নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অতঃপর বন্যা ও কতিপয় অসংগতি

১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭



বজ্রপাতে মরেছে কত মানুষ!
ভেঙে গেছে ঘরবাড়িগাছ;
ভূমিধ্বসে গেল মরে ১৮০ প্রাণ
তান্ডব লীলায় উঠেছে মেতে প্রকৃতি আজ।

অতঃপর এলো বন্যা!!
তলিয়ে গেছে উত্তরবঙ্গ দক্ষিন ও ভাসাবে বাণ,
মানুষের যাতায়াত বন্ধ ; দূর্যোগ থেকে নেই যে পরিত্রাণ।
ডুবে মরেছে শতেক; নিখুঁজ আরো কতেক!
অতিবৃষ্টি জলাবদ্ধতা অনাবৃষ্টি
সবকিছুতে প্রকারান্তরে
মানুষের কর্মদোষে সৃষ্টি।

আছে আল কোরআনে;
ভালমন্দ সবকিছু মানুষের কারণে।

ভূমির অপরিকল্পিত ব্যবহার
বৃক্ষনিধন বেড়েছে , বেড়েছে জুলুম অবিচার;
করেছে চর দখল জমি দখল
তার উপর গড়েছে সাধের রংমহল।

ভূতত্ত্ব মেনে অবকাঠামো নির্মানে
নেই পরিকল্পনা; এভাবে গড়েছে সব স্থাপনা।

নদীর নাব্যতা পেয়েছে হ্রাস,
কৃত্রিম কারণে সৃষ্ট সুদীর্ঘ জলাদ্ধতা
করছে মানুষের এত সর্বনাশ।
তারপর আছে মরার উপর খড়ার ঘা
প্রবিবেশী রাষ্ট্রের অযাচিত দাদাগিরিটা।
বন্যা হলে সেখানে দেবে বাধ ছেড়ে
এদেশের বন্যা তাতে আরো যাবে বেড়ে।
এদেশের সরকার তাদের তাবেদার
তাদের কথার বাইরে যাবে না কেউ আর।

কবিতা এখানেই শেষ নয়;
রিলিফের মাল বিতরণে কর্তৃপক্ষ নেবে
দলপ্রীতি স্বজনপ্রীতি দূর্ণীতির আশ্রয়
রাঘব বোয়ালেরা ভক্ষণ করবে সবই।
কে করবে বিচার তার যিনি বিচারপতি
বন্যাদূর্গতদের ললাটে তাই এত দূর্গতি!!

কি ভাবে যে গড়বো মোরা সোনার বাংলাদেশ?
অতঃপর হতাশার কবিতা, এখানেই হলো শেষ ।

ছবি নেটঃ
আগে দিইনি কারণ বিশেষ দিনে প্রিয়তমার মন বিষন্ন করতে চাইনি ।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এখানে উল্লেখ্য সুপ্রিয় ব্লগার শিপু ভাই ঘুড্ডির পাইলট, আমিনুর ভাই কান্ডারী অথর্ব স্বপ্নবাজ অভি,জাদিদ প্রমুখ ব্লগার গন বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্ররাই প্রকৃত অর্থে ত্রাণ বিতরণ করে থাকেন। মানুষের পাশে দাঁড়ান। দূর্গতদের সহায়তা করেন ।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: একজন আরমান, স্নিগ্ধ শোভন, রিমন তানভীর, মাগুর রুবাইত, তাদের নাম বাদ পরে গেছে ।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১

তারেক ফাহিম বলেছেন: সময়পুযোগী পোষ্ট, খুব সুন্দর করে বাস্তব চিত্র তুলে ধরলেন, ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছি। গুরুদেব বিজ্ঞানী ছিলেন না।এই দিক দিয়ে তারে ডিফিট দেয়া অসম্ভব ম নে করি না।
কবিতা পড়ে কিছু যেন শেখা যায় সেই ব্যাপারটি খেয়াল রাখছি খুব ।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আর সত্য বলবো যদিও সেটা তেতু হয় ।

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

উদাস মাঝি বলেছেন: বাহ ! মচৎকার :)

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নবাজ অভি কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: আসলে যারা নাস্তিক তারা কবিতা পড়ে কি বলে সেটার বিষয়ে ব্যাপক আগ্রহ হচ্ছে। :) ত্রাণ কর্মসূচীর খবর কি?

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

উদাস মাঝি বলেছেন: স্বপ্নবাজ অভি আবার কেডায় /:) ?

