নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

সেলিম৮৩

সেলিম৮৩ › বিস্তারিত পোস্টঃ

সিইসি কেন মুখ দেখাতে পারবেনা? সেনাবাহিনী কেন মাঠে থাকবে?

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪



মিথ্যা জিনিসটা যতই অাড়াল করা হোক; প্রকৃত সত্যটা উন্মোচিত হয়েই যাবে।
এখন মাশঅাল্লাহ গ্রাম থেকে গ্রামান্তরে স্যাটেলাইট টিভি চ্যানেল পৌছে গেছে।
এক সময় ছিলো বিটিভি ( সরকারী চ্যানেল) ছাড়া কোন গতি ছিলোনা। সরকারী গুনগান শুনতে শুনতে অস্থির হয়ে যেতাম।
যাহোক, জনগন এখন দেশের প্রকৃত হালচালের খবর বেশি বেশি রাখছে। যেহেতু সামনে নির্বাচন।

এবারের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, অর্থাৎ প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচন কমিশন নাকি বিদেশীদের নিকট মুখ দেখাতে পারবেননা।
একথা কি এটা প্রমাণ করেনা। ২০১৪ সালের নির্বাচন দেশের মানুষ থেকে শুরু করে পর্যবেক্ষকদের নিকট প্রশ্নবিদ্ধ ছিলো।

যাহোক, নির্বাচন কমিশন এর অাগে বলেছেন, নির্বাচন করে তারা ইতিহাস সৃষ্টি করবেন।
এখন বলেছেন, নির্বাচনের ২/১০ দিন অাগে সেনাবাহিনী মাঠে থাকবে। কেননা, তারা এমন কিছু করতে চাচ্ছেন না: যেটার কারনে বিদেশীদের নিকট মুখ দেখাতে লজ্জা হয়।
সাধুবাদ জানাই এমন ঘোষনার।
'জনগন যাদের চাইবে; তারাই ক্ষমতায় যাবে' এটাই হোক সিইসির স্লোগান।
অামরা অার কোন লুটপাটের নির্বাচন দেখতে চাইনা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

বাবিতো বলেছেন: সিইসি জিন্দাবাদ, সিইসি জিন্দাবাদ, জয় হোক বাংলার সিইসি।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

সেলিম৮৩ বলেছেন: সিইসি জিন্দাবাদ :(

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: সেনাবাহিনী এর উপর কি সুষ্ঠ নির্বাচনের ভরসা করা যায় ?

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

সেলিম৮৩ বলেছেন: পিঠে তো দেয়াল ঠেকে গেছে। একটু তো ভরসা করা যায়।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: ওপেক্ষা করুন আর দেখে যান।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

সেলিম৮৩ বলেছেন: হ্যা, ভূমিকাটা পাল্টে যেতে পারে। B-)

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নাটকের এখনো অনেক দৃশ্য বাঁকি।

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সেলিম৮৩ বলেছেন: সেই দৃশ্যের অপেক্ষায় থাকলাম।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

খাঁজা বাবা বলেছেন: কমিশনের কর্মকান্ডের সাথে কথার মিল নেই।

১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সেলিম৮৩ বলেছেন: জ্বি, ভবিষৎ কর্মকান্ডের অপেক্ষায় থাকুন। অাশার অালো কিছুটা হলেও দেখা যাচ্ছে।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখানে অনেক সমিকরণ লোকায়িত। একদিক থেকে আশার ফুলটি না ফোটলেও কলিতো দেখা দিয়েছে তাতেই খুঁশি হতে পারে আমজনতা। পোস্টে প্লাস।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

সেলিম৮৩ বলেছেন: সমীকরণ থাকবেই। তার পরও একটা কথা থাকে।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

ঢাবিয়ান বলেছেন: সিইসি তাই করবে যা তাদের করতে বলা হবে।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

সেলিম৮৩ বলেছেন: ঢালাওভাবে সেটা করার সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.