নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনুজ্ঞা

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮




তবে কি পণ করেছো আসবেনা আর আভিমানে।
কিভাবে অভিমান ভাঙবে তোমার স্রষ্টা জানে!!
তুমি তো সবই জানো হৃদয়রেখা পড়তে জানো
তবে কেনো লুকিয়ে থেকে এ হৃদয়ে শূণ্যতা দানো ।

আমি তো হেঁটে হেঁটে আকাশকুসুম স্বপ্ন এঁকে তোমাকে চাই
হৃদয়ের চোরাগলি দারুন ফাঁকা তোমার না থাকায় যাই মরে যাই।

এভাবে আর ব্যথার পাহাড় বাড়াবে কত?
একবার এসে যাওনা হেসে দূর কর সব মনের খত।

আর কিছু না চাই
মনের বনে তোমার সনে হারিয়ে যেন যাই ।
অনুভবে কর পল্লবে মিষ্টি মধুর প্রলয়মাঝে
চাই তোমাকে চাই ।

চলে এসো হৃদয়ের রানী
ফুলে ফুলে ভরে দাও তুমি
আমাদের বাগানটা ।

একবার পাখি হও একবার নদী
একবার প্রেম হও মৃত্যু অবধি ।

বিরহের কাঁটা সব করে দাও দূর,
দুঃখ প্রশমনে হও কবিতামুখর।

চলে এসো হৃদয়ের রানি
হতে পারি নগন্য আমি
তবু এ হৃদয়টা হীরের চেয়ে দামী ।
আকাশলীনা , তুমিহীনা এ জীবন অথৈ সাগরে
চলে এসো এইখানে থেকোনা আর দূরে ।

উৎসর্গ ঃ ব্লগার অপসরা বরুণা শায়মা ।

মন্তব্য ৭৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: একবার পাখি হও একবার নদী
একবার প্রেম হও মৃত্যু অবধি ।

চমৎকার কাব্য কথা। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

চ্যাং বলেছেন: ফুটুর ফাটুরে চলবো না গো ভাইয়া!!

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

সুমন কর বলেছেন: আকাশলীনা , তুমিহীনা এ জীবন অথৈ সাগরে
চলে এসো এইখানে থেকোনা আর দূরে ।
:P :P আসবে না।

মোটামুটি লাগল।

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন: দারুন লেখেছেন কবি ভাই।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১

সাহসী সন্তান বলেছেন: ডাকার মত ডাকলে কিন্তু সৃষ্টিকর্তাও সে ডাকে সাড়া দেয় ভাই? সম্ভাবত আপনার ডাকটা ঠিকঠাক মত তার কানে পৌছাতে পারছে না। মাঝে-মাঝে আপনার জন্য ভীষন দুঃখ হয়! ভাই বর্তমানে আপনার জন্য একটা পারফেক্ট গান, "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে......"

কবিতা ভাল্লাগছে!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: পৌছেছে । দেখা যাক কি উত্তর দেয় ?

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৯

কালের সময় বলেছেন: কবিতা ভালো লাগলো সেলিম ভাই ।

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯

অগ্নি সারথি বলেছেন: অনুজ্ঞা সুন্দর হইসে কবি।

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

আবু শাকিল বলেছেন: খুব ভাল লাগছে -কবি
ভাল থাকবেন।

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

সোমহেপি বলেছেন: এভাবে কাকে ডাকছেেন ? আসতে গিয়া খোঁচট খাইব ।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ । খোঁচট। #:-S

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: একটু কলম চালালাম ।যাতে খোচট খেতে না হয় ।

১১| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ তোমায় দিলাম ছুটি
বাকীজীবন করবো আনন্দে মাতামাতি । !:#P

১২| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

রিকি বলেছেন: একবার পাখি হও একবার নদী
একবার প্রেম হও মৃত্যু অবধি ।

বিরহের কাঁটা সব করে দাও দূর,
দুঃখ প্রশমনে হও কবিতামুখর।


:) :) :)

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।কবিতার ব্ই বেড় করার চিন্তা ভাবনা আছে । এখন বইয়ের নাম খুজছি । কবিতার উৎপত্তি গত কারণে নাম রাখবো না কি রাখবো সেটা নিয়ে ভাবছি ।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩