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: িআপনার কমেন্টের মত কমেন্ট পেতাম তার কাছ থেকে। আপনার কমেন্ট তার কথা মনে করিয়ে দিল ।

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

উদাস মাঝি বলেছেন: অহ মিস্টেক করছেন ?

তাইলে আসেন লাল চা খাই ;)

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমি মিস্টেক কম করি সুপ্রিয় ব্লগার ।

্আমার মেধা অস্বীকার করার মত না । ;)

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

উদাস মাঝি বলেছেন: তয় আমি কিন্ত অভি নাহ । :-&

অতএব সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিশ্লেষণ করিয়া আপনাকে
মিস্টেক অপরাধে অপরাধী হিসেবে ঘোষণা করা হল ।এবং
উক্ত অপরাধে শাস্তি হিসেবে নগদ ২পিস সামুচা এবং দুধ চা অনাদায়ে
কোল্ড ড্রিঙ্কস সঙ্গে প্লেইন বেনসন জরিমানা প্রদানের জন্য আদেশ দেয়া হইল ।

_______বিচারপতি এস কে সিনহা :P

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: চেনা চেনা লাগে তবু অচেনা । আপনি কি আমি সা.ি..দ

৭| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

উদাস মাঝি বলেছেন: জে নাহ।

জরিমানা কিন্ত আরও বেড়ে যাবে বলে দিলাম X((

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আরেকজন আছে নাম বলবো না .....যার পোস্ট পড়তে ব্লগে ঢুকতাম । :)

৮| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য!

আমরাই ডেকে আনি আমাদের বিপদ! ইচ্ছায় অনিচ্ছায়...অবহেলায়,

@ জরিমানা বাড়ছে কিন্তুক ;) খেয়াল কইরা হা হা হা

+++

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমি কিন্তু king of Carjon........ ;)

এসব আমি দেই না । !:#P

৯| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

উদাস মাঝি বলেছেন: বলেন নারে ভাই, আমিও একটু পড়ি :-B

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: এখন তো আর কিছু বাকী নেই ।

১০| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

উদাস মাঝি বলেছেন: নামটা বলেন সার্চ দেই,দেখি পাওয়া যায় কিনা

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: হা হা পড়েন পড়েন ।

১১| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭

উদাস মাঝি বলেছেন: X(( X(

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: একমাত্র শায়মার পোস্ট পড়ার ন্য আমি লগইন করি ।

১২| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


বন্যা একটা সমস্যা, এবং তা প্রতি বছর ঘটে না; যখনই ঘটে, তাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি, তাকে আমাদের সরকারগুলো প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছে।

ভারত পানি ধরে রেখে তাদের মানুষের জীবনের মানোন্নয়ন করছে; তারা এখনো এমন উন্নতি লাভ করেনি, যাতে বন্যার পানিকে বাংলাদেশের উপর দিয়ে না পাঠায়ে অন্য উপায়ে ধরে রাখতে পারে।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না। ভারত আন্তনদী সংযোগ করেছে। বাধ তৈরি করেছে। শুষ্ক মৌসুমে তারা সকল পানি শোষন করে আর বন্যা এলে বাধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা ঘটিয়ে দেয়। এতে বাংলাদেশের ডাবল ভোগান্তি। শুষ্ক মৌসুমে মরুভূমী আর ওয়েট সিজনে বন্যা ভূমি। এটা নিয়মিত সমস্যা ।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০

জুন বলেছেন: জীবন ঘনিষ্ঠ কবিতা । দুঃখজনক ভালোলাগা রইলো ।
+
আর মাঝি সাহেবের উপর মিছা ইলজাম দিয়েন্না । শেষে আমার আশি টাকার নাস্তার অবস্থা হবে । কত আশি টাকা শেষ হলো কিন্ত মামুন রশিদ কুনো আমিনুরদের আশি টাকা আর শেষ হয় না :(
:`>

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? এত আফসোসের কথা ।

মামুন রশিদ ভাই কুণো আমিনুর ভাই তাদের জরিমানা করা লাগবে। X((

সমস্যা হলো অনেক দিন তাদের দেখিনা । মনে অনেক মায়া জন্মেছে।

তবে তারা কিন্তু অনেক মানবিক কাজা করে থাকেন।
মাঝি সাহেবকে মিছা ইলজাম দিলাম না ।

সত্যি কথা লিখলাম । অনেকের খারাপ লাগতে পারে। যারা এসব দূর্নীতির সঙ্গে জড়িত তারা হয়তো কমেন্ট করবে না ।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




হুমমমমমম ... আমাদের আমজনতার সব কিছুই হতাশায় শেষ হয় !!!
প্রকৃতিকে তছনছ করে রাঘব-বোয়ালরা আর প্রকৃতি তার যে প্রতিশোধ নেয় তার সবটাই ঘাড়ে চাপে এই আমজনতার ।

