নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

দেখলাম

তোমাদের মাঝে কার কতটুকু সাধ্য আছে?
হারানোর ডঙ্কা কার হৃদয়ে কতটুকু বাজে!!

তোমাদের রাজত্ব করবে দখল
তোমাদের প্রভাবে ব্যাথিত সকল
জনম
জনম
ধরে।
মরণের ভয় করেনা তারা
কর্মকাণ্ডে বেপরোয়া
আইনের
আশ্রয়ে ।
এমন আশংকার ।।

________অন্য কোন পন্থা
না

তাদের বিভাজনই একমাত্র

পা
য়।

উপায় আরো আছে
যেসব কাজের কাজী তারা
যার জোরে করে ধরাকে সরা
সেসব কাজে দখল নেয়া চাই।
আর বেড়ে যাও দিনে দিনে
সংখ্যায় আর গুণে—মানে।

রোধ করে দাও তাদের সংখ্যাবিস্তার
তারা স্বাজাতীর অভাবে করবে হাহাকার
হবে সমাধি সকল কামনার
বিলীন হবে সব আশংকার।

আর জন্ম থেকেই নবজাতকের,
অনেক যত্ন নিতে হবে তোমাদের।

রাজার মতন বড় হলে
তারা সবে যোগ্যতা বলে
করবে শাসন ধরবে লাঠি
বৃষ্টি মাথায় রঙিন ছাতী
ভয় নেই কিছু
হা
রা
বা
র।

একটি কথা রেখো মনে
এখনই সময় সোজা হয়ে
দাঁ
ড়া
বা
র ।



মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

গেম চেঞ্জার বলেছেন: একদম ঠিক বার্তা তুলে ধরেছেন কবি সেলিম ভাই। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভাল থাকবেন অনেক অনেক।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: এটাই সবচেয়ে সহজ পলিসি । রাজনীতির মূলতত্ত্ব ।তবে ডার্ক পলিটিকস আরো খারাপ । নিজেদের টিকিয়ে রাখতে প্রভাব ধরে রাখার মূলমন্ত্রের উপর লিখলাম ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

শামছুল ইসলাম বলেছেন: ব্লগে আমি নবীন। যত দূর মনে পড়ে, এর আগে আপনার সব গুলো কবিতাই ছিল ভালবাসা কেন্দ্রিক।
এবার নতুন ডাইমেনশন- রাজনীতি।

এখানেও আপনার পদচারণা সাবলীল।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আমরা রাজনীতি ঘৃণা করি ।রাজনীতিবিদদেরও ।এমনটা বলে সাধু সাজার উপায় নেই ।কারন রাজনীতির মধ্যেই আমাদের বাস ।সিদ্ধান্ত আসে রাজনীতিবিদদের মধ্যে থেকে ।ঘৃণা করুক আর না করুক জনপ্রিয়তায় তারাই এগিয়ে । একজন বঙ্গবন্ধু কিংবা একজন জিয়া তাদের সমান জনপ্রিয় অন্য কেহ নয় ।আপামর জনসাধারণ তাদের চিনেন জানেন ভালবাসেন । :)

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: আর জন্ম থেকেই নবজাতকের,
অনেক যত্ন নিতে হবে তোমাদের।

একটি কথা রেখো মনে
এখনই সময় সোজা হয়ে
দাঁ
ড়া
বা
র ।
-------

ঠিক তাই, সব কিছু শুরু করবার এখনই সময়।
অনেক ধন্যবাদ ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক তাই ঘুরে দাড়াতে হবে এখনই তবে শীতনিদ্রাই ভাল ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমি কি তাই বললাম ??????

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে কি? #:-S

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: কোন শুভ কিছু শুরু করার এখনই সময় !!
আর দেরী নয়------- তাই বলেছি!! :)
শীতনিদ্রায় যায় তারাই, যারা আলসে আর যারা জীবন থেকে পালিয়ে বেড়াতে চায়।

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে কমেন্টে ভাল লাগা ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

তারছেড়া লিমন বলেছেন: চরম সত্য কথন ভাই..............

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।রাজনীতিবিদদের পলিসি এমন মনে হলো ।কেন জানি না । লিখে ফেললাম কবিতা । ভেবেছিলাম পোস্টটি ড্রাফটে নিবো ।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮

পার্থ তালুকদার বলেছেন: ভাল লিখেছেন ।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

আবু শাকিল বলেছেন: ভাল পেলাম কবি ।
ভাল থাকবেন।

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল লাগলো ।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ভয় নেই কিছু
হা
রা
বা
র।
তাই কাম ও নাই
ভো

দে
বা
র ।
রাজত্ব ক্যামনে করবে দখল
যদি ভোট না দ্যান
ভা



ল ।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

জুন বলেছেন: আমাদের দেশের পঁচা গলা রাজনীতি বিষয়ে সবাইকে সচেতন করার জন্য কবিতা লিখেছেন সেলিম আনোয়ার । এই প্রয়াসে অনেক ভালোলাগা
+

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সইত্য । কাব্যে ভাল লাগা ।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

গোর্কি বলেছেন:
ভাল লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.