নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির সীমানাপার

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৪







স্মৃতির সীমানাপার



আমি শুধু হাঁটবো

বাংলার পথে পথে — কাদাজলে,

শুদ্ধ বাতাসে শুদ্ধ নিঃশ্বাসে সকল ব্যথা যাবো ভুলে

আমি শুধু হাঁটবো স্মৃতির জমিনে মাথা তুলে।

আমাদের কাদা জলে

তোমার স্মৃতির জমিনে

কদম ফেলে ফেলে।

আমি আঁকবো মনে মনে সাতরঙা এক নাও

কষ্ট দেবার প্রত্যাশা তাই দুঃখরা ভুলে যাও।

সাতরঙা সেই নায়ে

দুঃখ নদীর অশ্রুগুলি

পার হবো এক পায়ে।

সেখান থেকে উদাসী ধূসর গাঁয়

হাঁটবো সেথা স্মৃতির নগ্নপায়।

এবার তোমার স্মৃতি ডাকবো কাছে —ইশারায়

তুমি থাকো আর না থাকো

তোমার স্মৃতি করবে খেলা—আমার আঙিনায় ।

হেঁটে হেঁটে দুঃখ আমি করবো সীমানার উপার

ভালবাসলে ভাসবে তুমি শোকের অথৈ পাথার ।





মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: _________বর্ষণে বর্ষণে সিক্ত করে দাও
____________________________আততায়ী এই ক্ষণ ।

শেষটা অসাধারণ। ++

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪

সুমন কর বলেছেন: তুমি থাকো আর না থাকো
তোমার স্মৃতি করবে খেলা—আমার আঙিনায় ।


অামার কাছে প্রথমটি বেশী ভাল লাগল। ২য়টি মোটামুটি।

৩য় ভালো লাগা।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ভালো লাগল।

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

দীপংকর চন্দ বলেছেন: সাতরঙা সেই নায়ে
দুঃখ নদীর অশ্রুগুলি
পার হবো এক পায়ে।


মুগ্ধতা!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় দীপংকর চন্দ । নিরন্তর শুভকামনা ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দারুণ মুগ্ধপাঠ প্রিয় সেলিম আনোয়ার..!! অসাধারণ লাগল...

শুভেচ্ছা।।।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো ছন্দময় পাঠ...


শুভকামনা সেলিম ভাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার.. :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

ডট কম ০০৯ বলেছেন: সুন্দর কথামালা।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: সাতরঙা সেই নায়ে
দুঃখ নদীর অশ্রুগুলি
পার হবো এক পায়ে।

দারুণ কথামালা। ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লাগল। প্লাস

১২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায়+++ভাল লাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.