নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মুখরা রমনী বশীকরণ

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭





অহংকারে মাটিতে পা পরে না তোমার । নিজেকে ভেবে রেখেছো স্বর্গের

হুরপরী । তারপর কল্পনায় হয়ে যাও আকাশের নক্ষত্র । যদিও তারকাদের

খসে পরা দৃষ্টিগোচর হয়না তোমার । তুমি কখনো দেখনি মানুষের

পরিণতি। তুমি ভাবনি মানবসৃষ্টির কায়দা কানুন। তুমি ভাবনি অন্য

সবার মত তুমি সৃষ্টি হয়েছো এক ফোটা নাপাক বীর্য থেকে ।



তুমি যে সুগন্ধি গায়ে মেখে বেড়াও যে প্রসাধনীর শ্রাদ্ধ করো সেটি তুমি

নও । নিজেকে পোলাও কোর্মা করতেই এসব গরম মসলা ব্যবহার করো ।

খেল তামাশা জীবন নয় । জীবনের আছে ক্ষয়। আছে পরিণতি সমাধির ।

তোমার সাধনার ত্বকে জং ধরে যাবে এক যুগ পর । কোন যুবক

দ্বিতীয়বার ফিরে তাকানোর পাবেনা অবসর ।



খুব শীঘ্রই তোমার সম্পদ তোমার থেকে ছুটে যাবে । মৃত্যু শাসিত জীবনে

সেগুলি বিঘ্ন সৃষ্টি করতে পারে শুধু। আর পারে বৈষম্য সৃষ্টি করতে। দূরত্ব

গড়তে । জবুথবো বটবৃক্ষের মত করুনার পাত্র হবে। পাড়া- প্রতিবেশির

উৎসুক দৃষ্টি বিনোদনের খোরাক খুঁজে বেড়াবে । হতে পারে একযুগ পর

তুমি সৃষ্টিক্ষমতা হারিয়ে জড়পদার্থ হয়ে যাবে । মনে মনে খুঁজে বেড়াবে

টাইম মেশিন । মেটানোর সাধ হবে কোন বামনের ভালবাসার ঋণ ।

অথবা কোনদিনও বোধ উদয় হবে না তোমার ত্বকে ।



তুমি আলোর মশাল জ্বালিয়ে ব্যবধান কাব্য লিখে যাবে শিলাদলে !



ভেবেছো কখনো ? তুমি সেই লোকটির চেয়ে নিঁচু যে গরীবের ময়লা গায়ে হাত তুলে অন্যায়ের প্রতিবাদ করে ? তুমিতো তাকে অস্পৃশ্য ভেবে তার থেকে দূরে থাকো । তার ছোঁয়াতে অহংকারের প্রাসাদে ধ্বস নামার ভয়ে।

সাম্যের গান গেয়ে তুমি গঙ্গাজল ঢেলে দাও ঠোঁটে। কিন্তু তুমিতো সৌম্য

নও ।



তোমারও আছে বৈষম্যের বিভীষিকা। তুমি অর্থ দিয়ে বিভীষিকা

কেনো । তুমি এরোপ্লেনে উঠে রিকশাকে অপদস্ত করো । তুমি প্রাসাদে

থেকে কুঁড়েঘরে থুথু ফেল । তোমার খামখেয়ালপিনা অহমিকার ছদ্মবেশ । ভুলে ভরা জীবন তোমার চলছে স্রোতস্বীনির মত। তবু এতটুকু মনে

রেখো





তোমার জন্য গড়েছি আমি ছোট্ট একটি নীড় ।

সেখানেই পাবে খুঁজে জানি শান্তি নদীর তীর ।



না হলে শত ধিক্কার তোমাকে প্রিয়তমা ! তুমি হয়ে যাও আসমান !! দূর থাকো এই মর্তের পৃথিবী থেকে! লুকিয়ে রাখো সূর্যের রুদ্র রূপ। তাতে গা পোড়ে যাবার ভয় । তাতে শান্তি রাতের বিদায় নিহিত ।

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




বেশ অভিমানী কবিতা ।

ঠিক এরকম একটা ভাব নিয়ে আমার একটি কবিতা লেখা আছে বেশ আগের । আপনার কবিতার প্রথম লাইনটি দেখেই এ কথা বলা ।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা শুধু মাত্র কবিতা । আর কিছু নয় ।

