নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হিমুর মত পেনাং ব্রীজ আর লং নাইট ড্রাইভ ফ্রম সেলাঙ্গর টু পেনাং নগরী ,মালয়েশিয়া

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১



রাতের আলোয় পেনাং ব্রীজ (ছবি গুগুল)



থিসিস নিয়ে দারুন একঘেয়েমি কর্মযজ্ঞ । দেশ থেকে কত দূরে আছি । প্রচন্ড দেশ কাতরতার মধ্যে থিসিস ওযার্ক বোর হওযাতে নতুন মাত্রা দিয়েছে । এসব থেকে রক্ষা পাবার একটাই উপায় সেটা হলো দূর ভ্রমনে বেড়িয়ে পড়া । আগস্টের ৩০ তারিখ শুক্রবার থেকে তিনদিনের ছুটি পাওয়া গেল । আর সেটির সদ্ব্যবহার করার জন্য আমরা বেছে নিলাম পেনাং লং ড্রাইভ ।







পেনাম কেন যাওয়া ? সেটি এই ব্লগের সুপ্রিয় একজন পেনাং ব্যাপারটা মাথায় ঢুকিয়েছেন। কলিগরা কেউ যেতে না চাইলেও তাদেরকে মটিভেট করতে সক্ষম হই । কয়েকটা কারনে পেনাং নগরী যাওয়া যায় । এখানে যেতে ক্রস করা হবে পেনাং ব্রীজ দিয়ে যেটির দৈর্ঘ্য ১৩.৫ কিলোমিটার । এটি দক্ষিণ মালয় চ্যানেলের উপর দিয়ে গেছে । আর সংযুক্ত করেছে মালয় উপদ্বীপ কে পেনাং নগরীর

সঙ্গে । এটি মালয়েশিয়ার প্রথম ব্রীজ যেটি দিয়ে কোন দ্বীপকে মালয় উপদ্বীপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে । সত্তরের দশকে এটি তৈরি করার পরিকল্পনা করেন মালয়েশিয়ার প্রধান মন্ত্রী তুন আব্দুল রাজাক ।



মালয়েশিয়া সরকার ১৯৭১ সালে ক্রিশ্চিয়ানী নিয়েলসনকে নিয়োগ করেন ব্রীজটি নির্মানের সম্ভাব্যতা পর্য়ালোচনা করার জন্য।



ব্রীজটি ডিজাইন করেছেন পেনাং নগরীর নাগরিক একজন স্বনাম ধন্য সিভিল প্রকৌশলী প্রফেসর চিন ফুংকি ।



ব্রীজটি নির্মানের পূর্বে এখানে যেতে ব্যবহৃত হতো পেনাং ফেরী সার্ভিস ।যেটির চলাচল রুট ছিল বাটারওর্থ আর জর্জটাউনের মধ্যে ।







১৯৮৫ সালের ৩রা আগস্ট পেনাং ব্রীজটি চালু করা হয় । পেনাং ব্রীজের সঙ্গে পেনাং ভ্রমনের অন্যতম আকর্ষণ হিসেবে বলা যায় পেনাং বীচ ,পেনাং হিল আর পেনাং বৌদ্ধ মূ্র্তি ।আর পেনাং ইউনিসেফ ঘোষিত মালয়েশিয়ান ট্রেডিশনাল ফুড হেরিটেজ প্লেস হিসেবেও স্বীকৃত ।







আর লং ড্রাইভ সত্যি দারুন উপভোগ্য।মালয়েশিয়া সত্যি কারের সবুজ দেশ। এখানে আছে প্রকৃতির অপার সৌন্দর্য । কোন রাজনৈতিক হ্যারাসমেন্ট নেই। সকল ধর্মের সহাবস্থানের উদাহরণ দিতে গেলে এটাকে এক নম্বরে রাখবো আমি। এখানে মসজিদের পাশাপাশি মন্দির আছে ।আর আছে বহুজাতিক সহাবস্থান । আর রাস্তা ঘাট গুলো চমৎকার । অবকাঠামোগত সুবিধা এটিকে ভ্রমনের জন্য দারুন উপযোগী করে তুলেছে ।



এবার ভ্রমনের কথায় আসি । স্যুট টাই আর যান্ত্রিক ব্যস্ততা আমাদের রবোটে রূপান্তিরিত করেছে । রবোটিক জীবনকে মানুষের জীবনে পরিণত করতে আমাদের এই রাত্রিকালীন দূর ভ্রমন । পেনাং ব্রীজে গাড়ীতে চরে দক্ষিন মালয় চ্যানেলের বিশুদ্ধ বাতাস সেবনে অপার শান্তি লাভ করার লোভ কে সমালাতে পারে ।





