নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

সেলিম৮৩

সেলিম৮৩ › বিস্তারিত পোস্টঃ

"পিস টিভি" বনাম " অনিদিষ্টকালের জন্য বাসায় প্রবেশ নিষেধ"।

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

ডা. জাকির একদম সত্য কথা বলেছেন,
মিডিয়া হিরোকে ভিলেন এবং ভিলেনকে হিরো বানাতে পারে।
ভারত পিস টিভি প্রচার বন্ধ করেছে সেটার যৌক্তিক কারণ না থাকলেও কারণ অাছে।
কেননা, রাষ্ট্রটি কিন্তু মুসলিম নয়। যদিও ভারতীয় গোয়েন্দা সংস্থা ডা. জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসের উপর কোন রকম উস্কানীমূলক বক্তব্য খুজে পাননি।
কিন্তু বাংলাদেশ ঠিকই খুজে পেয়েছে।
প্রশ্ন হলো, বহুবছর যাবত বাংলাদেশে ডা. জাকিরের বাংলা ডাবিং করা বক্তব্য প্রচার হয়ে অাসলেও তার বক্তব্য নিয়ে কোন রকম চিন্তা-ভাবনা করা হয়নি।
কিন্তু ভারত যেই পিস ঠিভি প্রচার বন্ধ করলো-দেন এন্ড দেন বাংলাদেশ তাকে অনুসরন করলো।
এর অর্থ কি দাড়ালো?
হ্যা, যদি পিস টিভি বন্ধ করলে সেটা জঙ্গীবাদ দমনে একটা অংশ হিসাবে কাজ করে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
কিন্তু উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো বা স্পেশালী কাউকে খুশি রাখা বা ইসলামী ফোবিয়া থেকে এমন সিদ্ধান্তের প্রশংসা কেউ করবে না বরং এমন সিদ্ধান্ত ধর্মপ্রান মুসলমানদের মনে অাঘাতের সৃষ্টি করবে।
অালেমদের মধ্যে ফতোয়াগত টুকিটাকি বিভেদ থাকতেই পারে।
মুসলিম স্কলার হিসাবে তার সাথে অালেমদের এখানেই বিভেদ।
মনে রাখা উচিত, যার যত খ্যাতি তার সমালোচনা হয় তত বেশি।
একটু ফিরে দেখিঃ
স্ত্রী তার স্বামীকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে।
কারণঃ স্ত্রী স্টার জলসা দেখছিলেন । স্বামী চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেলে দেয়ার কারণে......
কিরণমালা, পাখি, ঝিলিক, পাগলু, অানারকলি ইত্যাদি ড্রেস কিনে না দেয়ার কারণে অাত্বহত্যা।
পরকীয়া তথা অবৈধ সম্পর্ক , শ্বাশুড়ীর কুটনীতি, সাংসারিক ঝগড়া-ফ্যাসাদ ইত্যাদির এক মহাসমারহ এসব চ্যানেল।
কিন্তু এগুলো বন্ধ হবেনা। কেন জানেন??
এগুলো বন্ধ করলে দেখা যাবে, সরকারের অনেক বড় বড় কর্তা-ব্যক্তিরা বাসায় সাইনবোর্ড দেখতে পাবেন।
" অনিদিষ্টকালের জন্য বাসায় প্রবেশ নিষেধ"।





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

নীল_প্রজাপতি বলেছেন: চরম সত্য.....

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

সেলিম৮৩ বলেছেন: সত্য তো বটেই। নীল_প্রজাপতি

২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

শামীম জিপসী বলেছেন: দারুন লিখেছেন!

৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪২

আহলান বলেছেন: আচ্ছা জনাব টিভি কি শরিয়ত সম্মত কোন বিষয়? টিভি দেখা কি শরিয়ত সম্মত? সহিহ হাদিসে কি টিভি-দেখার ব্যপারে কিছু বলা আছে? বরং জীব জন্তুর ছবি যেখানে থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না -বলে সহিহ হাদিসে উল্ল্যেখ আছে। তাহলে টিভির প্রোগ্রাম কি করে শরিয়ত সম্মত হয়-? একটু জানতে চাইলাম আর কি!

৪| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

মিঃ অলিম্পিক বলেছেন: একদম সত্য কথা।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.