নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুখের বান্দরবানে, আমি যাবো সেখানে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ছবি নবীনগর ভূমিধ্বস

আমি যাবো বান্দরবানে
বর্ষার প্রবলবর্ষণে __ভূমিধ্বস হয়েছে ওখানে ।
এখন আছি বন্দর নগরী চট্টলায়
এখানে পাহাড় ধ্বস হয়েছে আমিনটিলায় ;
মরে গেছে এক মধ্যবয়সী নারী,
মরে গেছে গোয়ালের গরু___ ভেঙে গেছে বাড়ী
শান্তি নগর পাহাড় ধ্বসে মরে গেছে ৭ খান !
পাহাড়টির গায়ে বেশ কিছু ভয়ংকর ফাটল দেখে চেহারা হলো ম্লান।
ঠিক মসজিদটার দিকে খাড়া ঢাল বিপদের লাল সিগনাল হয়ে
চোখ রাঙাচ্ছে আশংকা- সেটিও হতে পারে বিধ্বস্ত যে কোন সময়ে।
অপরিকল্পিত বসত গড়ে মানুষ আর প্রকৃতির বিনাশ আনছি ডেকে
তাই প্রকৃতিক দূর্যোগ নাম হলেও মানুষই বেশি দোষী প্রকৃতি থেকে।
বান্দরবানে রয়েছে দেশের সর্ববৃহৎ ল্যান্ডস্লাইড আশংকা,
সাঙ্গু নদীর তীরে পাহাড়ের ফাটল ঘিরে হয়তো মরণ বাজাবে ডংকা ।
সেখানে লামা আর কয়েকটি জায়গাতেও মরে গেছে কত তাজা প্রাণ
কক্সবাজার টেকনাফ আর মহেশখালিতে ঘর বাড়ি ভেঙে খান খান।
আমাদের অপরিকল্পনা মৃত্যু ডেকে আনে
আমরা পহাড় কেটে কেটে করছি দুর্ঘটনা সবখানে।
অতি বর্ষণে ভুমি ধ্বস হয় ঠিক
তবু জীবনের বিনাশে আমাদের ভূমিকা অধিক ।
আমাদের হতে হবে আরও সচেতন
ভয়ানক কোনখানে আরনয় আবাসন ।
আমার আছে মনে___ দুখের বান্দরবানে
কি যেন যাতনা তোমার _____ আমি যাবো সেখানে ।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপরিকল্পিত বসত গড়ে মানুষ আর প্রকৃতির বিনাশ আনছি ডেকে
তাই প্রকৃতিক দূর্যোগ নাম হলেও মানুষই বেশি দোষী প্রকৃতি থেকে।

আমাদের অপরিকল্পনা মৃত্যু ডেকে আনে
আমরা পহাড় কেটে কেটে করছি দুর্ঘটনা সবখানে।
অতি বর্ষণে ভুমি ধ্বস হয় ঠিক
তবু জীবনের বিনাশে আমাদের ভূমিকা অধিক ।

সহমত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: সচেতনতামুলক এবং বর্তমান আশংকাজনক অবস্থার বর্ননা করে পোস্ট। ভালো বলেছেন কাব্যের ছলে। মানুষ নিজের করুন পরিনতি নিজেই আহবান করছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । এখনকার ভূমিধ্বস গুলো প্রধান কারণ অতি বৃষ্টি। ভূমি গঠনও এর অন্যতম নিয়ামক ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০

সুমন কর বলেছেন: আমাদের অপরিকল্পনা মৃত্যু ডেকে আনে
আমরা পহাড় কেটে কেটে করছি দুর্ঘটনা সবখানে।
অতি বর্ষণে ভুমি ধ্বস হয় ঠিক
তবু জীবনের বিনাশে আমাদের ভূমিকা অধিক


সহমত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা প্রাকৃতিক দুর্যোগ নয় , মনুষ্য সৃষ্ট । কাব্যে ভাল লাগা সেলিম ভাই ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: পানির উপস্থিতির মাত্রা নির্ধারণ করে ইন্টারনাল ফ্রিকশন এংগেল । যত বেশি বালুস্তরের ফাকাগুলো পানি দিয়ে সম্পৃক্ত হবে ইন্টারনাল ফ্রিকশন এংগেল কমেগিয়ে বালু পানির মত প্রবাহমান বৈশিষ্টের অধিকারী হবে এবং মুভ করবে আর ঘটে যাবে ল্যান্ডস্লাইড ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

