নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সবার সেরা মাতৃভাষা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

মাতৃভাষা বাংলার দাবীতে সেদিন রক্ত ঝরেছিল

রাজধানীর রাজ পথে

রফিক জব্বার সালাম বরকত

রক্তলাল করেছেন এ পথ —দৃপ্ত শপথে।

তাদের ত্যাগের প্রতিদানে আজ আমারই বাংলা ভাষা

তাতে লিখছি— পড়ছি— মিটাইছি মনের আশা।



গাইছি মধুর সুরে রবীন্দ্র-নজরুল ,

আজও বাংলা গানে নৌকা-মাঝি উড়াইছেন মাস্তুল।

সময় হয়েছে আজ ৫২র ঋণ শোধের

সবার চেয়ে বাংলা সেরা এই চেতনা বোধের।



সকল ভাষার সেরা সে যে এই সুন্দর পৃথিবীতে,

প্রাণের বিনিময়ে অর্জিত এ ভাষা নিতে হবে হৃদয় পেতে।



যারা সপেছেন প্রাণ গেয়ে বাংলার জয়গান

সম্মানের স্বর্ণশিখরে যেন হয় তাদের স্থান।



হাজার গোলাপ হাস্নাহেনা পলাশ শিমুল রক্তজবা

ভাষা সৈনিকের চরণতলে তাই বিছিয়ে দিলাম ।



সকলভাষার সেরা ভাষা বাংলা আমার প্রাণ

মায়ের ভাষায় বলতে কথা প্রাণ করে আনচান ।



যে জন বাসে না ভালো মধুর মায়ের ভাষা

তার চেয়ে অধম আছে কি কেহ এটাই জিজ্ঞাসা ?



খাটিমানুষ যারা তাদের কাছে মায়ের ভাষাই সেরা।

মায়ের ভাষায় কথা বলে মোরা আনন্দে আত্নহারা ।



------------------------

একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭

জাফরুল মবীন বলেছেন: একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ[/sb

আত্মমর্যাদার ও আত্ম পরিচয়ের বলিষ্ঠ উচ্চারণের কবিতায় অজস্র ভাললাগা জানিয়ে গেলাম ভাই সেলিম আনোয়ার।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠে ও কমেন্টে । নিরন্তর শুভেচ্ছা ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার রূপে মহান একুশের স্মৃতিচারণ।
অনবদ্য লাগলো।

বাংলাভাষা ভালোবাসি। তাই একুশ আমার অহংকার।
ভালো থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র । বাংলাভাষা নিয়ে গর্বের শেষ নেই ।বাংলা ভাষার মত ইতিহাস বোধ হয় অন্যকোন ভাষার নেই । এই ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে । আর কথা আছে না

মোদের গরব মোদের আশা আমরি বাংলাভাষা ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ.........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রত্যাশায় অনেক ধন্যবাদ । ভাষাসৈনিকদের জন্য শুকামনা থাকলো ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একুশের কবিতা ভালো-লাগা জানাচ্ছি.... কবি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মাঈনুদ্দিন মইনুল । ভাল থাকবেন সবসময় ।

একুশ মানে মাতৃভাষার গৌরবগাঁথা । আমরা গর্বিত ২১ নিয়ে ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//একুশ মানে মাতৃভাষার গৌরবগাঁথা । আমরা গর্বিত ২১ নিয়ে ।//

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: তাতো অবশ্যই তাছাড় এখনতো ২১ আন্তর্জাতিক মাতৃভাষাদিবস ।পৃথিবীর সবাই এইদিন তাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাবে ।সেটা আমাদের অনুকরণে ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ


যথার্থ কথা

শুভকামনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

আবু শাকিল বলেছেন: চমৎকার লিখেছেন।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে কবিসাব।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রফেসর সাব কমেন্টে ধন্যবাদ । ২১শে ফেব্রুয়ারীর সেই বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমাদের আবেগ আপ্লুত করবে ।কিংবা সালাম সালাম হাজার সালাম গান বাজতে থাকবে সারাদিন । যা হৃদয়ের মধ্যে একুশের অনুভূতি জাগ্রত করবে ।ফুলে ফুলে ভরে যাবে শহীদ মিনার । তবে সবচেয়ে ভাল হবে যদি আমরা আমাদের মাতৃভাষাকে সবা ভাষার উপরে স্থান দিই ।বিশ্বের সব উন্নত রাষ্ট্র তাদের মাতৃভাষাকেই প্রাধান্য দেন । এমন কি উচ্চ শিক্ষাতেও । আমরা এদিক দিয়ে অনেক পিছিয়ে আছি বিজ্ঞানের বিষয় বাংলাতে কোন বই নেই বললেই চলে ।সব ইংরেজী মাধ্যম ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: সশ্রদ্ধ স্মরণ শহীদদের।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এত বিশাল প্রাপ্তি তাদেরকে আমরা একটা দিনের জন্য স্মরণ করি সুপ্রিয় মোঃ ইসহাক খান । দেশের জন্য ভাষার নিবেদিত হলেই কেবল তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয় কি বলেন ?

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

আলোকিত আধারে বলেছেন: একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ।

ভালো লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।ভাষা আন্দোলনের অংশ হিসেবে ২১শে ফেব্রুয়ারী বাংলার ইতিহাসের গর্বিত অধ্যায় হয়ে আছে ।

রফিক সালাম বরকত জাব্বার প্রান ইৎসর্গ করেছেন এইদিন ।শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের । ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিল। এরই ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধ । মহান মুক্তিযদ্ধের গর্বিত ইতিহাস । তারই ধারাবাহিকতায় আজ আমরা স্বাধীন জাতি বাংলায় কথা বলি লেখাপড়া করি চাকুরী করি সাহিত্য চর্চা করি ।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

রোদেলা বলেছেন: সকল ভাষার সেরা সে যে এই সুন্দর পৃথিবীতে,
প্রাণের বিনিময়ে অর্জিত এ ভাষা নিতে হবে হৃদয় পেতে। ------------------
ভালো লাগলো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: একুশের চেতনা জাগ্রত হোক সবার মনে । কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ

সুন্দর লেখনী কবি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

নূসরাত তানজীন লুবনা বলেছেন: একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ
এবং অবশ্যই সেটা যেন হয় মানুষের কল্যাণের জন্য

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাললাগা ।

একুশ আমাদের অধিকার আদায় করতে শিখিয়েছে বাংলায় কথা বলার অধিকার ।বাংলার রাষ্ট্রভাষা হবার অধিকার ।ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাঙালী ।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: একুশের মাঝে খুঁজে পাই শান্তি
বাংলায় কথা বলে যে মিলে তৃপ্তি ।

কবিতায় ++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ আর ভাললাগা ।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

প্রামানিক বলেছেন: কবিতায় একুশের চমৎকার মর্মকথা ফুটে উঠেছে। ধন্যবাদ আনোয়ার ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভালো লাগলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

দীপান্বিতা বলেছেন: সকলভাষার সেরা ভাষা বাংলা আমার প্রাণ
মায়ের ভাষায় বলতে কথা প্রাণ করে আনচান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.