নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা তুমি দারুন লোভী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

ক্ষমতা তুমি দারুন লোভী

খাও ,,যা পাও একাই সবই।



তোমার লকলকে ঐ জিভে

অধিকার যায় দেবে,

নির্লজ্জ সব কাজের মাঝে

লজ্জা নাহি পাও ।



পেটুক তুমি উদরপূর্তি খাও।



টাকা কড়ি ,সোনার ঘড়ি

নাকের নোলক, রঙিন শাড়ী

যখন যেটা পাও — উদর্ পূর্তি খাও।



ক্ষমতা তুমি দারুন অন্ধ

লজ্জা নাহি পাও ।



মুখে তুমি মায়া কান্নার প্রবোধ গড়

কাজে তুমি মানুষ মারার কবর খোঁড়

লজ্জা নাহি পাও।



মানুষের বেশে অবশেষে

মানুষ তুমি খাও

স্বাধীনতার বুলি বলে

গনতন্ত্র খাও ।

পুকুর চুরি করে তুমি

সাধুর বেশে চাও ।



ক্ষমতা তুমি স্বেচ্ছ্বাচারি

মিছেই তোমার আহাজারি

কাদের ঘিরে রাজাকারী

নিত্য করে যাও ।



ক্ষমতা তুমি মিথ্যে ঘেরা

ক্ষমতা তুমি ছন্নছাড়া

ক্ষমতা তুমি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

নিত্য চাপিয়ে দাও;

ক্ষমতা তুমি চরম স্বৈরাচার

গণতন্ত্রের বারবি কিউ খাও ।

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪২

হাতীর ডিম বলেছেন: ক্ষমতাটাকে দায়িত্ব হিসেবে দেখে না কেন মানুষ :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫০

আবু শাকিল বলেছেন: কে কবে জানি বলেছেন :- ক্ষমতার চেয়ারটা এতই দামি যে।সেই চেয়ারে বসলে সে ভূলে যায়।আমার কাজ কি, আমি কি জন্য চেয়ারে বসেছি।
আপনার কবিতা পড়ে উপরোক্ত কথাখানি মনে পড়ল।
আসলেই " ক্ষমতা তুমি দারুন লোভী!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪১

এহসান সাবির বলেছেন: শুভ সকাল কবি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভবিকেল এহসান সাবির ভাই। সারাদিন বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত থাকার পর মাত্র কিছু সময়ের জন্য ফ্রি হলাম ।তাই কমেন্টে দেরী ।


ভাল থাকবেন সবসময় । ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥ হাতীর ডিম বলেছেন: ক্ষমতাটাকে দায়িত্ব হিসেবে দেখে না কেন মানুষ -- সহমত ------

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ‍ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২

জুন বলেছেন: স্বাধীনতার বুলি বলে
গনতন্ত্র খাও
চমৎকার বলেছেন সেলিম আনোয়ার ।
১ম +

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: 1ম + এ অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: 1ম + এ অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

প্রবাসী পাঠক বলেছেন: ক্ষমতা তুমি চরম স্বৈরাচার
গণতন্ত্রের বারবি কিউ খাও ।

চমৎকার লিখেছেন সেলিম ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

সুমন কর বলেছেন: ক্ষমতার আসল মজা নাকি অপব্যবহারে !!

কবিতায় ভাল লাগা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।
ক্ষমতার লোভ ধ্বংস করে সব । অনেক যুগ অনেক দেশ ধ্বংস হয়ে গিয়েছে ক্ষমতার নেশায় মত্ত হয়ে । আমাদের দেশও কি সে দিকেই আগাচ্ছে ?

সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

আহসানের ব্লগ বলেছেন: চমৎকার

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

মামুন রশিদ বলেছেন: সত্য ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

মুদ্‌দাকির বলেছেন:

দারুন ++++

শেষ দুই লাইনের আগে শেষ হলে আরো দারুন হত । :-B :-B :-B :-B :-B :-B

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শেষ দুই লাইন অন্য কবিতা ধরে নিলেই হবে সুপ্রিয় ব্লগার ।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: দারুন ++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

অন্ধবিন্দু বলেছেন:
সেলিম,
ক্ষমতাই সব। আপনে-আমি ফুটুস ...

