নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনুসন্ধান

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫





বাদল দিনের প্রথম কদমফুল

চেয়েছিনু আমি তোমার কাছে সে ছিল মোর ছল;

জানিগো কদমফুলে ভালবাসা পাখা মেলে,

সবার অগোচরে ফুলের কামনায় প্রেমেরা যায় খেলে;

সেই কদমফুল চাওয়ার ছলে।



সবার সমুখে কেমনে গাহি বসন্তের কোন গান

তাই তোমায় নিরালায় খুঁজে খুঁজে হয়েছি যে হয়রান।



হারিয়ে গেছি মনে মনে দূর হিজলের বনে

তোমায় নিয়ে ভাসিয়েছি ভেলা অথৈ সাগর পানে।

ভালবেসে বেসে কি পেয়েছি অবশেষে!

খড়কুটো মত অবলম্বন আর নোনাজলে ভেসে ভেসে;

মরার তৃষ্ণায় ফেটে গেছে এই বুক,

সুখের দেখা পায়নি এমন হয়েছে শুধু বিষন্নে্ উসখুশ।



অনুসন্ধানে তোমার হয়েছি যে হয়রান

কতজনে শোধায়ছি তবু পায়নিকো সন্ধান।



দুঃসহ সব স্মৃতিরা তাই মেতেছে উৎসবে

জেনে রেখো অসমতার ভেদগুলোর সবে—

দূর হয়ে যায় ভালবাসার প্রচন্ড পরাভবে।



ক্ষুদ্র যে বাবুই পাখি বেধে ফেলে জানি ঘর

কত কোকিল পারে না তাই বিষন্ন্ অবসর

বাবুই পাখি মনে পেতেছি এ হাত তোমার সমুখপানে।



আবারো বলি সব ভেদাভেদ ভুলি কদম ফুলের ঘ্রাণে

মাতাবে কিনা, বাজিয়ে প্রনয় বীণা মধুর বসন্ত গানে।

---------------

পেনাং সমুদ্র সৈকত থেকে

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মামুন রশিদ বলেছেন: প্রেম জাগানিয়া কবিতা ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: যার প্রেম জাগার জন্য তার জাগ্লেই হয় মামুন ভাই ।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: মরার তৃষ্ণায় ফেটে গেছে এই বুক,
সুখের দেখা পায়নি এমন হয়েছে শুধু বিষন্নে্ উসখুশ।

ভালো হয়েছে।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মামুন ইসলাম বলেছেন: আবারো বলি সব ভেদাভেদ ভুলি কদম ফুলের ঘ্রাণে
মাতাবে কিনা, বাজিয়ে প্রনয় বীণা মধুর বসন্ত গানে
পোষ্টে ++

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর

শুভকামনা ।








৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

পার্থ তালুকদার বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: প্রেম জাগানিয়া কবিতা ।



-------> সহমত

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

বকুল০৮ বলেছেন:
একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: প্রেম জাগানিয়া কবিতা ।

...................

সহমত।
ভালো লাগা রইলো-

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা সুপ্রিয় ঢাকাবাসী ।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ক্ষুদ্র যে বাবুই পাখি বেধে ফেলে জানি ঘর
কত কোকিল পারে না তাই বিষন্ন্ অবসর
বাবুই পাখি মনে পেতেছি এ হাত তোমার সমুখপানে।


ভাললাগা রইলো । ...:)

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় কলমের কালি শেষ ।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।শুভ কামনা রইল ।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি স্বপ্নে দেখছি আপনি বৈদেশে কন্যা ভাগাইয়া বিয়া করে ফেলিছেন :(

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নবাজ ওমন স্বপ্ন দেখা অন্যায় ।কদম ফুলের রানি আমার বউ হবে।কদম ফুল নিয়ে বাংলাদেশে আমার অপেক্ষায় তিনি ।আমার মনের মানুষই আকাশলীনা ।আমি আকাশলীনা কবিতার বর্তমান কবি ।

১১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪১

জাফরুল মবীন বলেছেন: ক্ষুদ্র যে বাবুই পাখি বেধে ফেলে জানি ঘর
কত কোকিল পারে না তাই বিষন্ন্ অবসর
বাবুই পাখি মনে পেতেছি এ হাত তোমার সমুখপানে।
-কী চমৎকার পংক্তিমালা!

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আবারো বলি সব ভেদাভেদ ভুলি কদম ফুলের ঘ্রাণে
মাতাবে কিনা, বাজিয়ে প্রনয় বীণা মধুর বসন্ত গানে।




খুব খুব খুব টাচিং! :)

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার মন ছুঁয়ে গেছে কবিতা জেনে ভাল লাগলো ।কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:১১

সায়েদা সোহেলী বলেছেন: কদমফুল দেখি কবির মন মস্তিষ্কে চোরকাঁটা হয়ে বিধেই রয়েছে ,কিছুতেই ছাড়ছে না! ! :)

+ + +

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১২

প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় ভালো লাগা রইল সেলিম ভাই।

মালয়েশিয়ায় কি কদম ফুল পাওয়া যায় সেলিম ভাই?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: হা পাওয়া যায় ।মালয়েশিয়ায় বাংলাদেশের সব কিছু পাওয়া যায়। আমার যে কদম ফুল দরকার সেটি শুধু বাংলাদেশেই আছে ।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো কবিতা। ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । শুভকামনা থাকলো ।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবারো বলি সব ভেদাভেদ ভুলি কদম ফুলের ঘ্রাণে
মাতাবে কিনা, বাজিয়ে প্রনয় বীণা মধুর বসন্ত গানে।
ভাল লাগল ।শুভ কামনা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।

১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

সুমাইয়া আলো বলেছেন: সুন্দর অতিসুন্দর। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।আর নিরন্তর শুভকামনা ।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

কালের সময় বলেছেন: ৬নং লাইক

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ৬ নং লাইক পাইনি এখনো । কমেন্টে ধন্যবাদ ।

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

আহসানের ব্লগ বলেছেন: এ নিয়ে দু বার পড়লাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: দু বার পাঠে ডাবল ধন্যবাদ।

ভাল থাকবেন সব সময় এই কামনা থাকলো ।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




পেনাং সমুদ্র সৈকত থেকে
এ কবিতা লেখা হয়েছে যাকে
সে যেন প্রথম কদমফুল ।

বাজিছে মিছে প্রনয় বীণা
জানিনে সে আমার কিনা,
ভালোবাসা তাই যেন এক ভুল ।


কবিতার শুভেচ্ছা ....................

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জিএস ভাই এর কমেন্টে প্রত্যুত্তর করিনি???

বরাবরের মতো চমৎকার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ও নিরন্ন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.