মামুন আকন বলেছেন: চলে এসো হৃদয়ের রানি
হতে পারি নগন্য আমি
তবু এ হৃদয়টা হীরের চেয়ে দামী

এক কথায় অসাধারন ।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪

রিকি বলেছেন: বইয়ের নাম আগের দিনেরটা রাখতে পারেন ভাইয়া 'কনগ্লোমেরেট---আমার রঙিন কবিতাবলী ' ;) ;)

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন:
সুন্দর মন্তব্য সুপ্রিয় জিনিয়াস জিওলজিস্ট । কনগ্লোমারেট এর জন্ম কিন্ত আনকনফরমিটি থেকে । সেই দৃষ্টি কোন থেকে নামটা উপযুক্ত ।

আনকনফরমিটিতো চেঞ্জ অব ফেসিস । ডিপেজিশনাল এনভাইরনমেন্ট পরিবর্তন হলে এমনটি ঘটে ।যাক এ বিষয়ে আলাপ করতে গেলে দীর্ঘ সময় চলে যাবে । তবে ব্যাপারটি শুধু অবস্থার পরিবর্তন বুঝায় না । আনকনফরমেবল শব্দটিতে কিছুটা বিপরীত মুখী বা পরিবর্তিত অবস্থা বুঝায় । তবে কনগ্লোমারেট কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে । :)

১৬| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: চলে এসো হৃদয়ের রানি
হতে পারি নগন্য আমি
তবু এ হৃদয়টা হীরের চেয়ে দামী ।
আকাশলীনা , তুমিহীনা এ জীবন অথৈ সাগরে
চলে এসো এইখানে থেকোনা আর দূরে ।
------------

চমৎকার আহবান!!! দারুন লেখেন আপনি!!!!

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট ভাল লেগেছে আমার । প্রশংসা বানী কার না ভাল লাগে ।

যে আমাকে দিয়ে একের পর এক কবিতা লিখিয়ে নিল তার কেমন লাগছে সেটাও যথেষ্ট গুরুত্ব রাখে।

কবিতার নাম আহবান লাখতে চেয়েছিলাম, ডাক/নিমন্ত্রণ রাখতে চেয়েছিলাম আজ্ঞা রাখতে চেয়েছিলাম ।পরে রাখলাম অনুজ্ঞা ।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

রিকি বলেছেন: কনগ্লোমারেট এর জন্ম কিন্ত আনকনফরমিটি থেকে । সেই দৃষ্টি কোন থেকে নামটা উপযুক্ত ।

আনকনফরমিটিতো চেঞ্জ অব ফেসিস । ডিপেজিশনাল এনভাইরনমেন্ট পরিবর্তন হলে এমনটি ঘটে ।যাক এ বিষয়ে আলাপ করতে গেলে দীর্ঘ সময় চলে যাবে । তবে ব্যাপারটি শুধু অবস্থার পরিবর্তন বুঝায় না । আনকনফরমেবল শব্দটিতে কিছুটা বিপরীত মুখী বা পরিবর্তিত অবস্থা বুঝায় । তবে কনগ্লোমারেট কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে ।


আহা ভাই, সেডিমেন্টারি পেট্রোলজি মনে করিয়ে দিলেন---আর স্ট্রাটিগ্রাফি !!! :P কনগ্লোমেরেট রিভারাইন কারেন্টের মাধ্যমে ---উৎপত্তিস্থল থেকে ভাঙ্গতে ভাঙ্গতে পৌঁছায় আলুভিয়াল ডিপোজিট হিসেবে---ফেরুজিনিয়াস থেকে শুরু করে ক্যালকেরিয়াস কি নাই এতে। প্রকৃতির অদ্ভুত সুন্দর কারুকার্যময় উপহার। :) :) :)

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: তার মানে সুন্দরের সৃষ্টিতে অনেক ওয়েদারিং ইরোশন সিমেন্টেশন ট্রান্সপোরটেশন কত প্রসেস জড়িত প্রকৃতি কত সু্ন্দর ভাবে এমন কনগ্লোমারেট সৃষ্টি করে ।

