নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

একদিন আমি সব দেখি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

একদিন আমার চোখ খুলে যায়, হ্যাঁ আমার চোখ!
খুঁজে পাই মগজে ভ্রমণরত একজন কৈশোরুত্তীর্ণ মেয়ে,
সে ছবি আঁকে, মানুষের, ঈশ্বরের, শয়তানের।

পাখনায় ভর করে উড়ে যায় কিছু মানুষ
পৃথিবী ছিলো যাদের নিকট জ্বলন্ত উনুন,
আমি তাদের দেখি এবং দুঃখ পোষণ করি,
আসলে নিজের জন্য,
এবং, তাঁদের জন্য গোপন শুভ কামনা।

ঈশ্বরকে দেখি বসে থাকেন গাল ধরে, বিষন্ন!
দুঃখ হয় আমার,
ঈশ্বর আর পূর্বের ন্যায় প্রভাবশালী ব্যাক্তি নন,
তিনি প্রায়শই তাঁর লোকজন নিয়ে পকাশ্যে
নেমে পড়েন তদবীর বাণিজ্যে।

শুধু যখন দেখি শয়তানের ছবি, হাসি পায়!
প্রচন্ড হাসি পায় কৌতুকে,
এ আসলে আমাদের রাষ্ট্রযন্ত্রের সাদাকালো ছবি,
প্রতিদিন যে আমাদের ঠকিয়ে যাচ্ছে, এবং-
প্ররোচনা দিচ্ছে এই নরকেই বেঁচে থাকতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.