নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হৃদয়মালতী

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

হৃদয়মালতী ,

পদ্মরাগের ঘ্রাণ আমার চাই;

প্রয়োজনে হরতাল হবে

—অনির্দিষ্টকাল—

অবরোধে অবরোধে করে দেব সব ছাই;

—তোমার গরিমা—

শতশত মায়াবী ভ্রম মুছে দিয়ে

তোমাকে আমার করে চাই।



হৃদয়মালতী ,স্মৃতির মরিচায় দানো শান

রুদ্রমূর্তি খুলে ফেল প্রেরণার পালে ওঠুক বান ।



ফিরে এসো বাস্তবতায়

ক্ষণিকের এ্ই জীবনে বসন্ত থাকেনা চিরকাল।



কারাবাস ছেড়ে প্রকাশিত হও

—ভোরের সূর্যের মত—

জেগে ওঠ নাগিনীর ফনা তোলে;

স্মৃতির ধূলিতে পাহাড় গড়েছো যত—যাও ভুলে

গড়েছো —ব্যথার সমুদ্র নিঃসঙ্গতায় জ্বলে জ্বলে্ ।



শ্বাসরুদ্ধ প্রাসাদ ছেড়ে চলে এসো এ্ই দূরে

দূষিত প্রশ্বাস হোক শেষ।

ফুলে ফুলে অবয়ব ঢেকে ঢেকে

— এ কেমন ছদ্মবেশ!



হৃদয়মালতী, হৃদয় তোমার আজ ভুলের উপনিবেশ।



দূর কর যত বাঁধা আছে

তোমার পদ্মরাগের ঘ্রাণ পেতে

প্রয়োজনে হরতাল হবে

অবেরোধ হবে প্রেমের;

আমরণ অনশন হবে

পরোয়া নেই মরণে ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯

জাহিদ জুয়েল বলেছেন: খুব খুব ভাল লাগলো

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতার পরতে পরতে চমৎকার পঙক্তি । সুন্দর কবিতা উপহারে কবিকে অসংখ্য ধন্যবাদ । +++

কয়েকটা টাইপো আছে ।

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করে দেয়া হলো । কমেন্টে আর ভাল লাগায় নিরন্তর শুভকামনা ।

৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


চরম নোটিশ।

অধীর হৃদয়ের আকুল আবেদন; সুন্দর হয়েছে পংক্তিমালা

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি চরমপত্র !

ভাললেগেছে জেনে ভাললাগলো । ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।

৪| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
সেলিম আনোয়ার,
বাস্তবতায় ফিরিয়ে আনতে চাছেন। হরতাল অবেরোধ অনশনে মারা পড়বে না-তো ! মায়াবী ভ্রম মুক্ত হয়ে জগতের বাঁধায় আটকে যাবে না-তো !



১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সারা জীবন একা থাকার মানে কি? ভ্রমমুক্ত হয়ে আমার পানে ছুটে আসবে । কবি ভালবাসা দিয়ে তাকে সুখী করবে । মিলনে সুখ বিরহে নয় বিচ্ছেদে নয় ।

৫| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫২

বৃতি বলেছেন: সংগ্রামী ভালোবাসা- ভাল লাগলো, সেলিম ভাই :)

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালরাগায় ধন্যবাদ। যার জন্য সংগ্রামী ভালবাসা তার ভাল লাগুক । :)

৬| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: চমৎকার !

১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন।
+

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগা ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১

নাসরিন চৌধুরী বলেছেন: অসাধারণ একটা লেখা লিখেছেন মানে আমার পড়া আপনার যত লেখা পড়েছি এটি তার মধ্যে বেষ্ট।

শুভকামনা জানবেন কবি

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।

আপনার ভাল লেগেছে জেনে ভাললাগলো । আমি নবীশ কবি । #:-S

লিখতে লিখতে একদিন হয়তো সত্যিই লিখে ফেলবো কালজয়ী কোন কবিতা ! এমন প্রত্যাশা থাকা মন্দ নয় । :)

১০| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫১

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে বললে কম বলা হবে

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন ।

১১| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৫

মাসুম মুনাওয়ার বলেছেন: মুগ্ধ হলাম

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: মুগ্ধতায় কৃতজ্ঞতা । আর নিরন্তর শুভকামনা ।

১২| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২০

ভিটামিন সি বলেছেন: ও দাদা, এতগুলি শব্দ মিলনাত্মক ছন্দে আহবানের সুরে সাজালেন কিভাবে? আমি তো বিমোহিত।

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর ব্লগে সুপ্রিয় ভিটামিন সি । আপনি বিমোহিত জেনে আমি আভিভূত ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৩| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১২

বেলায়েত মাছুম বলেছেন:
ফিরে এসো বাস্তবতায়
ক্ষণিকের এ্ই জীবনে বসন্ত থাকেনা চিরকাল


কি কঠিন আহ্বাণ।

পরোয়া নেই মরণে ।

সাহসী পরিণতি।

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫২

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

বিদগ্ধ বলেছেন: মুগ্ধতা। ভালো কবিতা যত দীর্ঘ হয় ততই মজার।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ বিদগ্ধ ব্লগার । সত্যি ভাললাগার মুহুর্তগুলো সত্যি উপভোগ্য যতবেশি দীর্ঘ তত আনন্দের । তবে আমার কবিতা খুব সাদামাটা মানের ।

১৬| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৮

সোহানী বলেছেন: হায় হায় এমনিতে হরতার অবোরধে জীবন ত্রাহি ত্রাহি.... এখন যদি প্রেমে ও হরতাল দেন তাইলেতো গেছে :P :P :P :P ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দাবী দাওয়া না মানলে হরতাল ছাড়া কিই বা করার আছে ? :P :P :P ;)

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: হরতাল উইড্রো করবো না । এটা বহাল থাকবে । পরের কবিতাটি ড্রাফটে নিলাম ।

১৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯

সুফিয়া বলেছেন: তোমার পদ্মরাগের ঘ্রাণ পেতে
প্রয়োজনে হরতাল হবে
অবেরোধ হবে প্রেমের;
আমরণ অনশন হবে
পরোয়া নেই মরণে ।


খুব খুব খুব ভালো লেগেছে। +++

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ।

১৮| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা ভাই।

হৃদয়মালতী, হৃদয় তোমার আজ ভুলের উপনিবেশ।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.