নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

দু\'টি কবিতা

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭


ভোর
-----

আমার সোডিয়াম রাত মিশে গেলে আলোয়
ভোর চোখ মেলে তাকায়ঃ
সুবহে সাদিকের সাদাটে বাতাস,

ম্লান বাতাস জানালার কড়া নেড়ে আমাকে করে যাযাবর
নিয়ে যায় নেশাগ্রস্থ মেঘে,

বুক ভরে ঘ্রাণ নেয়া হলে,
একটি হার্পুন নিশানা করে আমার দু'চোখের মাঝে,
আমি কি ডলফিন?

খালি চায়ের কাপ, গোল্ড লীফ
একাঘরে বদ্ধদৃষ্টি খুলে দ্যায় নস্টালজিক আকাশ।

********

ভাইপার
----------

রাত্রি ফুরিয়ে আসে আমাদের পৃথিবীতে,
জনহীন কংক্রীটের জঙ্গল,
তক্ষকের ডাকে জেগে ওঠে কাক।

নির্দয় ব্যাস্ততা একটি দিনকে
গ্রাস করে নেয়ার পূর্বেই
আমাদের যাত্রা শুরু করার কথা ছিলো
মানুষ হবার পথে

আমলাতান্ত্রিক ভাইপার ছোবল বসায়!
মাংসপেশীতে সূক্ষ্ম পচন,

আমাদের যাওয়া হয় না!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

অগ্নি কল্লোল বলেছেন: গভীর ভাব।

২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

সাইফুল ফরিদপুর বলেছেন: গিয়েও কি খুব লাভ হতো?

৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল। শুভা কামনা রইল কবি

৪| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

খেয়ালি দুপুর বলেছেন: দুটি কবিতাই চমৎকার লেগেছে ভীষণ। বিশেষ করে প্রথমটি অসাধারণ লেগেছে। শুভকামনা অনেক। নিরন্তর ভাল থাকা হোক।

৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

সিফাত ও তার কবিতা বলেছেন: আপ্লুত! মূল্যবান মন্ত্যবের জন্য নিরন্তর শুভ কামনা। ভালো থাকুন।

৬| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

রুদ্র জাহেদ বলেছেন: দুটি কবিতাই দারুণ ভালো লেগেছে
+++

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

সিফাত ও তার কবিতা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাদের প্রেরনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.