোক না কেন, এর বড় দুর্বলতা হচ্ছে এর দুর্বল দৃষ্টিশক্তি। এরা যখন শিকারে যায় তখন দুর্বল দৃষ্টিশক্তির কারনে হটাত করেই শিকারিকে আক্রমন করে বসে। এজন্য তাদেরকে খোঁচা-দাঁতের মাছও বলা হয়। সমুদ্রের মাছের মধ্যে সবচেয়ে বড় দাঁতের রেকর্ড তাদের দখলে। এটি সমুদ্রের প্রায় ১৬৪০০ ফুট নিচে বসবাস।



The Goblin Shark







বিজ্ঞানিদের কাছে "জীবন্ত জীবাশ্ম" হিসাবে খ্যাত shark নামের এই অপদেবতা বিশাল ও গভীর সমুদ্রের একটা রহস্য।125 মিলিয়ন বছর বয়সী পরিবারের একমাত্র অদ্যাপি জীবিত এই অপদেবতা সত্যিই বীরত্বের সাথে এখনও সমুদ্র শাসন করে বেড়াচ্ছে। এর বিশ্রী গঠন (যেমন: দীর্ঘ, চেপটা ধরণ, মুখের সামনে বের হয়ে থাকা লম্বা গঠন), ইত্যাদি একে অপদেবতা নামে পরিচয় করিয়ে দেয়।

স্বভাবে এরা নিস্ক্রিয় ও মোটামুটি অলস ধরনের। তবে খুব হিংস্র।

এরা সাধারনত ততটা সহজলভ্য নয়, যতটা আপনি মনে করছেন। সারাজীবনে এটাকে শুধু একবার-ই দেখার চান্স পেতেন, যদি না আপনি এই মুহূর্তে জাপান থাকতেন। একটি মাত্র মাছ নাগালে আসার পর জাপানে একটা একুরিয়াম

এ রাখা হয়েছিল যদিও এর কিছু সময় পর মাছটি মারা গিয়েছিল।



The Flamingo Tongue Snail







নামেই বুঝতে পারছেন, এটা একটা শামুক প্রজাতি। তবে যারা শামুকের খোলস সংগ্রহ করেন তারা একটু নড়েচড়ে বসবেন। কারন এর আকর্ষণীয় খোলস। এই খোলসের নিচে তাদের নরম টিস্যু দ্বারা সংকোচন-প্রসারন এর মাধম্যে তারা চলাফেরা করে। এদের পাওয়া যাবে শুধুমাত্র আটলান্টিক এবং ক্যারিবিয়ান গভীর জলের মধ্যে। তারা যেকোনো ধরনের বিষ নিজেদের শরীরে হজম করতে পারে এবং সমুদ্রের তলদেশের ভারসাম্য রক্ষা করে থাকে।



The Angler Fish







সমুদ্রের একমাত্র চিত্তাকর্ষক এবং উদ্ভট প্রাণীগুলোর মধ্যে এই angler fish একটি। এটি এর কূটবুদ্ধির জন্যও বিখ্যাত। শিকারিরে নানা ধরনের ফাঁদে ফেলতে এর কোনও জুড়ি নাই।

বিজ্ঞানিরা যখন প্রথম এই মাছটি আবিস্কার করেন তখন তারা দেখতে পায় যে, মোটামুটি সব মাছ-ই মেয়ে প্রজাতির। এটা তাদেরকে কিছুটা আশ্চর্য করেছিলো।

পরে গবেষণা করে দেখা যায়, প্রতিটা মেয়ে প্রজাতির মাছের সাথে পরাশ্রয়ী কিছু একটা আছে। এই পরাশ্রয়ী টাই পুরুষ মাছ কম হওয়ার জন্য দায়ি। প্রতিটা পুরুষ মাছের লক্ষ্য থাকে যে প্রজননের জন্য একটা মেয়ে মাছ খুজে বের করা। মেয়ে মাছ খুজে পাওয়ার পর পুরুষ মাছটি তাদের শরীরে কামড় দিয়ে তাদের শ্বাস-প্রশ্বাস , সংবহনতন্ত্র ভাগ করে নেয়। এ যেন দুই দেহ আর এক প্রান। এভাবে এরপর তারা জননক্রিয়ায়ও অংশ নেয়।



ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ভাল লাগলো

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সব সময়।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

পথহারা নাবিক বলেছেন: ভালো লাগছে!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

সাাজ্জাাদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বনসাই বলেছেন: নতুন কিছু জানলাম, বেশ পছন্দ হলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

সাাজ্জাাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: দেখতেই তো কেমন !! খামু ক্যামনে.........

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

সাাজ্জাাদ বলেছেন: খাওয়ার তো পরে, আগে ধরবেন কেমনে সেই চিন্তা করেন।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

এম আর ইকবাল বলেছেন: খুব ভাল লাগলো ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আছিফুর রহমান বলেছেন: দারুন হইছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০

হাসিব০৭ বলেছেন: :| :| :| :| :| :|

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

সাাজ্জাাদ বলেছেন: :( :(( X( :) :D B-)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

নীল সুমন বলেছেন: ভাল লাগলো

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

সাাজ্জাাদ বলেছেন: আপনার কমেন্ট পেয়ে আমার'ও ভালো লাগলো।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

ক্লান্ত তীর্থ বলেছেন: কত কিছু আছে রে... :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

সাাজ্জাাদ বলেছেন: আরও কত কিছু বাকি আছে রে.... :(

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিচিত্র এই ধরনী...!

ভালো লাগলো ।
ভালো থাকুন ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সাাজ্জাাদ বলেছেন: সত্যিই কত বিচিত্র এই ধরণী। কত রহস্য যে আজও অজানা।

ধন্যবাদ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

সায়েদা সোহেলী বলেছেন: মাছ দেখে ভয় পাইছি B:-)

।পোস্ট প্রিয়তে :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

সাাজ্জাাদ বলেছেন: মেয়ে মানুষ মাছ দেখে ভয় পেলে হবে। কিভাবে রান্না করলে মজা হবে তা ভাবা উচিত।
একটু মজা করলাম। প্লিজ ডোন্ট মাইন্ড।
আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো থাকুন।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩০

নক্ষত্রের নীল বলেছেন: :) ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

পেন আর্নার বলেছেন: তথ্যমূলক। নতুন কিছু জানা গেলো।

অবশ্যই ভাল। পরিশ্রমটা সার্থক।
শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

সাাজ্জাাদ বলেছেন: আপনার উৎসাহ মূলক কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো লাগার তো বটেই, মজারও!

বদ মানুষের চেহারার মতো মাছটা ফ্রাই কইরা খাইতে ইচ্ছা করতেছিল। :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

সাাজ্জাাদ বলেছেন: খেয়ে দেখেন। সব কিছু ঠিক থাকলে আমাকে খুশি মনে কিছু দিয়ে দিবেন।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

চিরতার রস বলেছেন: The Blobfish তো দেখতে হ্যারি পটার মুভির ডোবির বংশধর বংশধর লাগতেছে ;) ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

সাাজ্জাাদ বলেছেন: কি জানি, হয়ত এই The Blobfish কে দেখেই ডোবির চরিত্র বানিয়েছে।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

কালোপরী বলেছেন: interesting

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সাাজ্জাাদ বলেছেন: রিয়েলি? ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো থাকুন।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস পোস্ট ||

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

সাাজ্জাাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৮| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৯

বেকার সব ০০৭ বলেছেন: The Blobfish দেখতে তো পুরাই মানুষের মত। গুড পোস্ট +++++++++++++

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ বেকার ভাই। ;)

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩২

হরিণা-১৯৭১ বলেছেন:


কি নামে আছে 'পথহারা নাবিক'?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১

সাাজ্জাাদ বলেছেন: ভাই, বুঝলাম না , কি বলতে চাইচেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.