নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রচেষ্টায় সব মেলে

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

ক্ষণিকের এই পাঠশালাতে
শিখছি হরদম
শিখতে গিয়ে হোঁচট খেয়ে
হচ্ছি আলুর দম।
তবু সমুখপানে চলছি
ছোট খাটো ভুলের মাঝে
শুদ্ধটাকে জানছি ।
জানি জ্ঞানের নেইকো শেষ
সাধনার ঘোড়া ছুটুক সমুখে
হোক না যতই ক্লেশ।

যদি সদিচ্ছা থাকে প্রাণে
আর থাকে একনিষ্ঠ সাধনা
ভুল থেকে সব শিক্ষা নিয়ে
মিলবে কাঙ্খিত ঠিকানা ।

হোঁচট খেয়েই হাঁটতে শেখা
ভুলের মাশুলে সত্য দেখা
জ্ঞানী লোকে বলে ;
ক্ষণিক ব্যর্থতায় থামতে নেই
প্রচেষ্টায় সব মেলে ।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: !হোঁচট খেয়েই হাঁটতে শেখা
ভুলের মাশুলে সত্য দেখা
জ্ঞানী লোকে বলে ;
ক্ষণিক ব্যর্থতায় থামতে নেই
প্রচেষ্টায় সব মেলে ।" যথার্থই ।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।শুভসকাল ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৯

ফকির আবদুল মালেক বলেছেন: ক্ষণিকের এই পাঠশালাতে
শিখছি হরদম
ক্ষণিক ব্যর্থতায় থামতে নেই
প্রচেষ্টায় সব মেলে ।

ঠিক কথা বলেছেন।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ছন্দে একটি শিশুতোষ কাব্য ।

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শিশুতোষ কাব্যের ছন্দ ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

সুমন কর বলেছেন: হোঁচট খেয়েই হাঁটতে শেখা
ভুলের মাশুলে সত্য দেখা
-- কবি সত্য বলেছেন।

+।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর প্রচেষ্টার কাব্য ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

প্রামানিক বলেছেন: যদি সদিচ্ছা থাকে প্রাণে
আর থাকে একনিষ্ঠ সাধনা
ভুল থেকে সব শিক্ষা নিয়ে
মিলবে কাঙ্খিত ঠিকানা ।

চমৎকার কবিতা। ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

কিরমানী লিটন বলেছেন: হোঁচট খেয়েই হাঁটতে শেখা
ভুলের মাশুলে সত্য দেখা
জ্ঞানী লোকে বলে ;
ক্ষণিক ব্যর্থতায় থামতে নেই
প্রচেষ্টায় সব মেলে ।

নান্দনিক মুগ্ধতা- অসাধারণ ... !!!

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কিরমানী লিটন অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

দীপংকর চন্দ বলেছেন: সাধনার ঘোড়া ছুটুক সমুখে
হোক না যতই ক্লেশ।


ভালো লাগলো ভাই। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ দীপঙ্কর চন্দ । নিরন্তর শুভকামনা ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: জানি জ্ঞানের নেইকো শেষ
সাধনার ঘোড়া ছুটুক সমুখে
হোক না যতই ক্লেশ।
------------

ঠিক তাই, এই জগত যেন এক পাঠশালা।
এখানে জানার কোন শেষ নেই।

অনেক ভাল লাগল, শুভকামনা ------

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

আরণ্যক রাখাল বলেছেন: মানুষ শিখতে শিখতেই মরে! কিংবা শেখে কীকরে মরতে হয়

২৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লাগলো +

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যে মরতে জানে ভালবাসার টানে তার কি আছে ভয়
একবার না হয় মরতে হলে মরবো নিশ্চয় ।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: :) :)

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ শেখে কি করে মরতে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.