নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের পারফরমেন্স আর একটি প্রশ্ন

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৭

নিশ্চিৎ করেই বুঝা যায় বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থান ।

নিউজিল্যান্ডের মাটিতে ইনফর্ম নিউজিল্যান্ডের সঙ্গে সমান তালে লড়াই

করে ক্লোজ মার্জিনে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ঘুম হারাম করে

তবেই হেরেছে। দলের নিয়মিত অধিনায়ক নেই । মাশরাফি না থাকা মানে

দলের সেরা বোলারটি নেই । নেই একজন মারুকুটে ব্যাটসম্যান । আজ

হারার সবচেয়ে বড় কারণ যেটি সেটি হলো দলের মুল প্রেরণা মাশরাফি

মাঠে অনুপস্থিত। খেলার পর্যালোচনায় কি হতে পারতো ব্যাপারটিতে

খুব সহজেই বাংলাদেশকে জিতিয়ে দেয়া যেত । শেষ মুহূর্তের দুটি সিক্স

না হলেই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যেত । ২৮৮ রান ভাল সংগ্রহ |



এমতাবস্থায় ব্যাটসম্যানদের ক্রিজে বেধে রেখে বোলিং করতে পারলে

ম্যাচ জেতা সময়ের ব্যাপার মাত্র হয়ে যায় । সেজন্য নিখুঁত লাইন ও

লেংথে বল করে যাওয়ার বিকল্প নেই । সেটি করা খুব কঠিন কিছু নয় ।

ভাল বলে মারতে গেলে আউট হওয়াটা স্বভাবিক । সেটি না করে

সাকিব আল হাসান স্পিন এটাক দিয়ে বল অপেনিং করলেন । কয়েকটি

উইকেটও তিনি ফেলেছেন । কিন্তু ম্যাচ জেতাতে পারেননি । সবচেয়ে

দ্রুত গতির বোলার রুবেলকে দিয়ে তিনি কেন অপেনিং করেননি সেটি

তিনিই বলতে পারবেন । নতুন বলে ফাস্টবোলাররা সুবিধা আদায় করে

নিতে পারেন ।পুরোনো বলে স্পিনাররা তা করে থাকেন । সাকিব যা

করলেন সেটি আজকের দিনে না করলেও পারতেন । খেলা শেষে দেখা

গেলো রুবেলের হাতে দু অভার বাকী আছে । আহামরি ধরণের স্পিনার

বাংলাদেশ টিমে নেই । সাকিবও রান দিয়েছেন বেশি । আর নিউজি --

ল্যান্ডের পিচগুলো ফাস্ট বোলিং সহায়ক । তারপরও দূর্দান্ত লড়াই করেছে

বাংলার টাইগাররা । সমানে সমানে লড়াই হয়েছে ।বিশ্বক্রিকেট বোদ্ধারা

বাংলাদেশ টিমের প্রশংসা করতে বাধ্য হয়েছে ।









আর নাসিরকে বোতলে ভরে ফেলতে সক্ষম হয়েছেন আমাদের বিসিবির

হনুরা । ম্যাচ উইনিং ব্যাটসম্যান নাসির এখন এমন পজিশনে ব্যাটিং

করেন যেখানে কোন স্বীকৃত ব্যাটসম্যান ব্যাটিং করেন না । জয়সুরিয়া

এক সময় লো্আর অর্ডারে ব্যাটিং করতেন স্টিভেন ওয়াহও ঠিক তেমন ।

সেখান থেকে তারা একটা সময়ে দলের সেরা ব্যাটসম্যান হয়ে ওঠেছিলেন।

জয়সুরিয়া হয়ে গেলেন ওপেনার আর স্টিভেন ওয়া ফোর ডাউনের সেরা

ব্যাটসম্যান । আর প্রতিভা পারফরমেনস থাকা সত্ত্বেও নাসির বিলুপ্তির

পথে ।এর জন্য দায়ী কে ?





