নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

আততায়ী

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২২



সূর্যোদয়ের পূর্বে প্রত্যন্ত শহরটিতে
একজোড়া দৃঢ় এবং সাধারণ পা নেমে আসে,
সন্তপর্ণে শহরের গলিতে হেঁটে যায় দুটো চোখ-
সিগারেটের ধোঁয়ায় মেঘ জমে চায়ের কাপে ও খুলিতে,

"ষাট হাজার টাকা! খুব বেশী নয়,-
অন্তত একটা জীবনের বিনিময়ে তো নয়ই!"
পথের ধূলায় জুতোর ছাপ ক্ষণজীবী
অপলক চেয়ে থাকে দুটো দাঁড়কাক।

পথিক আকাশ দ্যাখে, আকাশ তাকিয়ে দ্যাখে ভিকটিম
ভিকটিম ঘুমায়, ঘুম একপ্রকার নেশা।

গ্রীষ্মের রোদ নেমে আসে জানালা বেয়ে
রোদের ক্রন্দনে ভিজে যায় বিছানা,
জেগে ওঠে কড়া নাড়ার আওয়াজে ঘুমন্ত বেড়াল,

দুটো কবুতর উড়ে যাওয়ার পূর্বে দেখে নেয়
আততায়ীর মুখ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
++++

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিন :)

২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।

৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ।

৪| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.