কমেন্টে ধন্যবাদ।

২| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৬

ঢাকাবাসী বলেছেন: এরকম পাখির বাসা বড়ই দুর্লভ দৃশ্য! ভাল লেগেছে। অভিমানী ।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এরকম একটি বাসাতে ভালবাসা ঘিরে থাকে । দূরে সরে থাকার সুয়োগ নেই । খুব কাছে থেকে শুধু লেপ্টালেপ্টি ভালবাসা।

কত রাজা হয়েছেন ফকির
কত রাজকন্যা হয়েছেন অস্থির ।


এরকম পাখির বাসার জন্য । :)

৩| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৬

সোহানী বলেছেন: মানে কি !!!! মুখরা রমণী কোথায় বশীকরন করলেন ???? একটু সহানুভূতিশীল হবেন... তা না.... এত দেখি তারে অভিশাপে জর্জরিত করে আস্তাকুড়ে ফেললেন....... :-P X( X( X( X( X( X( X( X(

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার জন্য সব করা যায় । অভিশাপ কোথায় দিলাম ? ভালবাসা দূরে ঠেলে দেয়ার ভয়ানক পরণতি উল্লেখ করে পরম মমতায় কাছে টেনে নিলাম। যদি উপলব্ধি করতে পারে ।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব অভিমানী কবিতা। যার জন্য অভিমান, তিনি আশা করি বুঝবেন। কবিতায় ভালো লাগা।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সেই বোধ ওর আছে নাকি ? ওর তো কবিতা খেলেই হয় । আমি তো আর তা নই । :(

সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

পুনশ্চ শুভকামনায় ধন্যবাদ ।

৫| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২০

জুন বলেছেন: তুমি যে সুগন্ধি গায়ে মেখে বেড়াও যে প্রসাধনীর শ্রাদ্ধ করো সেটি তুমি
নও ।
:-*
কি ব্যাপার এ দেখি কবির প্রেয়সীর প্রতি অভিসম্পাত B:-)

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি নিজেকে সামান্য প্রসাধনী ভাবে ও । কিন্তু সেতো সামান্য সুগন্ধি নয়। সে তো একজন গুণবতী কন্যা । একজন মানুষ। ভোগ্য পণ্য না হয়ে তার মানুষ হয়ে ওঠাটাই বেশি প্রয়োজন ।

প্রকৃত ভালবাসা না পেলে এর চেয়ে বড় অভিশপ্ত জীবন আর কি হতে পারে ? কেউ নিজেকে অভিশপ্ত করতে চাইলে কে তাকে বাঁচাবে?

৬| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫

যুগল শব্দ বলেছেন:
তোমার জন্য গড়েছি আমি ছোট্ট একটি নীড় ।
সেখানেই পাবে খুঁজে তুমি শান্তি নদীর তীর ।


:-* :-* :-* ++++

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৭| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন। অনুভূতির প্রকাশ বেশ তীক্ষ্ণ।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৮| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন:

আবারো অভিমান পাইছি, তাই ভাল্লাগছে।

অফ দ্যা টপিক কথা, পরামর্শ চাননাই, তবুও।

চান্স পাইলে কানের আধা আঙ্গুল নীচে ঠাডাইয়া একটা থাপ্পর দেন, সব আবজাব ভাব, ফাকা বুলি হাওয়া হইবে নিশ্চিত। অবলা ভাইবা নারীরে ছাইড়া দেয়ার সময় সেই কবেই শেষ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাললাগায় ধন্যবাদ। ঠাডাইয়া দিবো অন্য কিছু থাপ্পর নয় ;)

৯| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিমানের দারুণ প্রকাশ।++

ভাল লাগা কবিতায়।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্টে ও পাঠে ।

১০| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

এম এম করিম বলেছেন: ছত্রে ছত্রে অভিমান ফুটে বের হলো।
ভালো লেগেছে কবিতা।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিমানি মন নিয়ে লিখা। কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।

১১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৬

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বাবই পাখির বাসা..................দেখতে দৃষ্টিনন্দন।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ওটা পায়াইন্দার বনে ঝুলে থাকা বাবুই পাখির বাসা । দারুন সুন্দর দেখতে । ওটা প্রতীক মাত্র । ভালবাসার ছোট্ট ঘরে সুখ থাকে রাজপ্রাসাদে নয় ।

কমেন্টে ধন্যবাদ ।

১২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

সায়েদা সোহেলী বলেছেন: "বশীকরণ" মানে হচ্ছে অন্যকে নিজের বসে বা নিয়ন্ত্রণে নেওয়া , তাইতো?