এসব নতুন কোন ঘটনা নয় । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হনুদের রয়েছে

ন্যাক্কারজনক ইতিহাস । মিনহাজুল আবেদীন নান্নু হতে পারেতেন

বাংলাদেশ টিমের সেরা টেস্ট ব্যাটসম্যান । তাকে কোন টেস্টম্যাচ খেলতে

দেননি হনুরা । নান্নু ৯৯ এর বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলবেন না

বলে ঘোষনা দিয়েছিলেন । আসলে তাকে যে পরিমান হেনস্তা করেছে

বিসিবি তাতে কারো পক্ষেই অতটা অবজ্ঞা সয়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব

ছিলনা । এভাবে আল শাহরিয়ার রুকন, মেহরাব হুসেন অপি প্রতিভা

থাকা সত্ত্বেও ভ্যানিশ হয়েছেন ।



তামিম সহ অপেনিং ব্যাটসম্যানদের সীমাহীন ব্যর্থতা মনে করিয়ে দিবে

আশরাফুলের কথা । একসময় যার ব্যাট হাসলে বাংলাদেশ জিততো;

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক আর সাউথ আফ্রিকা । তাকে বেটিং

ক্যালেংকারিতে ফাঁসিয়ে এখন জুয়ার কো্র্টে জুয়া খেলে বেড়াচ্ছেন দলের

ম্যানেজার সাবেক গতি দানব!! খালেদ মাহমুদ সুজনরা।





দলে নতুন নতুন প্রতিভা আরো ছড়াচ্ছেন ।তার ম্যাচে জয় এনে দিচ্ছেন ।

আমরা বাহবা দিচ্ছি । আবার তারা হারিয়ে যাচ্ছেন । অস্ট্রেলিয়া ভারত

বা সাউথ আফ্রিকায় সেটি হচ্ছেনা ।তাদের সম্ভাবনার ফুল প্রস্ফুটিত হচ্ছে ।

আর আমাদের প্রতিভারা অজানা কারণে কালের ছলনায় হারিয়ে যাচ্ছেন ।

এমনটি হতে থাকলে সর্বোচ্চ সফলতা লাভ করা কোনদিনও সম্ভব হবে না ।





মাহমুদুল্লা অসাধারণ ব্যাটিং করে টানা ২য় ম্যাচে শতরান উপহার দিলেন

। এ বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটসম্যানদের রেকর্ড দূর্দান্ত । বিশ্বকাপে

বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে তাকালে দেখা

যাবে সিংহভাগ রেকর্ড ২০১৫র বিশ্বকাপে করা ।



এখন মাহমুল্লাহ সৌম্য মুশফিক সাকিব সাব্বিররা দারুন খেলছেন

তারা কি এভাবে খেলতে পারবেন । নাকী তারা হারিয়ে যাবেন যেমন করে

নিস্প্রভ হয়ে যাচ্ছেন ম্যাচ উইনার নাসির ।



বাংলাদেশ ক্রিকেট টিম উত্তোরোত্তর সফলতা লাভ করুক এই কামনা

থাকলো ।



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: মাহমুদুল্লা অসাধারণ ব্যাটিং করে টানা ২য় ম্যাচে শতরান উপহার দিলেন
। এ বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটসম্যানদের রেকর্ড দূর্দান্ত । বিশ্বকাপে
বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে তাকালে দেখা
যাবে সিংহভাগ রেকর্ড ২০১৫র বিশ্বকাপে করা ।

আসলে মাশ্রাফির অনুপস্থিতি আর কুয়ারটার ফায়নাল নিশ্চিত হয়ে যাওয়ায় খেলার
এ অবনতি । এর পরও বলব ওরা মন্দ খেলেনি । সামনে এদের নিয়েই তো যত আশার সম্ভবনা , কি বল কবি ।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

দধীচি বলেছেন: বাউরে সব দেখি ক্রিকেট স্পেশালিস্ট

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আশংকা থেকে লিখা ।

৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

দধীচি বলেছেন, বাউরে সব দেখি ক্রিকেট স্পেশালিস্ট ! B-)

