নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জিলিপি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯



নারী তুমি কাঁদতে জানো
মরুভূমি ভেজাও জলে;
নারী তুমি শাখের করাত
দিগ্বিজয়ী মোহের তলে।

ছলনার সাত সকালে সূর্য ডোবাও
বিকেলে আকূতি ভেঙে সূর্য ওঠাও
যাদু তুমি কেমন মধু ঢাল প্রাণে
বধু বেশে অবশেষে যাও কোন উঠানে ?
যেমন খুশি তেমন সাজো দুনয়নের সমুখপানে
ভোরের বেশে ঘোরের নেশে কোন স্বপনে আপনপ্রাণে?

সাত যুবকের বুকটা ফাটাও বাঁকা ঠোঁটে
কোন বাগানে তোমার সনে রক্তজবা গোলাপ ফোঁটে?

নারী তুমি কোমল মনে প্রেমের বনে
নারী তুমি মায়ার মেলা রঙিন মনে ।

নারী তুমি সৃষ্টি করো ভাঙো গড়ো হাজার উঠুন
নারী তুমি বাজাও বীণা ইচ্ছে মতন যখন তখন।

নারী তুমি কেমনে হাসো কেমনে কাঁদো তুমি জানো,
নারী তুমি সাত জনমের আঁধার ঠেলে আলোক দানো।
নারী তুমি মায়ের রূপে সবার উপরে বোনের মত স্নেহের সীমা,
নারী তুমি অপ্রিয় সব ব্যথা ঘেরা জোছনা ভরা এক প্রিয়তমা ।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

সিপন মিয়া বলেছেন: দারুল!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

আবু শাকিল বলেছেন: চমৎকার সেলিম ভাই।
ঈদের শুভেচ্ছা জানবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । :)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

ঢাকাবাসী বলেছেন: নারীর প্রসংসা ভাল লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

রিকি বলেছেন: নারী তুমি কেমনে হাসো কেমনে কাঁদো তুমি জানো
নারী তুমি সাত জনমের আধার ঠেলে আলোক দানো।
নারী তুমি মায়ের রূপে সবার উপরে বোনের মত স্নেহের সীমা
নারী তুমি অপ্রিয় সব ব্যথা ঘেরা জোছনা ভরা এক প্রিয়তমা ।


ভাইয়া একদিকে প্রশংসা, আর এক দিকে---কবিতার নাম জিলিপি !!!! :|| :|| :||

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কেন জিলিপি তো অনেক সুস্বাদু মিষ্টান্ন । অনেকের কাছে দারুন প্রিয় জিলিপি । আবার জিলিপির আছে রহস্যজনক প্যাঁচ । আর দোষে গুণে মিলে তো মানুষ । নারীদের অবলা বললেও তারা কিন্তু প্রভাব বিস্তার করতে সক্ষম ।বা করে থাকেন ।দিনকে রাত করে ফেলার যোগ্যতা আছে নারীর । তারা রাধেন আবার চুলও বাঁধেন আবার চাকুরীও করেন ।

্আবার ঘসেটি বেগম একজন নারী । মার্গারেট থেচারও নারী ঝিলেন ।

জিলিপি জটিল জিনিস । তদ্রুপ মানুষও । কবিতার নাম কি হতে পারে ??

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: "Woman is a ray of God . She is not earthly beloved : she is creative, not created ." - sufi poet Rumi
নারীর একটি অসাধারণ গুন অথবা শিল্প সে ভালোবাসে , ভালোবাসা শেখায় , ঘড় বাঁধে , ঘড় বাঁধতে শেখায় । মায়ার জালে বেঁধে রাখে একটি সংসারকে , লোকে তাকে ভুল বোঝে , বোলে ছলনাময়ি । আপনার কবিতা ভালো হয়েছে , শুধু ভালো বললে ভুল হবে , অনেক ভালো হয়েছে । তবে সাবধান একবার যদি ঐ জিলিপির প্যাঁচে পরেন একেবারে সেঁটে যাবেন একেবারে বেরোতে পারবেন না , এ কিন্তু যেন তেন প্যাঁচ নয় , স্বর্গীয় প্যাঁচ । B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । দারুন কমেন্ট করেছেন ।কমেন্টে ডাবল প্লাস ।

