নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শীতনিদ্রা

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

অন্নের অভাব আবাসও তেমন মনটাও নেই ভালো
গোত্র বিশেষের চোখের কাঁটা—মুখ করেছে কালো।

ভাল কথা নিচ্ছে না কেউ
শান্তি চেষ্টায় কেবলই ঢে্উ
যাচ্ছেনা আর চলা
প্রিয়জনের গোমরামুখে
নিঠুর কথা বলা ।

এমন সময় করবো কি আর
বুকে নিয়ে ব্যথার পাহাড়
নিজেকে আড়াল করেছি সবার
দিচ্ছি না আর কোন প্রয়াস
চুপটি করে গড়েছি আবাস
সেই না অচিনপুরে;
শীতনিদ্রায় থাকছি এখন
সবার থেকে দূরে ।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

আরণ্যক রাখাল বলেছেন: কেন?

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: :(

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

কাবিল বলেছেন: শীতনিদ্রা কেন? হাল ছেড়ে দিলেন নাকি!
আপনার সব কবিতা মিলে একটি বড় গল্পও হতে পারে :)
কবিতা অনেক ভালো লেগেছে।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: বৈরী আবহাওয়া ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮

জুন বলেছেন: শীতনিদ্রায় থাকছি এখন
সবার থেকে দূরে ।

এটা আবার কেমন কথা ! আপনি শীত নিদ্রায় গেলে আমরা আপনার অনাবদ্য কবিতাগুচ্ছ থেকে বঞ্চিত হবো যে ।
ও হ্যা আপনার তিন বছর পুর্তির অভিনন্দন !:#P

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপু শায়মার মত নিষ্ঠুর কেউ আছে??? শীত নিদ্রায়ই থাকবো । :( কাল্পনিক ভালবাসা ,মামুন রশিদ ভাই,স্বপ্নবাজ অভি ,আশরাফুল ইসলাম দূর্জয় ,আমিনুর ভাই, তারা আমাকে অভিনন্দন জানায়নি বর্ষপূর্তি পোস্টে । :( তাই শীত নিদ্রায় ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০

রাবেয়া রব্বানি বলেছেন: আমিও ভাই শীতনিদ্রায় আছি

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য সমবেদনা । :(

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

মোঃ এন জামান বলেছেন: ভালো লেখনি।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

নীলসাধু বলেছেন: চমৎকার লিখেছেন
শুভেচ্ছা জানবেন সেলিম আনোয়ার ভাই। শীত নিদ্রায় না যেতে অনুরোধ করে গেলাম।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ওটা কয়েক মুহুর্তের অনুভূতি মাত্র । ব্যাঙ যেমন শীতনিদ্রায় থাকে ঠিক তেমন ভাবনা থেকে লিখা । #:-S

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: খুবই কষ্টের কথা! মনটা খারাপ করে দিলেন ।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: :(

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২

শামছুল ইসলাম বলেছেন: কবিতা যেন শুধু কবিতাই থাকে, বাস্তবে একে চাই না- কবির প্রতি একান্ত অনুরোধ।

নীচের ছত্র গুলোকে একটি ছন্দময় কাব্য হিসাবেই ভালবাসতে চাইঃ
//শীতনিদ্রায় থাকছি এখন
সবার থেকে দূরে ।//

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার চাওয়া সত্যি হোক ।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

গেম চেঞ্জার বলেছেন: ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২ ০
শামছুল ইসলাম বলেছেন: কবিতা যেন শুধু কবিতাই থাকে, বাস্তবে একে চাই না- কবির প্রতি একান্ত অনুরোধ।



আমারও সেম অনুরোধ। কবিতাগুলো যেন আকাশ থেকে পালিয়ে নিসর্গে না আসে। আমিও তো কবিতা লিখি কিন্তু আকাশেই তাদের বিচরণ করতে দেই ভায়া।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল কমেন্ট করেছেন । কিন্তু কি করবো বলুন ??

১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

সুমন কর বলেছেন: হায় হায় !! কবি....শীতনিদ্রা কেন??

যদিও জুনাপু'র প্রতি মন্তব্যে আপনি উত্তর দিয়েছন। তারা জানায়নি, কারণ আপনি পোস্টে প্রথমে শায়মাপুকে নিয়ে একটু সীমা ছাড়িয়ে বলেছেন !! :( পরে অবশ্য তা এডিড করে মুছে দিয়েছেন।

এটা ব্লগ, ফেবু না ! তাই এখানে ব্যক্তিগত কথা, না বলাই ভাল। আপনি কবি, বুঝবেন সব।

ভালো থাকুন।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: শুনেন সুমন কর শায়মার ব্যাপারটা মন থেকে বলিনি ওর একাউন্ট ইন একটিভ ।ভাবলাম যদি সেটি একটিভ করে ইনবক্সে আসে ।তাহলেই সেটা মুছে দিতাম । ব্যাপারটা তবু খারাপই হতো ।কিন্তু তারপরও কথা তো হতো । :( তাকে জিজ্ঞাসা করেন দেখেন একই উত্তর দিবে ।কারণ তিনি আমার মন রিড করতে পারেন ।এটা আমার বিশ্বাস ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: শায়মাপুর একাউন্ট ইন একটিভ, এটা মনে হয় ঠিক না।