অল্পের মধ্যে বাস্তবের সবটাই তুলে এনেছেন ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা শেষ মানে পরিপূর্ণ হয়েছে তাহলে । :)

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশের মানুষগুলো প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে।

ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: শতভাগ সত্য কথা । কি আর বলবো ? এতটুকু বলতে পারি সততার অভাবে যতটুকু সুবিধা বা সাহায্য জনতার প্রাপ্য সেটুকু ও তারা পায় না ।


অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

শুভাকমনা নিরন্তর ।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:



কোথায় আমাদের অসঙ্গতির আঁচড় নেই ? সবক্ষেত্রে আমরা উদাসীন মনোভাব পোষণ করি । প্রোএক্টিভ কেন হতে পারি না ? তবে তো এতো দূর্যোগ দুর্দশা আসে না ।

আপনার‍্ কবিতায় দু'দিক ফুটে উঠেছে সুন্দর ভাবে, অসচেতনতা এবং দূর্ভোগ ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমেই চমৎকার কমেন্টে ধন্যবাদ।

আমাদের দেশে গৃহ ও অবকাঠামো নির্মানে জিওকোড কয়জনে মানে?

বাংলাদেশে ভূতত্ত্ববিদ যারা আছেন তাদের ভূতত্ত্ববিদ্যা কাজে লাগানো উচিৎ। ভিশন ২০২১ বলেন আর ২০৪১ বলে সবই বৃথা যদি সুপরিকল্পনা না করা যায়। শুধু খরচ করলেই হবে না । উন্নয়ন করলেই হবে না । লাগসই উন্নয়ন সুনিশ্চিত করতে হবে । অর্থ জলে ফেলা অপচয়। অর্থের অর্থময় ব্যবহার সুনিশ্চিৎ করতে হবে ।
সুপরিকল্পনা সুশাসনের গুরুত্বপূর্ণ অংশ। সুশাসন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব ।

১৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১

ওমেরা বলেছেন: আমি বোকা তবে মেধা খারাপ না, অনেক কিছুই বুঝে ও বলি না ভাইয়া ।

যাক কবিতায় বাস্তবতা আছে ধন্যবাদ ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বন্যার কড়াল গ্রাস থেকে বিপন্ন মানবতার সাহায্যে আপামর জনসাধারণের এগিয়ে আসা উচিৎ।নিজে ত্রাণ দিতে হবে ‍ও অপরকে উদ্বুদ্ধ করতে হবে ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কিছু কিছু গোপন রাখতে হবে ।আবার জনস্বার্থে সত্য প্রকাশ করতে হবে। কারণ সততাই সর্বোত্তম পন্থা ।

কমেন্ট ও পাঠে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১৮| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর এই কবিতার জন্য ধন্যবাদ। এবং অশেষ কৃতজ্ঞতা ।

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর সম্ভাবনা ।

১৯| ২১ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:১৬

শুভ্র বিকেল বলেছেন: কবিতায় অনেক সমস্যা তুলে ধরেছেন। কিছু প্রাকৃতিক কিছু মনুষ্য সৃষ্ট। এই দূর্যোগ মোকাবেলায় আমাদের আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শুভকামনা কবি।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: সেটা কার্যকরী করার জন্য লিখা ঝুঁকি নিয়ে। তাতে যদি টনক নড়ে কর্তৃপক্ষের । দেশের মানুষ যদি উপকৃত হয়। দক্ষিণাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার জন্য উপকূলে স্থাপিত পোল্ডারগুলো কে দায়ী করা হয়। এসব ব্যাপার গুলো বুদ্ধিমত্তার সঙ্গে সুপরিকল্পিতভাবে স্থাপন করতে হবে ।

প্রাকৃতিক জিনিসগুলো আমরা ঠিক করতে পারবো না। মানুষ্য জিনিস সংশোধন করা যাবে ।

অতীতে আবহাওয়ার পরিবর্তন হয়েছে । বরফ যুগ উষ্ণ যুগ পালা পরিবর্তন করেছে বেশ কয়েকবার আর সেগুলো মানুষের জন্মের বহু আগের ঘটনা ওসবের মধ্য দিয়েই হয়তো পৃথিবী বাসযোগ্য হয়েছে।

মানুষ প্রকৃতির রিদমে হ্যাম্পার ঘটিয়েছে অন্য কোন প্রাণী নয় সেটাও মাথায় রাখতে হবে ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় নিরন্তন শুভকামনা ।

২০| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.