নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিদ্রাহীন চোখ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০







রাতের বেলা ঘুম আসেনা

দিনের বেলা মন বসেনা কাজে;

খাবার খেতে ভাল লাগেনা

অশান্ত মনে কষ্ট বাদনা বাজে ।



দেশটা নিয়ে স্বপ্ন ছিল

সবার সেরা হবে ,এদেশ সবার সেরা হবে ।

সেই স্বপ্ন বুঝি ভেঙে দিল

রাজনীতিবিদ সবে ;এদেশের রাজনীতিবিদ সবে।



পাশের দেশের অতিথি যারা

তাদের খাতিরে ধরাকে সরা

স্বদেশের মানী-গুনি যারা

তাদের দাম নেই কানাকড়া।



দাও কুমড়ো দু'দল হয়ে

নিত্য নতুন দিচ্ছে বাগড়া

শান্তির মা যেন মরে গিয়ে

অশান্তিরা সব বাধায় ঝগড়া ।





রাতের বেলা ঘুম আসে না তাই

এদেশেতে ঘুমহীন আজ সব- করে দুশ্চিন্তা কলরব।



মনে শান্তি নাই কারো মনে শান্তি নাই ।



হরতাল-অবরোধ মাঝে ,স্বৈরাচারের প্রলয়সঙ্গীত বাজে

চাটুকারের দল চাটছে কেবল

বুদ্ধি বৃত্তি তাদের আজ সবই বিকল

তাদের লাজ লজ্জা নাই;

রাতের বেলা মহাচিন্তায় ঘুম আসেনা তাই ।

দিনের বেলাতে মন বসেনা কাজে

পেট্রোলবোমায় জীবন কোমায়

আর ধরপাকড়ে অচল হলো দেশ

আজ শান্তি নিরুদ্দেশ ।



আজ নিদ্রা নেই এই চোখে

আর দারুন ব্যথা এ্ই বুকে ।



একুশের চেতনারা আজ পথে বসে কাঁদে

একাত্তরও মূমুর্ষূ যেন কুচক্রীদের ফাঁদে।



ছবি-নেট

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: একুশের চেতনারা আজ পথে বসে কাঁদে
একাত্তরও মূমুর্ষূ যেন কুচক্রীদের ফাঁদে।


ভালই বলেছেন। কবিতা নিয়ে কিছু বলার নাই---যা ঘটছে তাই লিখেছেন।
তবুও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।দেশের সচেতন দেশপ্রেমিক সকল মানুষের এই অবস্থা আপু ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

জুন বলেছেন: শান্তির মা যেন মরে গিয়ে
অশান্তিরা সব বাধায় ঝগড়া ।
;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সবাই অশান্তিতে আছে । এর কি কোন শেষ নেই। #:-S

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
জুন বলেছেন: শান্তির মা যেন মরে গিয়ে
অশান্তিরা সব বাধায় ঝগড়া ।
||

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: দেশ জুড়ে অশান্তি মুন । শান্তির মা বোধ হয় মরে গেছে । আমরা কেমন বিভক্ত জাতিতে পরিণত হচ্ছে ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ফিউচার এরশাদকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, আবার জোড়া লাগায়ে দেবো এন শা আল্লাহ্ !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন সেটা হবে না । বৃহৎ দুইদল উদ্যোগ নিলে তবেই শান্তি আসবে । তাছাড়া কোন সুযোগ নেই সুপ্রিয় ব্লগার ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
দুইদল বৃহৎ না সেলিম, জনগণ সর্ববৃহৎ - এটা যখন বিশ্বাস করে, নিজ মনে প্রতিষ্ঠা করে সামনে এগুনো শুরু করবেন; এরপর শান্তি আসা সময়ের ব্যাপার মাত্র।
আমাকে ঘুম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ||

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মুন আমিও ঘুমের পক্ষে ।ঘুমহীন কয়দিন সুস্থ থাকা যায় ।জনগণ সর্ববৃহৎ সেই প্রেরণা থেকেই তো লিখা । দেখেন না কয়জন কেমন কমেন্ট করে । একেবারে জনগণ ভিউ তুলে ধরার চেষ্টা করেছি কবিতায় । আর কবিতা যদি বর্তমান সময়ের দিকে দৃষ্টি পাত না করে শুধু ফুল পাখি নিয়ে পরে থাকে তাহলে কি চলে ? কবিতা চূড়ান্ত সত্য বলে দিবে নিসঙ্কুচে। আপনি কি বলেন ?

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি বলি যে আমি এখন ঘুম ||

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: যাক তবু বলেন নি আমি এখন গুম । #:-S

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

আবু শাকিল বলেছেন: সহজ কথায় দারুন লিখেছেন।
ভাল লাগল কবি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ব্যাপরটাও সহজ । আমরা দেশের সব মানুষ বুঝি সব বুঝি ।
আর দুদলের কান্ডকারখানা দেখি । আমরা যে বুঝি সেটা বোধ হয় দলকানারা বুঝেন না ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সমসাময়িক কবিতায় ভালো লাগা।
১ম +++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।১ম ভাল লাগায় অনেক অনেক ধন্যবাদ ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


হতাশা ও ক্ষোভে শক্ত হচ্ছে চোয়াল, হৃদয়ে দ্রোহের আগুন জ্বলছে!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন চাঁদগাজী ধ্বসে পরুক অসততাসিংহাসন । বন্ধ হোক জ্বালাওপোড়াও রাজনীতি ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

বিদগ্ধ বলেছেন: শেষ লাইনগুলোর সাথে পুরোপুরি একাত্ম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দেশের বর্তমান প্রেক্ষাপটতো ওরকমই । কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

আরণ্যক রাখাল বলেছেন: ছন্দময় বর্তমান চিত্রে ভাললাগা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ঢাকাবাসী বলেছেন: কবিতায় ভাল লাগা। শুধুই দেখে যাওয়া হজম করে যাওয়া ছাড়া কিছু করার আছে বলে মনে হচ্ছেনা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।শুভকামনা নিরন্তর ।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

কলমের কালি শেষ বলেছেন: সংকীর্ণ বাস্তবতায় ঘেরা আজ দেশ ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

সুমন কর বলেছেন: একুশের চেতনারা আজ পথে বসে কাঁদে
একাত্তরও মূমুর্ষূ যেন কুচক্রীদের ফাঁদে।


পুরো কবিতায় চরম বাস্তবতা তুলে ধরেছেন। দারুণ।

৩+।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও + এ অনেক ধন্যবাদ নিরন্তন শুভকামনা ।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

আলম দীপ্র বলেছেন: দারুন বাস্তব ।
ভালো লাগল !
আছেন কেমন ভাই ????? :D :D

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি আলম দীপ্র আপনি কেমন আছেন ?

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

আলম দীপ্র বলেছেন: আছি ভাই কোনোরকম ! ব্লগ থেকে দূরে সরে যাচ্ছি ! কেমন জানি এলোমেলো সব !
ভালো থাকবেন :) !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




চলতি সময়ের দীর্ঘশ্বাস ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: কত মানুষ মরে গেল । যায় দিন ভাল আসে দিন খারাপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.