নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সম্মিলিত প্রয়াস এখনই শুরু হোকনা

১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:০৯



পাহাড়বাসীর দু'চোখে যেন উছলে ওঠে অশ্রুবান
পাহাড়ধ্বসে গেল ঝরে ১৪৭ তাজা প্রান।

গৃহ গেলো রাস্তা গেলো
অন্ন বস্ত্র কেড়ে নিলো;
মা বাবা ভাই বোন
আত্নীয় পরিজন
সব হারালো।
আজ বাংলাদেশের দুঃখ যেন তাই পাহাড় সমান।

পাহাড়কাটা আর নির্বিচারে বৃক্ষনিধন
তার ওপর বেঁধেছে বাসা
অপরিকল্পিত নগরায়ন ;
রাঙামাটি চট্টলা আর দুখের বান্দরবান
কত প্রানের জীবন্ত সমাধি হলো
ভেবে কাঁদছে এই প্রাণ ;

আজ বৃষ্টির জলে ভিজলো মাটি
আর চোখের জলে মন।

পাহাড়বাসীর দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে
বাংলামায়ের দামাল ছেলে দাঁড়াবে এখন
এই কামনা হোক সবার মনে
স্বদেশবাসী বাংলাদেশী শুনো দিয়া মন।

মরণ উপত্যকায় আজকে ওরা যে সর্বহারা,
ক্ষুধার লাগি পাগলপারা;
যুদ্ধ বিধ্বস্ত দেশের মত
ওদের গৃহে দেহে মনে ক্ষত
তাদের লাগি কাঁদছে মম প্রাণ ।

ওরে স্বদেশ ঘুরে দাঁড়া
৭১ এর বিজয় মন্ত্র পড়ে;
রাঙ্গুনিয়া ,রাঙামাটি, কাপ্তাইয়ে …
এই বিপর্যয় মোকাবেলা করতে হবে
মানবতার বর্ম গড়ে ।

পাহাড়ের কান্না আরনা
সম্মিলিত প্রয়াস এখনই শুরু হোকনা ।





ছবি নেট

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১৯

রায়হানুল এফ রাজ বলেছেন: সকলকে এগিয়ে আসতে হবে।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: এখনই সময় !!

২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাব্যিক কথামালায় পাহাড় ধসা'র কারণ তুলতে সক্ষম হয়েছেন প্রিয় কবি। মুগ্ধতা লেখায়।

সম্মিলিত প্রয়াস এখনই শুরু হোক তবে......

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সম্মিলিত প্রয়াস এখনই শুরু হোক ।

ভূতত্ত্ববিদ, প্রকৌশলী ,প্রশাসন ,নিতিনির্ধারক সবাই একত্রে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পার্বত্য এলকার সুরক্ষিত করতে হবে। নিরাপদ আবাস পরিকল্পনা করতে হবে ।

৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে কোন ঘটনা ঘটার পরে সবার টনক নড়ে। আগে থেকে এসব বিষয়ে খেয়াল নিলে এত প্রানহানি ঘটতনা।
কবিতা ভাল হয়েছে।

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট মোস্তফা সোহেল ।

জেনে শুনে আমরা বিষ করি যে প্রাণ । এমন একটা ধ্বংসযজ্ঞের আশংকা ছিল মনে ।

আল্লাহ ক্ষমা করুক আমাদের ।

এই দায়ভার কার?

৪| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৩

এম এ কাশেম বলেছেন: সমসাময়িক ও সুন্দর।

শুভ কামনা কবি।

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ ।


আসুন প্রার্থনা করি পাহাড়বাসীদের মঙ্গল কামনা।

তাদের কষ্ট লাঘবে সমন্বিত প্রয়াসে ব্রত হই ।

৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:০২

নিরাপদ দেশ চাই বলেছেন: লন্ডনে ভয়াবহ অগ্নিকান্ডে পর সেখানকার মেয়র থেকে শুরু করে প্রধানমন্ত্রী জনগনের তোপের মুখে আছে। অবহেলার অভিযোগে ইউটিউবে ভিডিওর পর ভিডিও আপ্লোড হচ্ছে সরকারের তুমুল সমোলোচনায়। বিবিসি সিএনএন খুললে দেখা যায় দুশ্চিন্গ্রতাস্ত থেরেসা মে'র মুখ। আর এদিকে আমাদের দেশে পাহাড়ধসে শতক ছাড়িয়ে গেছে লাশের সংখ্যা। গনমাধ্যমে এই সংবাদের পাাাশপাশি ছাপা হচ্ছে হাস্যজ্বল প্রধামন্ত্রীর ইউরোপ সফরের ইতিকাব্য!!!

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা দুঃখজনক ।

আমার এই কবিতা প্রচেষ্টা কর্তাব্যক্তিদের সম্মিলিত প্রয়াসে উদ্বুদ্ধু করুক ।
বিবেকের তাড়নায় প্রচন্ড বেদনা নিয়ে আমার এই সৃষ্টি ।

পাহাড়বাসী ভোগান্তী লাঘবে আমরা একতাবদ্ধ হই এই কামনা থাকলো ।

৬| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪

নাগরিক কবি বলেছেন: সময়োপযোগী, সুন্দর সুন্দর সুন্দর +

১৭ ই জুন, ২০১৭ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


পাহাড়ে যে, এটা ঘটবে, এবং ২০১৭ সালের পরেও ঘটবে, সেটা আপনি জানেন?

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ল্যান্ড স্লাইড অতীতে হয়েছে ভবিষ্যতেও হবে । প্রতিকার নয় তাই প্রতিরোধ ব্যবস্থাপনা নেয়া যেতে পারে । ল্যান্ড স্লাইড মিটিগেশন মেজারস নিতে হবে । ২০১৭ সালের পরেও হবে ।

৮| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: খুব দুঃখ জনক ঘটনা। মানসিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: জাতীয় বিপর্যয় । আক্রান্ত এলাকা মহামারি দেখা দিতে পারে । ল্যান্ডস্লাইড এর প্রভাব দীর্ঘ সময় ব্যাপী হয়ে থাকে ।ল্যান্ডস্লাইড পরবর্তী ক্ষতি আরও ভয়ানক ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দুর্ভীক্ষ হতে পারে ।

৯| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ জনক ঘটনা । ভাবতে কষ্ট লাগে ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: এত গুলো মানুষ মরেছে সেই অনুযায়ী রিএকট কম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.