নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

সেলিম৮৩

সেলিম৮৩ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির প্রতি প্রবাদ প্রবচন আর ক্ষমতাসীনদের এন্টিবডি।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১




ক্রিয়া করবো; প্রতিক্রিয়া হবে; ক্ষতি সাধিত হবেনা। এই এন্টিব্যালিস্টিকের অাবিষ্কারক এখন বাংলাদেশ!!
যারা বুঝেন নি তারা শুধু নিউটনের সূত্র বুঝেন। একথাও যারা বুঝেননি তারা বাংলা ব্যকরণ চর্চা শুরু করুন।


'পড়েছি মোঘলের হাতে; খানা খেতে হবে সাথে'। প্রবাদ প্রবচনটি আজ বিএনপি জন্য প্রযোজ্য।

ক্ষমতাশীনরা শারীরিক এবং মানসিক দিক থেকে এতটাই শক্তিশালী যে সাধারণ সর্দি, কাশি, জ্বর তাদের কিছুই করতে পারেনা।

বিএনপি জনগনকে আর মাঠে নামাতে সক্ষম হবেনা; সেই শক্তি, সামর্থ, সাহস কোনটাই তাদের আজ নেই। নির্বাচন সুষ্ঠু হলেও তারা যে একটা বিরাট ব্যবধান সৃষ্টি করতে পারবে সেটাও বলা মুসকিল।


বিএনপি নির্বাচনে না আসলে আইনগতভাবে তারা একটা বিরাট গর্তে পড়ে যাবে; যা অস্তিত্বের সংকট সৃষ্টি করতে পারে।

নির্বাচনে অংশ নিলে হয়তো তারা একটু দাড়ানোর জায়গা পেতে পারে। কিন্তু সেটাও বেশিদিন টিকবে বলে মনে হয়না।

বাংলাদেশের গনতন্ত্র এবং নির্বাচনী ইমেজ নষ্ট হবার মূলে ক্ষমতার উপর একটা মারাত্বক মোহ কাজ করছে। এই মোহ ভঙ্গ বাংলার রাজনীতিতে কোনদিন ফিরবে বলে মনে হয়না।
এর জন্য কোন দলকে এককভাবে দায়ী করা যাবেনা। বিএনপির ইতিহাস তা বলেনা।











মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'পড়েছি মোঘলের হাতে; খানা খেতে হবে সাথে'।
.................................................. সময় ও কাল ভেদে সবার জন্য প্রযোজ্য

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

সেলিম৮৩ বলেছেন: এটা সাধারণ নয় অসাধারণ খানা।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সেলিম৮৩ বলেছেন: অাপিন কিন্তু শেষ লেখাটা চমৎকার লিখেছেন

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আমারা সবাই স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু স্বাধীন নয় আমরা! কোন না কোন সরকার আমাদের তাদের অধীন করে রাখছে।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

সেলিম৮৩ বলেছেন: জনগনের অধিকার আজ বিপন্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.