নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

সেলিম৮৩

সেলিম৮৩ › বিস্তারিত পোস্টঃ

গাত্রদাহ থেকে ব্লগে মূত্রত্যাগ

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

ভদ্র সমাজে বসবাসকারী মনুষ্য নামধারী কিছু জীবের অন্তরপীড়নের চরম প্রদাহ থেকে ইসলাম সম্পর্কে চরম অজ্ঞতা হেতু ব্লগে দু'এক ফোটা মূত্র ত্যাগ না করতে এদের পাকস্থলরি খাবার হজম হয়না।
একজন চরম জ্ঞানী ( যার লেখা বজ্র আঁটুনি ফস্কা গেরো) উনি 'ইসলাম মানুষকে কিছুটা হিংসুটে করে দেয়' বলে রীতিমত ব্লগ লিখে ফেলেছেন।
এগুলো জ্ঞানপাপী তো বটেই মগজ বলে কিছু আছে বলে মনে হয়না। এগুলো চীন-জাপানের মগজ ধারণ করে সব বৈধ করে নিয়েছে।
চীন, জাপানে নাস্তিক বেশি মানে কি কি একজন মুসলমানকে ইসলাম নিয়ে বিষদগার করতে হবে?
ধর্ম মানা না মানা নিতান্তই ব্যক্তিগত ব্যপার। আপনার বিশ্বাসের স্বপক্ষে আস্তিকদের মত যুক্তি তর্ক পেশ করুন।
সৃষ্টিকর্তা নেই এটা নাস্তিকরা কখনই প্রমান করতে পারবেন না। কিন্তু সৃষ্টিকর্তা আছেন এটার প্রমান করার জন্য তাকে স্বশরীরে দেখার প্রয়োজন নেই। কেন নেই সেটার ব্যাখ্যা অনেক। যাদের চোখ আছে তারা সৃষ্টিকর্তাকে দেখেন। অন্ধ, বধির, বোধহীন( চোখ আছে, কান আছে, অন্তর আছে) ব্যক্তি কখনো সৃষ্টিকর্তাকে দেখেন না।

'ইসলাম মানুষকে কিছুটা হিংসুটে করে দেয়'@ চাদগাজী

কিন্তু ইসলাম কি বলছে,

ইসলাম অন্যের প্রতি হিংসা করা বা প্রতিহিংসাপরায়ণ হওয়াকে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ করেছে। মানুষের মধ্যে পারস্পরিক হিংসা-বিদ্বেষের স্থলে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, ‘আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন, সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে?’ (সূরা নিসা, আয়াত: ৫৪)

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা হিংসা-বিদ্বেষ থেকে বাঁচো। কেননা, হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়।’ (আবু দাউদ)

সুতরাং যদি কেউ ইসলাম জানে এবং সেগুলো মানে সে কখনই হিংসুক হতে পারেনা।

চীন/জাপানঃ অভাধ যৌনাচার, মদ-জুয়া, পার্টি, পিতামাতার প্রতি অবহেলা, বৃদ্ধ বয়সে অসহায়াত্ব, লিভ টুগেদার, সমকামিতা, অহরহ ডিভোর্স।
প্রযুক্তি, টেকনোলোজি, আধুনিকতা এগুলো ওদের শান্তি দিতে পারবেনা।

অনেক লেখার ছিলো। সময়ের অভাবে লেখা হলোনা।........




মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইসলাম সম্পর্কে অজ্ঞ লোকেরা এমন অনেক কথা বলে ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতার পরিচয় প্রদান করে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

সেলিম৮৩ বলেছেন: যার যে বিষয়ে ন্যুনতম জ্ঞান নেই; তার সেই বিষয়ে মন্তব্য করা অনুচিত।
এগুলো যুগে যুগে ছিলো, অাছে এবং ভবিষৎতে থাকবে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিট হবার লোভে পুরুষ তসলিমা হবার খায়েস!
অকাল কুষ্মান্ডের জন্য করুনা, আল্লাহ তাকে
হেদাযেত নসীব করুন। আমিন

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

সেলিম৮৩ বলেছেন: এগুলোর কোনদিন হেদায়েত নসিব হবে বলে মনে হয়না।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার পোস্টটাকে রিপ

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

সেলিম৮৩ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !@ সুস্থ্য অাছেন তো?

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 'ইসলাম তো দেখি কিছু মানুষকে সত্যিই হিংসুটে করে দেয়!!!


আপনার পোস্টটাকে রিপোরর্ট করা দরকার। প্রতিবাদের নামে এমন উগ্র পোস্টের কোন মানে হয়!!!


সচেতন মানুষ জানে গাজীর ধর্মীয় ঘিলু কতদুর। এসব নিয়ে না থেকে সামাজিক সমস্যা নিয়ে লিখুন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

সেলিম৮৩ বলেছেন: ঘিলু অাবু জেহেল, অাবু লাহাবের কম ছিলোনা। পোষ্টে উগ্রতা কোথায় পেলেন? ভালো থাকুন। ভালো মন্তব্য করুন। শুভ কামনা।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

ম্যাড ফর সামু বলেছেন: ইসলাম এর ভিত্তি এত নড়বড়ে নয় যে কোথাকার কোন এক নিজেকে নিজে মহাজ্ঞানী ভাবা এক অজ্ঞ মূর্খ কোন একজনের সামান্য বিষোদগারে ইসলাম হিংসাত্মক বা যারা ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী তারা হিংসাত্মক হয়ে যাবে। যারা প্রকৃতই ইসলামের মর্মবাণী হৃদয়ে ধারণ করেন তারা এইসব পাগল-ছাগলের ছাগলামী দেখে বিচলিত হওয়া একদম উচিত নয়।
ইসলাম-নিয়ে অনেকে অনেকভাবে ব্যবসা করে থাকে, এমনও হতে পারে তিনিও এইধরণের একজন ব্যবসায়ী বা চরম মূর্খ কেউ একজন। আল্লাহ তাকে ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি করার তাওফিক দান করুন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮

সেলিম৮৩ বলেছেন: এই সমস্ত জ্ঞানপাপীদের দ্বারা দূর্বল চিত্তের অধিকারীরা বিপথগামী হবার সম্ভবনা থাকে। সমস্যা সেখানেই।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ইসলাম কখনই খারাপ কাজ করতে বলে না।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২১

সেলিম৮৩ বলেছেন: উনি নিজের মত করে ধর্ম নিয়ে মত প্রকাশ করেন। ইসলাম ধর্ম কারো মনগড়া বিধান নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.