প্রকৃতিগত ভাবে সিমেন্ট তৈরি হয় । অনেক পাথর কিন্তু পাললিক শিলা । কেমন মজবুত ভাঙা যায়না । কনক্রেশন তৈরী হওয়া ।

মজার ব্যাপার হলো সিমেন্টেশনের উল্টো ডিসিমেন্টেশন । এই কারওনে কিন্তু ল্যান্ড স্লাইড হয় । প্রচুর বৃষ্টি হলে ক্যালসিয়ামের পরিমান হ্রাস পেতে পেতে শিলাগুলি গঠনশক্তি হ্রাস পায় । পেতে পেতে আলগা হয় ।্এক সময় ধ্বস নামে ।

্আসলে ল্যান্ড স্লাইড নিয়ে কাজ করতে গিয়ে কমেন্ট এর জবাব কোত্থেকে কই চলে গেল ।



কনগ্লোমারেট দেখতে সুন্দর এটাই বড় কথা কি বলেন আপু । আমার কবিতা গুলো তেমন আকর্ষণীয় নয় । তাই অত সুন্দর নাম রাখা কতটা যৌক্তিক হবে ভাবছি । #:-S

১৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

রিকি বলেছেন: হ্যাঁ ভাইয়া :) :)

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কংগ্লোমারেট নামটিতো অনেকে বুঝবেনা । তাহলে । :)

১৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

রিকি বলেছেন: এর বাংলা তো জানা নেই ভাই----লেখকের প্রতিবেদন যখন নিবে, তখন বুঝিয়ে দিবেন। এটার নাম এই কারণে এরকম---ভাবার্থ। ;)

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: আর বেটার কিছু কি হতে পারে না ?? যেমন দূরতম নক্ষত্রের অভিলাষ । ;) । কিংবা রক্তগোলাপ । ময়ূর সিংহাসন ।

অথবা জোসনা খেকোরা রাতে পরীর আছরে সমূহ ক্ষতির সম্ভাবনা । ;)

অথবা এই কবিতায় নায়ক নায়িকাকে বিবাহ করে না । ;)

২০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

রিকি বলেছেন: :|| :|| :|| :||

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: গতবারের আগের বারের বই মেলায় বইয়ের তালিকা করেছিল এরকম বেশ কিছু নামের বই দেখেছিলামদ । সেগুলো এক সুপ্রিয় ব্লগার কেনার লিস্ট থেকে বাদ দিয়ে ছিলেন । সে কথা মনে পড়ে গেল । :)

২১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

রিকি বলেছেন: কেন ভাইয়া?? B:-)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কারণ নাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার । তাছাড়া বইগুলোর লেখক ছিলেন অপরিচিত ।

আমারটা যে কি হয় ??? যে সমস্ত অখাদ্য লিখি ।

এমন যদি হয়
আমার কবিতা পড়ে লোকে গালমন্দ কয় । :)

২২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

রিকি বলেছেন: আপনার কাজ লেখা, আপনি তাতে খুশি কিনা, আপনার ভালোলাগা আছে কিনা এটাই মুখ্য ভাইয়া---মানুষ কি বলবে সেটা তো এর পরের বিষয়। মন দিয়ে লেখা জিনিস, দুইটা মানুষ হলেও আন্তরিকভাবে নিবে। :) :) অনেক অনেক শুভকামনা বইয়ের জন্য। :)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনার জন্য কৃতজ্ঞতা । দেখা যাক কি হয় । আমার ব্লগার বন্ধুরা পড়লেই আমি খুশি অন্যরা পড়লে তো সেটা বোনাস । তবে আগে বই রেডি হোক ঠিকঠাক মতন ।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই দেখি বৈচিত্র্যময় প্যাটার্ন ছেড়ে আবার আকাশলীনায় ফিরে গেছেন ? :((

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি আকাশলীনার কবি। আকাশলীনা আমার কবিতা । #:-S

২৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

কিরমানী লিটন বলেছেন: তবে কি পণ করেছো আসবেনা আর আভিমানে।
কিভাবে অভিমান ভাঙবে তোমার স্রষ্টা জানে!!
তুমি তো সবই জানো হৃদয়রেখা পড়তে জানো
তবে কেনো লুকিয়ে থেকে এ হৃদয়ে শূণ্যতা দানো ।

অসাধারন!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

কিরমানী লিটন বলেছেন: অথবা এই কবিতায় নায়ক নায়িকাকে বিবাহ করে না ।

আবারও !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কি আবারো ???

২৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১

সুলতানা রহমান বলেছেন: খুব শীঘ্রই বাগানে ফুল ফোটাতে চলে আসবে। :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনা শুভকামনা সফল হোক । অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার কবিতা সেলিম ভাই। কবিতার আবেগ আমাদের পাঠক হৃদয়কে চরমভাবে স্পর্শ করেছে।
আপনার সাথে একটা সেলফি তুলবার ইচ্ছা জাগ্রত হয়েছে :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । সেলফি তুলবো যথাসময়ে । আমিনুর রহমান ভাই ।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ++

বিরহের কাঁটা সব করে দাও দূর,
দুঃখ প্রশমনে হও কবিতামুখর।


চরণ দুটি আলাদা করে বলার মত ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

কাবিল বলেছেন: দারুন কবিতা।
মনের লুকিয়ে থাকা ভাষাগুলো সুস্পষ্ট ভাবে ফুটে উঠেছে।
ভাল লাগলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

নেক্সাস বলেছেন: সে যে কেন এলোনা....

কবিতা ভাল লাগছে সেলিম ভাই

০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার ।

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

সপ্ন সবুজ বলেছেন: সেলিম ভাই আপনার তুলোনা হয় না নিঃস্বঙ্গতা

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রোমান্টিক কবিতা :)
শুভেচ্ছা কবিকে

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: পৌছেছে । দেখা যাক কি উত্তর দেয় ?

ভাই উত্তর পজেটিভ হইলে আপনি মিষ্টি খাওয়াইবেন, আর নেগেটিভ হইলে আমার মিষ্টি খামু! :P বলেন শর্তে রাজি কি না? যদি রাজি থাকেন তাইলে আপনার জন্য প্রাণ ভইরা দোয়া করুম! :`>

০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ওকে ।ঠিক আছে ।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: মিষ্টি খাওয়া খাওয়ীর কি হলো । আপনার কনটাক্ট নম্বর দেন । মিষ্টি পর্ব শেষ হোক ।

৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০১

শুভ৭১ বলেছেন: কবিতারা সব পারে, ওরা মানুষ কে বাঁচিয়ে রাখতে পারে,ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়ে রাখতে পারে।।।।।।আর এ তো সামান্য কাজ,তাকে ফিরে আসতেই হবে,কবিতারা তাকে ডানায় করে নিয়ে আসবেই আসবে।।।।অনবদ্য লিখনিতে জগতের সমস্ত প্রেম আছড়ে পরেছে,শুভ সংবাদ পাক কবির আকাংখারা।।।।

০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: ৭১ সংখ্যাটা খুব প্রিয় সুপ্রিয় ব্লগার। এখন বাজে রাত ৪:২১ এবার বুঝেন ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:১০

শুভ৭১ বলেছেন: ৪:২১; জাস্ট দুটি নিছক সংখ্যার মিলন মাত্র,আর কিছুইনা।এইসব নিছক সংখ্যা ওলট পালট করিয়ে কখনোই কারো শুন্যতা অনুভব করা যায়না।সে ফিরে আসলেই সব মুছে দিবে।আর আমি চাইওনা যে,এইসব নিছক সং খ্যা আপনার কাছে "৭১" এর মত প্রিয় হয়ে দারাক।নিছক মানে শুধুই নিছক।।।।।।।।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৩৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা নিরন্তর।

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০৮

কিরমানী লিটন বলেছেন: লেখক বলেছেন: কি আবারো ???
অসাধারণ ভালোলাগা

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ও ভাললেগেছে জেনে ভাল লাগলো । ভাল থাকবেন সব সময় এই কামনা থাকলো ।

৩৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!!!

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩৯| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "অাকাশকুসুম স্বপ্ন এঁকে তোমাকে চাই,
হৃদয়ের চোরাগলি দারুন ফাঁকা তোমার না থাকায় যাই মরে যাই।"
বেদনাবিধুর প্রকাশ!

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.