ভালোলাগা, আর বাংলাদেশ ক্রিকেট টিম উত্তোরোত্তর সফলতা লাভ করুক এই কামনা আজ ১৭ কোটি বাঙ্গালীর- সবার! +++

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১:৩২

সচেতনহ্যাপী বলেছেন: শুধুই কামনা কোয়ার্টারে ভাল পারফরমেন্স দেখানো।।

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ সঠিকভাবে খেললে জয়লাভের সম্ভাবনা আছে সেই ম্যাচে ।

৫| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১:৪০

মিতক্ষরা বলেছেন: মাহমুদুল্লাহ যেরকম ভাবে খেলেছিলেন তাতে তাকে মনে হয়েছিলো পৃথিবী সেরা ব্যাটসম্যান। খুব ধৈর্যের সাথে হিসেব নিকেশ করে ঠান্ডা মাথায় খেলছিলেন। পার্টনার হিসেবে সৌম্য আর সাব্বির ছিল ভালো হেল্প। তামিম আর কায়েসের খেলা দেখে হতাশ হচ্ছিলাম। এরপর মাহমুদুল্লাহ এসে নৈপুন্যে ভরা খেলা দেখাল। টিম সাউদিদের তিনি যেভাবে নাকানি চুবানি খাইয়েছেন তা ছিল খুব উপভোগ্য।


ভারতের সাথে খেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশী। বাংলাদেশ দলের জয়ের লক্ষ্যে মাঠে নামতে হবে।

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর বলেছেন মাহমুদুল্লাহ ধারাবাহিকভাবে ভাল খেলুক আর অন্যরাও তারে সঙ্গে ব্যাট বলে জ্বলে ওঠুক তাহলেই ভাল করার সম্ভাবনা বেড়ে যাবে অনেক খানি ।

রকিবুল হাসানের কলাম পড়লাম তিনিও এমনটিই মন্তব্য করেছেন । স্পিন এটাক দিয়ে বোলিং শুরু করানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ।

এধরণের ম্যাচে এক্সপেরিমেন্ট অনুচিৎ। ম্যাচটি বাংলাদেশ দল জিততে পারতো ।

রুবেলের বোলিং ফিগার ৮-১-৪০-১। হাই স্কোরিং ম্যাচে মিতব্যয়ি বোলিং ফিগার । অথচ দুই অভার তার থেকে গেল ।আগের ম্যাচে তিনিই ছিলেন দলের সেরা বোলার ।

৬| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৪

দিশেহারা আমি বলেছেন: আমার মতে সবই ঠিক ছিল।
সমস্যা হয়েছে শেষ ৭/৮ অভারে বলার সিলেকশনে।



আরেকটা সূক্ষ্ম ষড়যন্ত্র লক্ষ করেছেন কি, বাংলাদেশ যখন ব্যাটিং করছিলো তখন পোকা মাকড়ে জ্বালায় সবাই অস্থির ছিল। এমনকি খেলোয়াড় দেরকেও স্প্রে মেখে খেলতে হয়েছিলো। আমি তো পুরাই খুশি সন্ধায় এর ভয়াবহতা কি হবে ভেবে।কিন্তু বাংলাদেশ যখন বোলিং এ এলো একটা পোকামাকড় ও চোখে পড়লো না।
কি নিখুঁত ষড়যন্ত্র রে বাবা B:-)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মত প্রকাশে ।

৭| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৫

মিতক্ষরা বলেছেন: ম্যাচটি বাংলাদেশ দল জিততে পারতো । এক পর্যায়ে সেরকমই মনে হয়েছিল। দারুন খেলেছে বাংলাদেশ।

ভারতের সাথে খেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা যথেষ্ঠ। যদিও ভারত বেশ শক্তিশালী দল। কিন্তু মানসিক চাপের মুখে অনেক সময়ই সবাই নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনা।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভারতের সঙ্গে বাংলাদেশ দলের জয়লাভের বিরাট সম্ভাবনা ।

৮| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬

সুমন কর বলেছেন: আজ হারার সবচেয়ে বড় কারণ যেটি সেটি হলো দলের মুল প্রেরণা মাশরাফি
মাঠে অনুপস্থিত - এটাই সত্য।