গুলশান কিবরীয়া বলেছেন: "Woman is a ray of God . She is not earth beloved : she is creative, not created ." - sufi poet Rumi
নারীর একটি অসাধারণ গুন অথবা শিল্প সে ভালোবাসে , ভালোবাসা শেখায় , ঘড় বাঁধে , ঘড় বাঁধতে শেখায় । মায়ার জালে বেঁধে রাখে একটি সংসারকে , লোকে তাকে ভুল বোঝে , বোলে ছলনাময়ি । আপনার কবিতা ভালো হয়েছে , শুধু ভালো বললে ভুল হবে , অনেক ভালো হয়েছে । তবে সাবধান একবার যদি ঐ জিলিপির প্যাঁচে পরেন একেবারে সেঁটে যাবেন একেবারে বেরোতে পারবেন না , এ কিন্তু যেন তেন প্যাঁচ নয় , স্বর্গীয় প্যাঁচ । B-)

কমেন্টে ভাল লাগা ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: ছবিটা এমন করে দিলেন কেন, কবি !! ;) কোন বিশেষ বন্ধু আছে নাকি ... :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ছবি হিজিবিজি করে দিলাম । কবিতার ভাবের সঙ্গে মিল রেখে ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
নারী তুমি কোমল মনে প্রেমের বনে
নারী তুমি মায়ার মেলা রঙিন মনে ।
-------------

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

ভালবাসা পেয়ে ধন্য হলাম ।


ভাল থাকবেন খুব :`>

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

শামীম আরেফীন বলেছেন: সুন্দর কবিতা। তবে "জিলিপি" শিরোনামটা কবিতার সারভাব বোঝালেও কেন যেন ভারসাম্য হারাচ্ছে। অর্থাৎ কবিতার সাথে যাচ্ছে না বোধ হয়। কবিতায় ভালোলাগা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সু্ন্দর কমেন্টে ধন্যবাদ । আমার কাছে জিলিপি নামটি ভাললেগেছে ।তবে ভারসাম্য হারিয়েছে মনে হয়ে থাকলে এর নাম কি হতে পারে বলে আপনার কাছে প্রশ্ন থাকছে । শ্রেয়তর নামটি নিতে কার্পন্য করবো না । :)

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

কয়েস সামী বলেছেন: সুন্দর লেখা। তবে নামটা যাচ্ছে না যেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কয়েস সামী বলেছেন: সুন্দর লেখা। তবে নামটা যাচ্ছে না যেন! ।



আমার কাছে নামটি যথোপযুক্ত মনে হয়েছে ।সত্যি বলতে বাস্তবে কোন কিছু সহজ নয় । সবকিছুর পক্ষে বিপক্ষে মত থাকে ।সব কেমন প্যাঁচানো ।।

যদি উপযুক্ত কোন নাম পেয়ে থাকেন উল্লেখ করার অনুরোধ থাকলো ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

রিকি বলেছেন: ভাইয়া কবিতার নাম হতে পারে---লাড্ডু !!!! B-)) B-)) একেক জনের একেক মত এটা নিয়ে--- নারীকে নিয়েও তো তাই !!!! ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ । লাড্ডু হলে হতে পারতো । আমি ক্লাস্টার্ড ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ভূ-তাত্ত্বিক দিক বিবেচনা করলে এটাকে কঙ্গলোমারেট নাম দেয়া যায় । ;)

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

রিকি বলেছেন: হ্যাঁ একেবারে পারফেক্ট ভাইয়া !!! B-))

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: হাসি দেখে ভয় পেলাম আপু। এখানে কোন প্যাঁচ নাইতো ??? #:-S

