নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

সেলিম৮৩

সেলিম৮৩ › বিস্তারিত পোস্টঃ

আজকের সমাবেশ; ৭ তারিখের পর ঐক্যফ্রন্ট কি করবে?

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬


বাঙ্গালী স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন সিনেমার স্টাইলে বাস্তবে রুপ নেয়না।
স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন; একটি কঠিন সমীকরণ আছে। স্বপ্ন তো ভালো-মন্দ দুটোই আছে। আমার জন্য যেটা ভালো সেটাই ভালো স্বপ্ন।

ঐক্যফ্রন্ট নিঃসন্দেহে প্রাণপন চেষ্টা চালাচ্ছে, শরীর ঘর্মাক্ত করছে; স্বপ্ন-অংশগ্রহণমূলক, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সরকার দৃশ্যত সহযোগীতার হাত বাড়িয়েছে।
জনগন স্বপ্ন দেখছে। এতে জনগনের কোন দোষ নেই। 'আওয়ামীলীগ দেশের অনেক উন্নয়ন করেছে্। জনগণ তাদের ভোট দেবে'-এটা তাদের স্বপ্ন নয়, বিশ্বাস। দূর্বার গতিতে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এখানে পেছনে ফেরার সুযোগ নেই।
আজকে ঐক্যফ্রন্টের সমাবেশ। তারা সরকারকে একটু নাড়া দিতে চায়। এটা কিন্তু রানা প্লাজার খুটি নয়। মহিউদ্দিন খান আলমগীর এই বিষয়ের ব্যখ্যা দিতে পারবেন।
দাবি আদায়ে তারা সোচ্চার। লিমিটের ভেতর চিল্লাচিল্লি। জনগন নির্ঘুম রাত কাটাচ্ছে......
তথইবছ........এটা জনগন আশা করেনা।
দ্বীয়ত দফা বৈঠক! তারিখ ৭ই নভেম্বর। আশার আলো জ্বলছে-নিভছে !! "সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই".......!!! এটাই বাস্তবতা।
চা এর দোকানে ঝড় উঠবে; টিভি, পত্রিকায়, অনলাইনে মানুষ হুমড়ী খেয়ে পড়বে।
নির্বাচন হবে। হতেই হবে।
ফলাফল...........জনগণ সকল ক্ষমতার উৎস।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
ভোট হবে। কোন চিন্তা নাই। যুক্ত ফ্রন্টের সবাই মুক্ত ভাবে ফেল করবে।

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

সেলিম৮৩ বলেছেন: ভোট তো হতেই হবে। বাধা দিলে ..........

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

খাঁজা বাবা বলেছেন: "জনগন তাদের ভোট দেবে"
আওয়ামীলীগ না এটা বিশ্বাস করে, না স্বপ্ন দেখে।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

সেলিম৮৩ বলেছেন: বিশ্বাসটা অনেক দূর্বল। দূর্বলতা থেকে সন্দেহ। আর সন্দেহ থেকেই... তালগাছ আমার।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ড. কামাল চিহ্নিত দুর্নিতিবাজ চোর চোট্টা খুনিদের দলের সাথে থেকে কিভাবে দেশে সুশাসন আনবেন?
বিম্পি-জামাত দেশের জন্য এমনকি অবদান রেখেছিল (বা রাখবে) যে জনগন তাদের আবার ক্ষমতায় আনবে?

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

সেলিম৮৩ বলেছেন: কথা হলো নিরপক্ষে নির্বাচন। কে চোর, কে দুর্নিতিবাজ, কে খুনি সেটা বাংলার জনগনকে পরিচয় না করানই ভালো। জনগনের ভোটের উপর বিশ্বাস থাকলে ..........এত সংলাপের প্রয়োজন হতোনা।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ফাস্টফুডে হট'ডগ' পাওয়া গেলেও 'কাক'রোল পাওয়া যায়না।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

সেলিম৮৩ বলেছেন: অপেক্ষা করুণ। পাওয়ার সম্ভাবনা অাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.