সাহসী সন্তান বলেছেন: চমৎকার বর্ননা! তবে ভাই শুধু বান্দরবন না। আমার জানা মতে বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপকূলীয় জেলাতেই এই ভূমি ধস ঘটছে। উদাহরন সরুপ আমার কর্মস্থলের পাশেই গতকাল রাতে হঠাৎ করেই প্রায় আধামাইল এলাকা জুড়ে প্রায় দুই থেকে আড়াই ফুট জমি নিচে দেবে গেছে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: এ ব্যাপারে আমি এখন গবেষণা করছি হবে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: @ সাহসী সন্তান । জায়গাটির নাম জানতে চাই । এবারে আমি এখন কাজ করছি । শুধু আপনি নন সবার কাছে আপনা অনরোধ চট্টগ্রাম বান্দরবান আর কক্সবাজার জেলার কোথাও ভূমি ধ্বস খবর থাকলে আমাকে জানিয়ে বাধিত করবেন ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাম্প্রতিক সময়ে বেশ কিছু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, জানমালের ক্ষতি হয়েছে সাথে। এই প্রেক্ষাপটে আপনার কবিতাটি আসলেই ভিন্নতর প্রতীকী প্রতিবাদ। যথার্থই বলেছেন,

আমাদের অপরিকল্পনা মৃত্যু ডেকে আনে
আমরা পহাড় কেটে কেটে করছি দুর্ঘটনা সবখানে।
অতি বর্ষণে ভুমি ধ্বস হয় ঠিক
তবু জীবনের বিনাশে আমাদের ভূমিকা অধিক ।
আমাদের হতে হবে আরও সচেতন
ভয়ানক কোনখানে আরনয় আবাসন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভূমি ধ্বসে এ বছর প্রায় ২০ জনের অধিক মারা গেছে

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সাহসী সন্তান বলেছেন: না ভাই, এটা চট্রগ্রাম, বান্দরবন বা কক্সবাজারে নয়। এটা হলো বরিশালে। তবে এ ব্যাপারে আপনি যেহেতু গবেষনা করছেন সেহেতু যদি এই অঞ্চলের কোন ঘটনা আপনার কাজে লাগে তাহলে বলবেন। আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে সহযোগীতা করার জন্য!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বরিশালে কাজ করার সুযোগ নেই । :)

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

তারছেড়া লিমন বলেছেন: যেখানেই থাকি না কেন মন তো পড়ে রয় প্রিয়জনদের কাছে............. কবিতায় ভাললাগা রইল।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

মহান অতন্দ্র বলেছেন: আমিও দুঃখ পেলাম। সুন্দর কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

রাসেলহাসান বলেছেন: ছন্দে ছন্দে বেশ বলেছেন!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

দর্পণ বলেছেন: গুড ওয়ান। বান্দরবানের মানুষেরা ভালো থাকুক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

রাবেয়া রব্বানি বলেছেন: হুম

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমাদের হতে হবে আরও সচেতন ........................ ভালো থাকুন সবসময়। অনেকদিন পর..................

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪

শায়মা বলেছেন: বান্দরবানের একই অবস্থা!!!!!!:(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে । কিন্তু যখন লামার হাসপাতাল পাড়া ভূমি ধ্বস কেউ দেখবে সে বুঝবে দুঃখ কি জিনিস? বারিড এলাইভ বলে একটা শব্দ আছে ।স্থানীয় লোকদের কথা শুনে মনে হল সে দৃশ্য দেখলাম । শৈলপ্রপাতে গেলাম ঘুরতে কি দারুন ঝরণা কলকল করে পানি ঝরছে।দেখছি আর মুগ্ধ হচ্ছি ।হঠাৎ খেয়াল করলাম সেখানেও ল্যান্ড স্লাইড হয়েছে ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১

জুন বলেছেন: সৌন্দর্যের পাশাপাশি দু:খে ঘেরা বান্দরবন ।
ভালোলাগলো সেলিম আনোয়ার আপনার কবিতা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি সব সৌন্দর্যের বোধ হয় দুঃখ থাকে। একটি কথা না বলে পারছিনা । ভূমিকম্পের চেয়ে ল্যান্ড স্লাইড আমাদের বড় সমস্যা ।
কারণ ল্যান্ড স্লাইডে মানুষ মারা যাচ্ছে ।ডাবল ফিগারে মৃতের সংখ্যা । ভূমি কম্পে কিন্তু এমন খবর নিকট অতীতে নেই। বর্ষাকাল মানেই ভূমি ধ্বস আর ভূমিধ্বস মানে মানুষ মারা যাওয়া । মানুষ পাহাড় কেটে বাড়ি বানিয়ে সে বিপদ তরান্বিত করছে ।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

ধূর্ত উঁই বলেছেন: শায়মা বলেছেন: বান্দরবানের একই অবস্থা!!!!!!:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.