নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

সেলিম৮৩

সেলিম৮৩ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই!! কি বিশ্বাস হয়না?

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০



জাফরুল্লাহ শারাফাত এর ক্রিকেট ভাষ্য যখন রেডিওতে শুনতাম তখন মনে হত যেন মাঠে যেয়ে খেলা দেখছি।
ধারা বর্ণনার সময়, মাঠের অাশেপাশের পরিবেশ, অাকাশের বর্ননা, মাঠের ভেতরের পরিবেশের বর্ননা অামাকে খুব মুগ্ধ করতো।
উনি একটা কথা বেশ সুন্দর একটা স্টাইলে বলতেন, সেটা হলো-'ক্রিকেট মানেই একটা অনিশ্চয়তার খেলা"।
অার যখন টপাটপ বাংলাদেশে উইকেট পড়া শুরু হতো তখন বেশ ব্যঙ্গ করেই বলতেন, ' উনি যেন অাত্বহুতি দিলেন, নিজেকে বিলিয়ে দিলেন, উইকেটকে উৎস্বর্গ করলেন' ইত্যাদি ইত্যাদি।

অাজকালকের পোলাপান খেলাধুলা বেশি না বুঝলেও রাজনীতি বেশ ভালোই বুঝে। এজন্য দেখা যায়, কিশোর বয়সে রাস্তার মোড়ে দল বেধে কোন এক নেতার স্লোগান দিচ্ছে।
যদি বলি খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিতে পারা কি সরকারের পূর্ব পরিকল্পনা ছিলো?
সরকার পক্ষ হয়তো বলবে, তার সাজা হয়েছে অাইনী প্রক্রিয়ায়। তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না, এটা অাদালতের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। এখানে সরকারের কোন হাত নেই।
সুতরাং অামি বলবো, বিএনপির করার কিছূই নেই। অাইন সবার জন্য সমান কথাটা একদম সত্য। কিন্তু বাস্তবতাটা বেশ ভিন্ন।
যাহোক, সরকার অাইনকে শ্রদ্ধা করে, বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করে ; এটা অাপনি না মানলেও সত্য। এখানে সিমপ‌্যাথি দেখানোর কিছু নেই।
আচ্ছা, ক্রিকেটের মত একটি দূর্ঘটনা ঘটে গেল। বিএনপির কে হবেন প্রধানমন্ত্রী? ওবায়দুল কাদের কিন্তু প্রশ্নটি রেখেছেন। তার মানে উনি সন্দেহ করেছিলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। না কি অাগেই জানতেন?
বিষয় এটা নয়। মূল বিষয় হলো, বিএনপি কিন্তু ঠিকই তার নের্তৃকে মুক্ত করবেন যদি তারা ছক্কা মারতে পারেন।
কিন্তু বলার যখন স্পিন তখন বেশি সুবিধা অাদায় হবে বলে মনে হয়না।
কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। হয়তো বিএনপি একসময় আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হবে, বিচার বিভাগ, শাসন বিভাগকে বর্তমান সরকারের থেকে অারো বেশি স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ দেবে।
বিএনপির অনেক কিছু শেখার অাছে। হয়তো কিছু শিখেছে। কিন্তু কতটুকু ধারণ করেছে তা বোধগোম্য নয়।





মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিচার বিভাগ নামেই স্বাধীন। বাস্তবে এরা ক্ষমতাস্বীনদের পা চেটেছে/চাটছে/চাটবে।

কোন সন্দেহ?

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

সেলিম৮৩ বলেছেন: বিচার বিভাগ স্বাধীন এটা বইয়ে পড়েছিলাম। ভুলে গেছি। পাঠকের প্রতিক্রিয়া ! @ পা চেটেছে/চাটছে/চাটবে। :)

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

ঢাবিয়ান বলেছেন: ওবায়দুল কাদেররের প্রশ্নের উত্তরতো ডঃ কামাল দিয়েছেনই। ঐক্যফ্রন্ট নির্বাচনে জিতলে গনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করে প্রধানমন্ত্রি নির্বাচন করা হবে।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

সেলিম৮৩ বলেছেন: প্রক্রিয়াটা হচ্ছে খালেদাকে মুক্ত করে প্রধানমন্ত্রীর অাসনে বসানো। ড. কামাল@ ঐক্যফ্রন্ট নির্বাচনে জিতলে গনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করে প্রধানমন্ত্রি নির্বাচন করা হবে। এটা শুধু সাধারণ জ্ঞানের কথা।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

ফেইরি টেলার বলেছেন: বিএনপির নেতারা অলরেডি সোল্ড । " নির্বাচন " উপাখ্যানটি বিএনপিকে পলিটিকসে ভেলিড করার একটি পথ মাত্র সেলিম ভাই

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

সেলিম৮৩ বলেছেন: ফেইরি টেলার@বিএনপির নেতারা অলরেডি সোল্ড্।
ক্লিয়ার করুন।
@ ভেলিড করার একটি পথ মাত্র সেলিম ভাই :) নিজেই অানভেলিড হয়ে যাচ্ছি। |-)

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

বলেছেন: বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবে - এটা কোন প্রশ্নই না। বেবী নাজনীনও প্রধানমন্ত্রী হতে পারেন, তবে ২ মাসের জন্য। এই দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আইনী প্রক্রিয়ায় মুক্ত করা হবে অথবা শাহজাদা তারেক বিন জিয়াকে ফেরত আনা হবে। তারপর এই দুজনের মাঝে কাকে প্রধানমন্ত্রী করা যায়, তা নিয়ে বিএনপি চিন্তায় পড়ে যাবে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সেলিম৮৩ বলেছেন: এত সুন্দর কথা বলেন কি করে? একেবারে হাছা কথা।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাজনীতিতে অনেক কিছুই ঘটতে পারে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সেলিম৮৩ বলেছেন: হতে পারে এবং হচ্ছে এবং অারো হবার সম্ভাবনা অাছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ওমেরা বলেছেন: রাজার নীতি হল রাজনীতি অসম্ভব বলে কিছু থাকবে কেন ?

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সেলিম৮৩ বলেছেন: নীতি থাকে সংবিধানে অার সংবিধানে নিজেদের সুবিধার জন্য যা করনীয় তা করে নেয়।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

হাবিব বলেছেন: রাজনীতি কি তার নীতিতে আছে........?

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

সেলিম৮৩ বলেছেন: মনে হচ্ছে নেই।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদদের বলতে চাই-
আর যাই করুন, নিজের চরিত্র বিসর্জন দিবেন না। সব মানুষ নিজ মস্তিষ্কের শক্তিতে চলুক। ধন্যবাদ পৃথিবী আর পৃথিবীর মানুষদের।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

সেলিম৮৩ বলেছেন: পরামর্শ ভালো। কিন্তু চরিত্র যে বিসর্জন দিবেন না তার কোন গ্যারান্টি নাই।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিচার বিভাগ গরীবদের জন্য ভালো কাজ করে। খালেদার ইস্যু ভিন্ন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

সেলিম৮৩ বলেছেন: করলেও করতে পারে।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

chondrobhuk বলেছেন: কোন জাতিকে পদানত , ধ্‌বংশ করতে হলে প্রথমেই তার বিচার বয্‌বস্‌থাকে নষ্‌ট করতে হয়। এদেশে তা সুচারুরূপে সম্‌পন্‌ন করা হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

সেলিম৮৩ বলেছেন: জাতি সেদিকেই ধাবিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.