এটা ত কোন ভালো কথা নয় কবি , তা সে রমনী মুখরা হোক বা কোন মুখচোরা পুরুষ! ! কাউকে নিয়ন্ত্রণে নেওয়ার অভিপ্রায় রাখাটা কবিদের জন্য একরকম অপরাধের মধ্যেই পরে, কি বলেন? ? :)

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি নিজেই বশীকরণবিদ্যার জননী । তাকে বশীকরণ করা অন্যায় হবে না । মুখচোরা পুরুষকে বশ করবো কেন ?

তাকে যে আমার চাই ।তার জন্য আমার বাবুইপাখির বাসা ।
অপরাধ? ন্যায় অন্যায় জানিনে জানিনে তাহারে জানি তাহরে জানি ...... :) :) :P

১৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

কলমের কালি শেষ বলেছেন: কঠিন অভিমান দেখতেসি পুরা কবিতায় । ইতা কুনু কতা ? এমন রমনীর খপ্পরে না পড়াই ভাল ।

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সে যে আমার স্বপনচারিনী ।

১৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: অহংকারের জবাবটা যথেষ্ট দৃঢ়তায়ই দিয়েছেন দেখা যায়। :)

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

ভাল থাকবেন সবসময় ।

১৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: লেখনীর মাঝে ভাষা তরঙ্গের নতুনত্ব , পোস্টে ভাললাগা ।

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু সুন্দ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১৬| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ প্রফেসর শঙ্কু

১৭| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: ভিন্ন রকমের কবিতা পেলাম। মানে অাপনি যেমনটি লিখে থাকেন।

প্রথম প‌্যারা বাদে সবটুকু অসাধারণ হয়েছে। ভাল লাগা।

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। মুক্তগদ্য লিখাকে আমি অতটা দক্ষ নই ।
তারপর ওকিছু অংশ ভাললেগেছে আপনার ওটাই অনেক বড় পাওয়া ।

১৮| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩২

এম এল গনি বলেছেন: পড়ার পরে বুঝলাম, এ আসলে কবিতা | সুন্দর লিখেছেন |

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

যাক এটলিস্ট বুঝতে পেরেছেন এটি কবিতা মত হয়েছে সে আপনার যোগ্যতা। লিখার বিচারে এটি হয়তো অং বং টাইপ কিছু ।

১৯| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন:


অভিমানী কবিতা পইড়া
আমারও সেইরাম মনে হইতেছে B-))

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

২০| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিন অভিমানী কবিতা !! তারপরও সুন্দর

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২১| ১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

শ্রাবণধারা বলেছেন: মনে হলো অপ্রাসঙ্গিক ভাবে কবিতার নামটা ধার করেছেন শ্রেক্সপিয়রের "The Taming of the Shrew" এর বাংলা নাম থেকে ।

শুভকামনা রইলো ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: এই নামে একটি নাটক হয়েছিল ।গোলাম মুস্তফা তার ঝাল মরিচ নায়িকাকে বশ করেছিলেন ।হু সেটি শেকেসপিয়ার সাহেবের লিখা নাটকের বাংলা সংস্করণ ।

হৃদয়মালতী বশীকরণ নাম দিতে গিয়েও দেইনি ।মনের মধ্যে উক্ত নামটি ঘুরঘুর করছিল ।তাই দিলাম ।

২২| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

রোদেলা বলেছেন: তোমার জন্য গড়েছি আমি ছোট্ট একটি নীড় ।
সেখানেই পাবে খুঁজে জানি শান্তি নদীর তীর ।-
দারুন।।

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । সুপ্রিয় ব্লগার ।

২৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

নতুন নকিব বলেছেন:



প্রচন্ড ক্ষোভ।
ঝড়ে ঝড়ে পড়ে।
কবিতার ছত্রে ছত্রে।

ক্ষোভের অনলে।
পুড়ে পুড়ে রোদ।
স্নিগ্ধতা আনুক মর্ত্যে।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.