নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যস্ত মানুষ https://www.facebook.com/sajjadustc

সাাজ্জাাদ

আমিতো গিয়েছি জেনে ,প্রণয়ের দারুণ আকালে,নীল নীল বনভূমি ভিতরে জন্মালে,কেউ কেউ এভাবে চলে যায়,চলে যেতে হয়..................... কেউ কেউ এভাবে চলে যায়বুকে নিয়ে ব্যাকুল আগুন।

সাাজ্জাাদ › বিস্তারিত পোস্টঃ

হাবি জাবি....ভালবাসার।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫



এখন তো বৈশাখ না,
তবু কেন রঙিন এই স্বপ্ন গুলো
ফানুসের মতো উড়ে উড়ে…ভেসে ভেসে…আশা ছড়িয়ে…
ভালবাসতে মন চায়।
এখন তো সময় ভালবাসার……….
এখনও কেন হৃদয়ের ঝংকারে, শরীরের কাঁপনে
দুঃখগুলো লুকিয়ে লুকিয়ে রয়।
অচেনা সুখ গুলো উঁকি দিয়ে দিয়ে যায়
আর দুঃখ গুলো কমিয়ে সূক্ষ্ম বেদনা বাড়ায়-
হয়তো, প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে…….
অপেক্ষায় থেকে থেকে
ইচ্ছাগুলো সযত্নে লালন পালন করে
প্রতীক্ষার প্রহর গুলো-ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে যায়।
এই যে এতো ভালবাসা তোমাদের পৃথিবীতে
তারপরও কেন তোমরা সুখের আকালে ভুগো?
কেন ভুলে যাও ভালবাসার মর্ম
কেন ভুলে যাও……..
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

তারেক ফাহিম বলেছেন: পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই।

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম প্রেম :P

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

সাাজ্জাাদ বলেছেন: প্রেম ব্যপারটা আপেক্ষিক।
কেউ প্রেম করে আর কেউ প্রেমে পড়ে.....
আসলে কেউ সুখি নয়।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মাহমুদুর রহমান বলেছেন: ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়.

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

সাাজ্জাাদ বলেছেন: বাহ, কি চমৎকার ভাবে বললেন।
আপনার কমেন্টে মুগ্ধতা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: প্রেম আছে। স্বচ্ছ পবিত্র প্রেম নেই।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

সাাজ্জাাদ বলেছেন: প্রকৃতি প্রেম, পশু প্রেম এগুলো কি স্বচ্ছ,পবিত্র না?
প্রেম আছে। স্বচ্ছ পবিত্র প্রেমও আছে, শুধু আমরাই বিভাজন করি।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

হাবিব বলেছেন: পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম প্রেম :P

ভালো লাগলো.......

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ স্যার।
আসলে কেউ সুখি নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.