জয় ক্ষমতার জয় !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বলছো শরৎ । আমরা ফুটুস ।


জয় ক্ষমতার জয় ।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছন্দময় চমৎকার কবিতা। বিশেষ করে শেষ লাইনটায় খুব মজা পেয়েছি...

ক্ষমতা তুমি চরম স্বৈরাচার
গণতন্ত্রের বারবি কিউ খাও ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ্ । নিরন্তর শুভকামনা ।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় ভালোলাগা!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: ধন্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

লিরিকস বলেছেন: ক্ষমতা থাকলে অহংকার বাড়ে,

উধাহরণ সামুর মডুরা ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল উদাহারণ দিয়েছেন ।যদিও মডুদের পক্ষে সবাইকে সন্তুষ্টা রাখা কঠিন ।তবে কিছু কিছু কাজ তারা করেন যেমন গত তিন ধরে ব্যানার ঝুলিয়ে রেখেছে আজাইরা পোস্ট ।


ভাল থাকবেন ।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অধিক ক্ষমতা মানুষের বিনয়, মানবতাবোধের মত গুণগুলোকে নষ্ট করে দেয় । মানুষকে অহংকারী করে তোলে ।

দারুন লিখেছেন ।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

টুম্পা মনি বলেছেন: ক্ষমতার অপব্যবহারেই কেন যেন আজকাল সবাই অভ্যস্ত! গণতন্ত্র চুলোয় যাক ক্ষমতা ধরে রাখার যেন মুখ্য উদ্দেশ্য।

অসাম প্রতিবাদী কবিতা।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

শায়লা িসিদ্দক বলেছেন: ক্ষমতা তুমি মিথ্যে ঘেরা

ক্ষমতা তুমি ছন্নছাড়া

ক্ষমতা তুমি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

নিত্য চাপিয়ে দাও;

ক্ষমতা তুমি চরম স্বৈরাচার

গণতন্ত্রের বারবি কিউ খাও




চমৎকার :)

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: চরম হইছে ;)

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল কবি ।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০

লিরিকস বলেছেন: ক্ষমতার লোভ লাভ বুঝিনা আপনি কই হারাইছেন সেইটা আগে বলেন

২৪| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার + + + । ভাল থাকুন সব সময় ।

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০

প্রবাসী পাঠক বলেছেন: ঈদের শুভেচ্ছা সেলিম ভাই।

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ক্ষমতাসীনরা সবাই এরশাদ অর্থাৎ-------

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩

লিরিকস বলেছেন: আপনাকে নিয়ে কি একটা পোস্ট দেব?

২৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪

অদৃশ্য বলেছেন: দারুন... খুব ভালো লেগেছে সেলিম ভাই... আশাকরি ভালো ছিলেন আর আছেনও...


শুভকামনা...

৩০| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

দীপান্বিতা বলেছেন: খুব সত্য....

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



চরম সত্য লিখেছেন সেলিম ভাই।

৩২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: আপনি কোথায় ?????????????????????

৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

খেয়ালি দুপুর বলেছেন: বাস্তবতা !

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৪

সুমন কর বলেছেন: কবি কেমন অাছেন? অাজ দেখলাম মন্তব্য করলেন এবং দেখে ভাল লাগল।

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

খেয়ালি দুপুর বলেছেন: কথাটা কি আমাকে বললেন সুমন ভাইয়া? ভাল আছি..আপনি কেমন আছেন? কবি সম্মোধনের যোগ্য হয়ে উঠিনি এখনো ভাইয়া।

৩৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
চরম এবং চমৎকার লিখেছেন।

আপনার কথা মনে পড়েছিল। আপনাকে খুঁজতে খুঁজতে ব্লগে এসে দেখি ২৮ সেপ্টেম্বরে আপনি লাস্ট কমেন্টের উত্তর দিয়েছেন এ পোস্টে। কেমন আছেন?


দুখুমামার ‘কাঠবেড়ালি’ পড়েছেন?

শুভেচ্ছা প্রিয় কবি।

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

লিরিকস বলেছেন: এটা দেখুন তো ভাইয়া।

৩৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.