ক্যামেরুন হাই ল্যান্ডের কাছাকাছি সুরঙ্গ পথ





আনুমানিক রাত সাড়ে বারোটায় আমাদের হিমু রঙের গাড়ীতে চড়ে বসলাম পেনাং এর উদ্দেশ্যে । কাজাং এর ওয়েল পা্ম্প স্টেশনে গাড়ীতে তেল ভরে ছুটতে থাকলো আমাদের গাড়ী । বাংলাদেশের কয়েকটা বিখ্যাত মিউজিক ছেড়ে দিয়ে সেগুলোর সঙ্গে ব্যাক ভোকালের ভূমিকায় আমরা কয়জন ।রাতটা জোছনা মাখা ছিলনা ।ক্ষয়িষ্ণু চাঁদ মাঝে মাঝে উঁকি দিচ্ছিল । তবে ল্যাম্প পোস্ট গুলো এক পায়ে দাঁড়িয়ে আলোকিত করছিল চারদিক ।রাস্তার দুই পাশে সবুজ বনের সমারোহ। কখনো সুউচ্চ অট্টালিকা ।মালয়েশিয়া রঙিন দেশ। সেটা প্রকৃতি গত ভাবেই ।মানুষগুলোর মনে সৌন্দর্য় আছে ।বিলাসিতা আছে । আর আভিজাত্য ও আছে ।রাস্তার লাইটগুলোর ডিজাইন ,রাস্তাকে বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে চমৎকার সব মসৃন চকচকে রাস্তা ।গাড়ীতে ঝাকি নেই ।বাতাসে সীসা নেই। কিছু দূর পরপর বিশ্রামাগার বা রিফ্রেশ হওয়ার সমস্ত উপকরণ সত্যি প্রশংসার দাবী রাখে ।





আমার বাসস্থান কাজাং থেকে পেনাং নগরীর দূরত্ব প্রায় চারশত কিলোমিটার ।দুইটি বিরতি দিয়ে আমরা পৌঁছে যাই কাঙ্খিত সেই পেনাং ব্রীজে ।কিছুদূর পর পর টোল দিতে হচ্ছিল ।পেনাং ব্রীজের টোল ৪২.৫০ রিংগিট মাত্র।





যেখানেই থেমেছি সেখানে রিফ্রেশ হওয়ার সমস্ত সুবিধাদি ছিল । প্রথম বিরতিতে থামার সময় লক্ষ্য করলাম বিশাল মোটা এক তামিল ভদ্রলোক হাটছেন । এত মোটা মানুষের জীবন প্রানালী নিয়ে কৌতুহল কার না জাগে । কলিগরা তো তার স্ত্রীর দূরাবস্থার কথা বলে রীতিমত মায়াকান্না করছে ঠিক সেই মুহুর্তে তার কাছাকাছি আকৃতির আরেকজন এসে হাজির। এদের দুইজনকে কোন গাড়ী বহন করে দেখার জন্য উৎসাহ বোধ করলাম । দারুণ হেভী একটা গাড়ীতে মোটা ভদ্রলোকটি উঠলেন । এত হেভী গাড়ী সেটিও ইঞ্চি খানেক দেবে গেলো ।





আমরা কফি আর হালকা নাস্তাকরে আবার চলতে শুরু করলাম । জিপিএস দিয়ে ট্রাকিং করে রাস্তা চলতে চলতে আরো প্রায় শ কিলোমিটার দূরে আবার থামলাম । শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। সেখানে ম্যাসেজ চেয়ার পেলাম। মিনিট তিনেকের ম্যাসেজনিয়ে ফুরফুরে মেজাজে সোজা পেনাং ব্রীজে ।







ততক্ষনে আকাশ পরিস্কার হতে শুরু করেছে । দাক্ষিন মালয় চ্যানেলের বাতাসে গা জুড়াতে গাড়ীর এসি বন্ধ করে জানালা খুলে দিলাম । সত্যি মুগ্ধ হওয়ার মত।চমৎকার সুদূর্ঘ ১৩.৫০ কিলোমিটার লম্বা ব্রীজ ।দুই পাশে পানি। পানিতে ঢেউ । ঢেউ ভেসে চলছে চমৎকার সব ইঞ্জিন চালিত নৌকা । ব্রীজের সামনে পেনাং নগরীতে দাঁড়িয়ে আছে সুউচ্চ সব অট্টালিকা । তার কয়েকটি মনে হবে হয়তো সমুদ্রের বুকে দাড়িয়ে আছে । সবুজ পেনাং নগরী পেনাং হিল আর পেনাং সীবীচ ভাবতে ভাবতে দারুন ভাল লাগা নিয়ে ছুটছিলাম পেনাং ব্রীজের উপর দিয়ে । আর মনে মনে ভাবছিলাম সমুদ্রে পারে আমাদের বুকিং করা রেস্ট হাউজটি কেমন হবে সেটি নিয়ে ।