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

রিকি বলেছেন: নাহ না !!!! B-)) B-)) সরল হাসি দিলাম আর কি !!! :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: এই বার ভালু লাগছে । এর নাম রঙধনু দিতে চেয়েছিলাম । আমার কাছে সেটা শ্রেয়তর মনে হচ্ছে এখন । :)

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

শামছুল ইসলাম বলেছেন: ঈদ মোবারক সেলিম ভাই।
আপনার কবিতা মানেই বিশেষ কোন ম্যাসেজ।
কখনো কখনো ম্যাসেজটা আমি ঠিক মত ধরতে পারি না।
তাই মন্তব্য করা থেকে বিরত থাকি।
তবে নারীদের ব্যাপারে ম্যাসেজটা বোধ হয় কিছুটা বুঝতে পেরেছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: নারীদের ব্যাপারে ম্যাসেজ বুঝে ফেললেন #:-S সেই সন্নাসী গল্প মনে পড়ে গেল ।

যাইহোক কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

বিদগ্ধ বলেছেন: ছবিটা আগেই পড়েছিলাম - কবিতা এবার পড়লাম।
দারুণ! অনেকদিন পর আপনার কবিতা পড়ার সুযোগ হলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ে ভাল লেগেছে জেনে ভাল লাগলো । আমার অনেক অকবিতার ভীড়ে হয়ত এটি আপনার কবিতা বলে মনে হয়েছে ।
তাই ভাললাগলো ।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

বিদগ্ধ বলেছেন: কী গভীর কথা :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: গভীর বিষবস্তুর উপর অধমের আবোতাবোল কথকথা বলতে পারেন । :)

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো সেলিম ভাই +++++++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

বিদগ্ধ বলেছেন:
সব কবি যেমন কবি নন, তেমনি সব কবিতাও কবিতা হতে পারে না।

এটা প্রাকৃতিকভাবে অসম্ভব। শেইক্সপিয়ার-রবীন্দ্রনাথেরাও এমনটা দাবি করবেন না।

অতএব, নো চিন্তা। পাঠক হিসেবে পাশে আছি :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: বিদগ্ধ বলেছেন:
সব কবি যেমন কবি নন, তেমনি সব কবিতাও কবিতা হতে পারে না।

এটা প্রাকৃতিকভাবে অসম্ভব। শেইক্সপিয়ার-রবীন্দ্রনাথেরাও এমনটা দাবি করবেন না।

অতএব, নো চিন্তা। পাঠক হিসেবে পাশে আছি :)

পাঠক হিসেবে পাশে আছেন জেনে ভাল লাগলো । আসলেই অনেক বড় কবি হাতে গোনা কয়েকটি ভাল কবিতা লিখতে সক্ষম হয়েছেন । যাইহোক একটি কবিতা লিখতে পারার আনন্দও কিন্তু ব্যাপক । :)

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

গেম চেঞ্জার বলেছেন:
সেলিম ভাই,
নামের সাথে ভালই মিল পেয়েছি । তবে একটা কথা না বললেই নয় ।


"এ বিশ্বে যা কিছু মহান, চির কল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর ।"

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: গেম চেঞ্জার বলেছেন:
সেলিম ভাই,
নামের সাথে ভালই মিল পেয়েছি । তবে একটা কথা না বললেই নয় ।


"এ বিশ্বে যা কিছু মহান, চির কল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর ।"


নরের ভূমিকা অস্বীকার করছি না । কমেন্টে ধন্যবাদ । :)

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

ভীতু২২ বলেছেন: ভালো লেগেছে কবিতা। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । ভীতু২২ ।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতার বক্তব্যের সাথে শতভাগ একমত নই, তবু আমি মুগ্ধ।
কারণ, কবিতার ভাবের সাথে চমৎকার মানানসই একটি শিরোনাম দিয়েছেন।

অভিনন্দন, কবি :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.