নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

সহজ কবিতা

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬

ওহ তমসা রাত, তোমার আধখোলা দরোজায় দাঁড়িয়ে

ফলের গাছ ঝড়ঝড়ে বাতাসে কাৎ হতে দেখি।
কোনো অপেক্ষারত কুপিবাতি নেই জ্বলন্ত,
এই গম্বুজমতো আকাশ, মক্তবে বসে ছাদ দেখার মতো,
অথচ অন্ধকার।
জং ধরা চাবি বার বার আঁটকে দিচ্ছে তালার মুক্তি,
খুলে দিচ্ছেনা জেলঘরের উন্মুক্ত নিশ্বাসের কপাট।
স্নিগ্ধতার রুদ্ররাত হাতের তালুতে অঙ্গার হয়ে জ্বলে
ডুবছে প্রিয় বাক্যগুলো, ডুবে যাচ্ছে ঢোঁড়া সাপের মতো।

ছবিতে বন্দী আকাশ, করোটিতে জমা জল
রাতের প্ল্যানচ্যাটে আশা থাকে ফিরে আসুক প্রিয়মুখ।

আ আ আ আহ প্রিয়মুখ!!

প্রিয়মুখ, সে তো জ্বলে;

জ্বলে পৌরাণিক ড্রাগনের মুখ, পুড়ে যাচ্ছে চাঁদ
এই কবির চুল, চামড়া, চোখের পাতায় আগুন লাগে।
কি অবশ, কি মাতাল এই জ্বলে ওঠা।
আদিগন্ত আলোকরেখা উড়ন্ত চিলের ঠোঁটে
অবশ আলিঙ্গন জমিয়ে রাখি। গাঢ় থেকে কঠিন
তারপর হঠাৎই ধ্বংসোন্মুখ বিষ্ফোরন;
আমাদের ছিটিয়ে যেতে থাকা ক্রমশ দূরে।
প্রিয় শুভ্র ধোঁয়া, আলিঙ্গনহীন তুমি ওড়ো, আমাকে ওড়াও
নেশার ঘোরে, খোল তোমার কালো ব্রেসিয়ার।
শব্দহীন খুলি শুকনা নারকেলের মতো
ভেঙে দেখতে ইচ্ছে করে কি বালছাল থেকে যায়-
কি আবর্জনার স্তুপ থেকে যায় অর্বাচীন সিদ্ধান্তে!
হায় আমার বৈরাগ্য, হায় সংসার; কি তুমুল কলিশন!
তবু পাড়ি দিচ্ছি সৌরচক্রের অনিয়ম,

ধ্বংসের পথ ক্ষয়ে যাওয়া, সবুজ বিষে ডুব।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভেঙে দেখতে ইচ্ছে করে কি বালছাল থেকে যায়-
কথাটি বাদ দিলে কবিতাটা সুন্দর হবে আরো

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

সিফাত ও তার কবিতা বলেছেন: আমার মনে হইছিলো যে কবিতার এই অংশে, এই পরিস্থিতিতে, এই শব্দখানা উপযুক্ত। :) ধন্যবাদ মূল্যবান মন্ত্যব্যের জন্য।

২| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: কবিতা লিখ লাভ কি?
দ্রব্য মূল্যের দাম তো কমে না।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

সিফাত ও তার কবিতা বলেছেন: ভাবতে হবে। :)

৩| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.