নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভালবাসি আর —

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯





বৃষ্টি ভালোবাসি আর— ভালবাসি তার —আলোর নাচন

বজ্রপাতের সুতীব্র ধ্বনি— সে যেন আমারি —প্রেমের নিবেদন;



জানিয়ে দিয়ে যায় —এই ঘন বরষায় ।



তার স্বচ্ছ্ব জলধারা —তার আবেশেই তপ্তভূমি মেটায় তৃষ্ণা সারা,

বৃষ্টিস্নাত দৃশ্যপটেতে —চমকে চমকে —তৃষিত আঁখিতে —বহে করুণাধারা।



সে যেন আকাশ থেকে —রঙিন স্বপ্ন মেখে — করুণা হয়ে ঝরে ভূমে

এমন মধুর ক্ষণে —কেমন লাগে তুমি বিনে— এই শূন্য ধরাধামে

এমন বরষা দিনে— সদা পুলকিত মনে— তোমার অধর যাই যেন চুমে চুমে !



বৃষ্টি যেন নুপুর পায়ে — আর্দ্রতা বিলোয় সারা গায়ে— অপার মহিমায়;

আলোকে ঝলকে—মোর অক্ষিগোলকে

সদাচঞ্চল রঙিন মোড়কে —স্বপ্ন ঢেলে যায়।



নিনাদে নিনাদে —জানিয়ে দেব যে,

______________ভালবাসি শুধু তোমায় ,

______________________________এই মনের কিণারায়;



এ যেন এক মহেন্দ্রক্ষণ

_______________হয়ে যেত যদি মোদের মনের মিলন

______________________________এই অঘোর বরষায় ।





বজ্রপাতের ধ্বনি সে যেন মোর প্রানের চাওয়া প্রেমের নিবেদন

তাই বৃষ্টি ভালোবাসি আর ভালবাসি তার ঋদ্ধ আলোর নাচন।

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

নিলু বলেছেন: সেই সাথে বৃষ্টির পানি সুপেয় , আর বৃষ্টি ভেজা ভালোবাসা আরও মজার

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। আজ মুষলধারে বৃষ্টি হলো মালয়েশিয়ায় ।দারুণ ভাললাগার বৃষ্টি।

সুন্দর কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

বাউল আলমগী সরকার বলেছেন: বজ্রপাতে যে হৃদয় পুড়ে
সে কথা নয় অজানা
সুন্দর লাগল কবিতা------------

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

জনাব মাহাবুব বলেছেন: বরাবরের মতোই অসাধারণ হয়েছে।

শীতের দিনে বৃষ্টির কথা শুনতে লাগে ভয়
তবুও ভাই শীতটাকে করতে হবে জয় ;)



২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো । আপনার কমেন্টও যথেষ্ট ছন্দময় হয়েছে ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

হাসান বিন নজরুল বলেছেন: প্রেমের কাব্যিক অনুভুতি ভালো লাগলো :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম । কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৃষ্টি বিলাসী কাব্য ভাল লাগল , ফরমেট টাও নতুন মনে হল ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা গিয়াসলিটন ভাই।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বৃষ্টিস্নাত হতে ইচ্ছে হচ্ছে!
ভালোলাগা জানবেন ভ্রাতা । ++

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভিজতে চেয়েছিলাম ।রিমঝিম বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল । মালয়েশিয়ার বৃষ্টি সত্যি দারুন ভাল লাগার । এখানে বারো মাস একই আবহাওয়া ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

তুষার কাব্য বলেছেন: চমত্কার লিখেছেন বৃষ্টি কাব্য...

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

শামীম সুজায়েত বলেছেন: মনের অজান্তে স্নাত হলাম কবিতার ছন্দে,
শুভ কামনা কবি সেলিম আনোয়ার।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ শামীম সুজায়েত । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮

খেলাঘর বলেছেন:


ছন্দ বহমান হয়নি; ভাবকে জোর করে যেন বাঁধা হয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ধরেছেন। কবিতাটি লিখতে তুলনামূলক বেশি সময় লেগেছে ।কবিতা হতে হবে স্বতস্ফূর্ত । কমেন্টে ও পাঠে ধন্যবাদ। আর ভাল থাকবেন খেলাঘর ।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

রোদেলা বলেছেন: পৌষের শীতে বৃষ্টি নাচন , ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় ।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধার হয়েছে কবিতা =p~

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় এত সৌন্দর্য্য ---

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

কলমের কালি শেষ বলেছেন: বজ্রপাতের ধ্বনি সে যেন মোর প্রানের চাওয়া প্রেমের নিবেদন
তাই বৃষ্টি ভালোবাসি আর ভালবাসি তার ঋদ্ধ আলোর নাচন ।


অসাধারন হয়েছে কবি ! আপনার নিয়মিত হওয়ায় ভালো লাগছে । :#)



২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দদর কমেন্টে অনেক ধন্যবাদ ভাল থাকবেন সবসময় এই কামনা ।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুমন কর ।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ভ্রাতা +++

কেমন আছেন ?

শুভেচ্ছা।।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।কবিতা পাঠে ও মন্তব্যদানে ।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

নেক্সাস বলেছেন: ভালো লাগলো প্রিয় সলেিম ভাই

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

আরজু পনি বলেছেন:

সুন্দর ।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.