নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিগুঢ় ভালবাসা

০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫০




সেই কতকাল ধরে চেনা!
যেন পূর্ণিমা রাতের রুপোলী জোছনা।
অতি আপন নীরা নিরুপমা।

তুমি নদীর বুকে ঢেউ
বাতাবি নেবুর ঘ্রাণ;
মম হৃদয়ে তুমি সবুজ বনানী অম্লান।

গ্রীষ্মের দাবদাহে যেন এক পশলা বৃষ্টি
হিজলের বনে তুমি ঘুঘু ডাকা ক্ষণ
রবি ঠাকুরের কবিতা অসামান্য সৃষ্টি।

প্রশান্ত মহাসাগরের চেয়ে ঢের বেশি তব গভীরতা
আর হিমালয়ের চেয়ে অধিক তোমার উঁচ্চতা ।

তুমি শরতের শাদা মেঘের ভেলা
তুমি হেমন্তের নবান্নের উৎসব কাফেলা।

মম সুবহে সাদিকের একাগ্র প্রার্থনা
তব পরশে প্রশমন হয় মম সমূদয় যাতনা।

ভালবাসি বলে যদি নাও টেনে কাছে
প্রতিদানে এক পৃথিবী ভালবাসা আছে মোর কাছে।

..........................
উৎসর্গ: সুপ্রিয় শায়মা

ছবি নেট

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে + B-)

দুজন প্রিয় ব্লাগারের জন্যই,
শুভ কামনা রইল ।

০৫ ই জুন, ২০১৭ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:০৮

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন। শেষের লাইন দুটো চমৎকার।
আপনি এবং ব্লগার শায়মা আপু দুজনের জন্যই রইল শুভকামনা।
ভালো থাকবেন।

০৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ফুলচন্দন ধন্যবাদ । :)


নিরন্তর শুভকামনা ।

৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: প্রথম প‌্যারা পড়েই বুঝেছি.....কাকে নিয়ে লিখেছেন !! ;)

ভালো হয়েছে। +।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমারো পরাণ যাহা তিনি তাই ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



তুমি ....................বাতাবি নেবুর ঘ্রাণ ।
এই উপমাটুকু মনে ধরেছে বেশ ।
যাকে উৎসর্গ করেছেন তিনি সম্ভবত আপনার কবিতার এই লাইনটির মতোই ----প্রশান্ত মহাসাগরের চেয়ে ঢের বেশি তব গভীরতা!!!!!!!!!!

আর --
ভালবাসি বলে যদি নাও টেনে কাছে
প্রতিদানে এক পৃথিবী ভালবাসা আছে মোর কাছে।

এটা খানিকটা বদলে এরকম করে দিলে ছন্দটা ঠিক থাকতো মনে হয় ---
ভালবাসি বলে যদি নাও টেনে কাছে
প্রতিদানে মোর কাছে এক পৃথিবী ভালবাসা আছে


০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ।

আপনার ছন্দবোধ সত্যি প্রশংসনীয় ।

৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা বরাবরই একটু কম বুঝি,একজন ব্লগার কে উৎসর্গ করা কবিতা টাও একটু অবোধ্যই রয়ে গেছে। :( :((
তবুও উপমাগুলো ভালো লেগেছে।

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: উপমা ভাল লাগায় ধন্যবাদ ।


তেমন কঠিন কবিতা নয় ।


নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।

৬| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

ওমেরা বলেছেন: আপনাদের জন্য শুভ কামনা ।

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৭| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগ সুগভীর, তবে মূল কথা সহজবোধ্য।

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


কবিদের পৃথিবী ছোট হয়ে এলো? প্রেয়সীকে নিয়ে সবাই ব্যস্ত; আর আমরা এক বুড়োর পাগলামীতে ত্যক্ত, বিরক্ত ও নিপীড়িত

১০ ই জুন, ২০১৭ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম ছাড়া জীবনের কি আছে মানে ?

৯| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

১০ ই জুন, ২০১৭ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

১০ ই জুন, ২০১৭ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর।

১০ ই জুন, ২০১৭ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি যার প্রতি উৎসর্গিত হয়েছে, আশাকরি তার মন্তব্যও এখানে দেখতে পাব।

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: তিনি পরীর দেশে থাকেন । ;) এখানে পৌছতে কয়েক যুগ লাগতে পারে। ট্রাফিক কনজেশন বড্ড বেশি । এখানে পরীর দেশ থেকে পৌছা নামুংকিম । !:#P

১৩| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৪

নায়না নাসরিন বলেছেন: চমৎকার প্রেমের কবিতা ++++++

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.