উনার সাথে আমার তো ইনবক্সে কথা হয়েছে। উনি আপনার উপর ভীষণ রাগ করেছেন। :(

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ঢং । :( আমার উপর রাগ করার সনদপত্র বা অধিকার কিংবা প্রশ্রয় তো আমি তাকে দিয়ে রেখেছি সেই কবে ।কষ্টের ব্যাপার হলো ও জানে আমি কেন এমন করি ।এমন কথা বলি ।জিজ্ঞাসা করেন দেখেন ঠিক উত্তর দিয়ে দিবে । কবি গুরুর ভাষায় ও দরজার চাবি ভাঙার আর কোন পদ্ধতি আমি জানি না । :(

১২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: চুপটি করে গড়েছি আবাস
সেই না অচিনপুরে;
শীতনিদ্রায় থাকছি এখন
সবার থেকে দূরে ।
-------

সবার থেকে দূরে থাকলে কি এটুকুও শেয়ার করতে পারতেন!!!! :)
কোন কারণে কি কবির মনটা খারাপ? না শুধু ছন্দের অন্তমিল?
শেষেরটা হলেই ভাল। :)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: রাগ কিংবা অভিমান করা আমার সাজে না ।সেই অধিকার কি আমার আছে ।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবির শীতনিদ্রা দূর হোক ।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। কিন্তু পরিবেশ বৈরী তাই শীতনিদ্রা । :(

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

সাহসী সন্তান বলেছেন: কবি শীত নিদ্রায় গেলে পাঠকও তো শীত নিদ্রায় যেতে বাধ্য হবে? শীত আসার আগেই কাঁথা কম্বল নিয়ে এমন টানা-টানি খুব একটা ভাল শোনায় না!

আপনি সবার থেকে দূরে থাকতে চাচ্ছেন? কিন্তু আসলেই কি থাকতে পারবেন? আওয়াজ টা কম জোর হয়ে যাচ্ছে! আরও জোর লাগান..........?

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বজ্র আটুনি ফসকা গিরু দিয়ে কি হবে ? নিরবে ভোরের শিশিরের পতন টাই উত্তম পন্থা ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

সাহসী সন্তান বলেছেন: এজন্যই মনে হয় মহা মহা বিজ্ঞ ব্যক্তিরা সময়ের কাজ সময়ে করার সুপরামর্শ দিয়ে গেছেন! সময়ের এক ফোঁটা জল, অসময়ের এক সাগর জলের থেকেও অনেক উত্তম!

মার্ক টোয়েন বলেছেন, "অসম্ভব আশার পিছনে ছুটে চলে জীবনটাকে বৃথা করে তুলো না! যেটা তোমার জন্য সম্ভব সেটা নিয়েই পড়ে থাকো! তাতেই তোমার জন্য মঙ্গল নিহীত!"

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অসম্ভব শব্দটি বোকার ডিকশনারীতে থাকে ।কথা আছে না মেয়েরা ভাগ্য মেনে নেয় আর পুরুষ ভাগ্য গড়ে ।কথাটা শুনতে কেমন যেন মনে হলে গভীর ভাবে ভাবলে অসত্য নয় ।প্রশ্ন হলো প্রত্যয়ীরা কেবল কি পুরুষ? আর মানুষের সৎসাহস থাকা উচিৎ । উচিৎ মত প্রকাশের স্বাধীনতাটির যৌক্তিক প্রয়োগ । বায়াসড যারা তারা তো শাকসব্জি । শাকসব্জি দিয়ে সমাজের পরিবর্তন আ্সবে না ।পরিবর্তনের জন্য তো দৃঢ় আর স্বাধীন একটা মস্কিষ্ক লাগবে ।ঐ জিনিসটা লুপ পেতে চলছে ।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

রিকি বলেছেন: নিজেকে আড়াল করেছি সবার
দিচ্ছি না আর কোন প্রয়াস
চুপটি করে গড়েছি আবাস
সেই না অচিনপুরে;
শীতনিদ্রায় থাকছি এখন
সবার থেকে দূরে ।


ভালো লেগেছে ভাইয়া কবিতা :) :)

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ সুপ্রিয় ভূতত্ত্ববিদ ।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



শীতের আসতে তো অনেক দেরী । শারদীয় পুজোর নৈবদ্য হাতে না তুলেই আগেভাগে শীতনিদ্রায় যাওয়া কি ঠিক হবে ?
মন খুলে চাইলেই দেখবেন নৈবেদ্যর থালা হাতে স্বয়ং দেবী এসে হাজির । তখন নিদ্রার কোলে থাকলে তো ------ঈশশশশশ..... দেবী দর্শন মিস করে ফেলবেন !!!!!!!!!!!

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: :)

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮

নেক্সাস বলেছেন: শীতকালে ঘুমানো ঠিক না.শীতের সৌন্দর্য বুকে টেনে নিন

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কথা সত্যি । শীতের সৌন্দর্য বুকে টেনে নিতে ভয় লাগে । :)

২০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে.... :)

একটি কবিতা পরে এসে পেলাম না :(

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: কোনটা ???

কি আর বলবো ব্লগের সুমি রান্নার পোস্ট বাদ দিলো । আর মানুষ বাদদিয়ে পুতুল নিয়ে খেলছে । আয়না চিরুনি এসেব নিয়ে ব্যস্ত ।

কবিতার নাম বলেন দেখি খুজে পাওয়া যায় কিনা ।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুখ পাখিটা কই গেলো... এই রকমের একটি নাম হবে :)

পাখিটা কি অবশেষে পেয়ে গেছিলেন? ;)

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: পাখি তো পাখি । ঝড়ে ভেঙে গেছে বাসা সেই কবে ।

কবিতা বহাল তবিয়তে আছে ।পড়ে দেখতে পারেন ।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শীত তো এলো বলে, তাই শীতনিদ্রা'ই উত্তম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.