কয়েকটি ছবি ।



--------------------------------------------------

ছবি প্রথমটি গুগুল । বাকী গুলো নিজস্ব এলবাম ।ফেরার পথে দিনে তোলা ছবি এড করা হয়েছে ।



তথ্য সূত্র নেট ।



মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামন স্রপ্রিয় ব্লগার ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: ছবি ও বর্ণনা খুবই সুন্দর । তা কেমন আছ কবি বন্ধু ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: উৎসাহিত হলাম কবি। ভাল আছি ।আপনি কেমন আছেন ?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসে থাকার সুবাদে ছুটি এবং একে ভোগ করার বিভিন্ন উপায় মনকে সত্যিই উন্মনা করে তোলে। তাই আপনার ভ্রমনটা পুরোই উপভোগ করলাম।
সাথে ছবিগুলি ভিন্ন মাত্রা দিয়েছে।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভ্রমনপোস্ট ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।


শুভকামনা থাকলো নিরন্তর ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭

ক্যপ্রিসিয়াস বলেছেন: ছবি ও বর্ণনা ভাল লাগল। পরের পর্বের আশায় রইলাম ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: পরের পর্ব লিখে ফেলবো সময় ও সুযোগমত । ভাল থাকবেন সবসময় ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২০

লিখেছেন বলেছেন: nice life

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৮

সুফিয়া বলেছেন: যেমন ছবি তেমনি বর্ণনা। এক কথায় অনবদ্য।

মালয়েশিয়া িগয়েছিলাম। তখন লংকাভি দেখার সুযোগ হয়েছিল। কিন্তু পেনাং যাওয়ার ইচ্ছে থাকলেও সেটা পূরণ হয়নি। অনেকের কাছে গল্প শুনেছি পেনাং নাকি আশ্চর্যরকম সুন্দর। আজ আপনার লেখা থেকেও সেরকম বুঝতে পারলাম।

ধন্যবাদ। ভাল থাকুন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কেমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আসলে প্রকুতির নিজস্ব একটা সৌন্দর্য আছে। মানুষ সেটা বাড়িয়ে তুলতে পারে আর পারে কমাতে। আমরা আমাদের দেশের সৌন্দর্য নষ্ট করি । আর ইনার বর্ধন করেন এই আর কি ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ ভালই কাটালেন তিনদিনের ছুটিটা।

একটা স্বয়ংসম্পূর্ন চমৎকার পোষ্ট। ভালো লাগা জানবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: ঘুরে আসার ইচ্ছা জাগলো । লেখককে ধন্যবাদ ।.... :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

আবু শাকিল বলেছেন: যাইতে হপে,দেখতে হপে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দেখার মত । চমৎকার ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


লেখা ও ছবি মিলে অনবদ্য একটি পোস্ট!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মইনুল ভাই ।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

সোহানী বলেছেন: দারুন লাগলো ছবি সহ ভ্রমন পোস্ট.......++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: েআপু দেরীতে রিপ্লাইয়ে সরি । কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব সব ছবি আর চমৎকার বর্ণনা। আহারে আমরা যদি একটা মহাথীর মোহাম্মদ পেতুম। অবশ্য মুরুব্বিরা বলেছেন যে জাতি যেরকম তারা সেরকম নেতাই পায়!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট করেছেন ।অনেক ভাল লাগলো । শুভকামনা থাকলো ঢাকাবাসী ।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

খাটাস বলেছেন: চৎকার একটা ভ্রমন হয়ে গেল। খুব সুন্দর ছবি গুলো। ভাল লাগল সেলিম ভাই।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

যাযাবর বেদুঈন বলেছেন: ছবি, বর্ণনা মিলিয়ে প্রাঞ্জল ভ্রমণ ব্লগ পড়ে খুব ভাল লাগল। সাথে কিছু তথ্যও পড়ার আনন্দটাকে বাড়িয়ে দিয়েছে।

অশেষ ধন্যবাদ।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

মামুন রশিদ বলেছেন: একা একা লং ড্রাইভে যাওয়া ভালু না । দেশে আইসা বিয়া কইরা বউ লইয়া লং ড্রাইভে যাইয়েন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.