নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

তোমার কাছে যাই

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩


কুয়াশাচ্ছন্ন সিমেট্রি, স্বর্গীয় বেদনা,
পাতাহীন বৃক্ষ ঝুঁকে দ্যাখে মৃতের খুলি!
দুটো কাক, জালের বুনন বৃক্ষডালে,
আজো নগরে হাঁটে ক্রুশবিদ্ধ স্মৃতি।

তুমি দাঁড়িয়ো জীর্ণ দেয়ালের ধারে
যেখানটায় অন্ধকার! শ্যাওলা দেয়াল!
আমি কাক হবো ভোরের, রাত শেষে-
সুবহে সাদিকের পূর্বেই আমরা হবো
অমর।

তোমার কফিনের ফাঁক গলে দ্যাখো
পথের প্রান্তে হেঁটে যাই আমি, ক্লান্তঃ
কাঁধে নিয়ে ক্রুশ, ক্রমশ যাই ফুরিয়ে,
তোমাকে ছেড়ে যাই, তোমার কাছেই!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

বিজন রয় বলেছেন: মৃত্যুর খবর নিয়ে গেলাম।
অনেক ভাল লাগল কবিতার আবহ।
+++

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

জুয়াড়ি বলেছেন: অনেক ভাললাগা একটা কবিতা।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ফারিহা নোভা বলেছেন: অনেক ভাল লিখেছেন।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

রাবার বলেছেন: মন ছুয়ে গেল ++++

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

উল্টা দূরবীন বলেছেন: তুমি দাঁড়িয়ো জীর্ণ দেয়ালের ধারে
যেখানটায় অন্ধকার! শ্যাওলা দেয়াল!
আমি কাক হবো ভোরের, রাত শেষে-
সুবহে সাদিকের পূর্বেই আমরা হবো
অমর


অনেক ভালোলাগা রইলো।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

সিফাত ও তার কবিতা বলেছেন: বলেছেন: আমি আপ্লুত আপনাদের মন্তব্যে। ভালোবাসা। শুভ কামনা।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার । ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.