বাংলাদেশ দলের জন্য শুভেচ্চা রইলো।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভারতের সঙ্গে খেলায় তিনি থাকবেন এবং বিজয়ীর বেশে বের হবেন ।

৯| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯

টুম্পা মনি বলেছেন: আশরাফুলকে মিস করছি। আপনার লেখাটা এক ধরণের প্রতিবাদ অন্যায়গুলোর প্রতি।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আশরাফুলেরে ব্যাট হাসলে বাংলাদেশ দল জিতে যেত । ধন্যবাদ কমেন্টে ।

১০| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

ঢাকাবাসী বলেছেন: পুরো অন্তর দিয়ে খেললে বাংলাদেশ অবশ্যই ভারতের সাথে জিতবে। আমাদের শুভেচ্ছা।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে সুন্দর কামনা । জিতুক বাংলাদেশ ভারতের সঙ্গে ।

১১| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর বিশ্লেষন করেছেন । আমাদের দেশের ক্রিকেটাররা অবসরে গেলেই খেলা ভাল বুঝেন ।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

১২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: এন্ডারসন যখন আউট হয়ে গেলো, তখন ক্রিজে এলো সাউদি। আমি তখন আশা করছিলাম সাকিব রুবেলকে দিয়ে বোলিং করাবে। কারণ ভেটোরি এবং সাউদি কেউ স্পেশালিষ্ট ব্যাটসম্যান নয়। তাই স্পিন বোলিং এ ওরা যতটা রিক্স নিয়ে শর্ট খেলতে পেড়েছে, ফাস্ট বোলিং হলে সেটা মনে হয় করতে পারতো না। তাছাড়া রুবেলের গতির ঝড়তো ছিলই, যা দিয়ে ইংরজদের বধ করেছিল। সাকিব কি তবে পাঁচ উইকেট পাওয়ার লোভে এমনটা করেছিল? জানি না। তাছাড়া এমনটা ভাবতেও চাই না। আমরা চাই বাংলাদেশ একটা টিম হয়ে খেলুক।
নাসিরের ব্যাপারে আপনার মূল্যায়ন বছর খানেক আগের জন্য ঠিক ছিল। কিন্তু বর্তমান অবস্থায় মনে হয় এটা ঠিক না। কারণ নাসিরের মধ্যে ওপেনিং এ খেলার মতো যোগ্যতা কখনো চোখে পড়ে নাই। তবে বছর দুই আগে থেকে সেটা পরীক্ষা করে দেখা যেতো। সাব্বির এবং রিয়াদের ধারাবাহিক ভালো পারফর্মেন্স এর কারণে নাসিরকে টেনে উপরে তোলার কোন অপশনও নাই। সাকিব এবং মুশি তাদেরও নিচে নামানোর কোন অপশন নাই। সুতরাং নাসিরকে আরও অপেক্ষা করতে হবে। বিশ্বকাপের পরে ওকে ওপেনিং এ নামিয়ে একটা পরীক্ষা করে দেখা যেতে পারে। বিশ্বকাপে পরীক্ষার কোন সুযোগ নাই। সৌম্য সরকার ভবিষ্যতে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হবে বলে মনে হচ্ছে।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমি নাসিরকে অপেনিং এ নামানোর পক্ষে। তাকে ওখানে নামালে খারাপ হবেনা ।ফ্লপ অপেনিং জুটির জায়গায় নেমে দারুন সফল হলে অবাক হবো না । নাসির নিজেকে ফিরে থাক এই কামনা । আর সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।

১৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুধুই কামনা কোয়ার্টারে ভাল পারফরমেন্স দেখানো।।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাবনা । বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভাল খেলুক এই কামনা থাকলো ।

১৪| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


পড়ছি, ক্রিকেটে সবার মত কেন যে উচ্ছল হতে পারি না!

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি! সারাবাংলাদেশ এখন বলতে গেলে ক্রিকেটে আচ্ছন্ন্ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.